কোনো ধরনের মূল্য সংবেদনশীল তথ্য বা কারণ ছাড়াই পুঁজিবাজারে প্রকৗশল খাতে তালিকাভুক্ত কোম্পানি এস আলম কোল্ড রোল্ড স্টিল লিমিটেডের শেয়ারের দাম অস্বাভাবিক হারে বাড়ছে। ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এমন তথ্য জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, শেয়ার দর অস্বাভাবিক বাড়ার কারণ জানতে চেয়ে গত ১৮ ফেব্রুয়ারি কোম্পানিকে চিঠি পাঠায় ডিএসই। ওই চিঠির জবাবে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানির শেয়ার দর বাড়ছে।

আরো পড়ুন:

সিটি ব্যাংক পারপেচুয়াল বন্ডের কুপনের রেট ঘোষণা

বিএসইসির নতুন মুখপাত্র আবুল কালাম

গত ১৩ ফেব্রুয়ারি এস আলম কোল্ড রোল্ড স্টিল লিমিটেডের শেয়ারদর ছিল ৯.

৮০ টাকায়। আর বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বাজার শেষে শেয়ারটির দর বেড়ে ১৫.৪০ টাকায় দাঁড়িয়েছে। মাত্র কয়েক কার্যদিবসে শেয়ারটির দর বেড়েছে ৫.৬০ টাকা। এভাবে কোম্পানিটির শেয়ারের দাম বাড়াকে অস্বাভাবিক বলে মনে করে ডিএসই কর্তৃপক্ষ।

ঢাকা/এনটি/রাজীব

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ড এসই

এছাড়াও পড়ুন:

মেহজাবীনের গায়েহলুদ, ছবি তোলায় কড়াকড়ি

ঢাকার অদূরে একটি রিসোর্টে গায়েহলুদ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে লাক্স তারকা অভিনয়শিল্পী মেহজাবীনের। আজ রোববার বেলা ১১টা থেকে এই গায়েহলুদ অনুষ্ঠানের আয়োজন শুরু হয়েছে। চলবে সন্ধ্যা পর্যন্ত। মেহজাবীনের বর প্রযোজক ও পরিচালক আদনান আল রাজীব। তাঁদের দুজনের মধ্যে দীর্ঘদিন ধরে প্রেমের গুঞ্জন ছিল। সেই গুঞ্জন সত্যি হলো তাঁদের আনুষ্ঠানিক বিয়ের ঘোষণার মধ্য দিয়ে।

আদনান আল রাজীব ও মেহজাবীন চৌধুরী

সম্পর্কিত নিবন্ধ