বগুড়ার শেরপুরে অটোরিকশাচালককে ছুরিকাঘাত করে অটোরিকশা নিয়ে পালিয়েছে ছিনতাইকারী। গতকাল শনিবার রাত ১০টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর পৌরশহরের উপজেলা গেটের সামনে এ ঘটনা ঘটে।

ওই চালককে রক্তাক্ত অবস্থায় মহাসড়কের পাশে ফেলে যায় ছিনতাইকারী। ওই অটোরিকশাচালকের নাম মো. নাহিদ (৩০)। তাঁর বাড়ি উপজেলার মির্জাপুর ইউনিয়নের ভাদাইশপাড়া গ্রামে।

খবর পেয়ে রক্তাক্ত অবস্থায় ওই গাড়িচালককে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় পুলিশ। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ সূত্রে জানা যায়, ওই চালকের ডান হাতের কবজি এবং বাঁ কানের পেছনে ধারালো অস্ত্রের গুরুতর জখম আছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাঁকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত অটোরিকশাচালক মো.

নাহিদ বলেন, ধুনট রোড বাসস্ট্যান্ড থেকে যাত্রী সেজে এক যুবক (২৫) তাঁর অটোরিকশায় ওঠেন। উপজেলা গেটের সামনে যাওয়ার পর পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে তাঁর শরীরে একাধিকবার আঘাত করেন ওই যুবক। একপর্যায়ে গাড়ি থেকে তাঁকে মহাসড়কের পাশে ফেলে দিয়ে তাঁর গাড়িটি নিয়ে চলে যান বগুড়ার দিকে। পরে স্থানীয় লোকজন তাঁকে রক্তাক্ত অবস্থায় মহাসড়কের পাশে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।

শেরপুর টাউন পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মইনুল ইসলাম প্রথম আলোকে বলেন, ছিনতাই হয়ে যাওয়া গাড়িটি উদ্ধারে তাঁরা অনুসন্ধান শুরু করেছেন।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: চ লকক উপজ ল

এছাড়াও পড়ুন:

লায়লা কানিজের আয়কর নথি জব্দের আদেশ

‘ছাগলকাণ্ডে’ আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক কর্মকর্তা মতিউর রহমানের স্ত্রী ও নরসিংদীর রায়পুরা উপজেলার সাবেক চেয়ারম্যান লায়লা কানিজের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন।

এদিন দুদকের পক্ষে সংস্থাটির সহকারী পরিচালক মো. ইসমাঈল এ আবেদন করেন।

আবেদনে বলা হয়, আসামি লায়লা কানিজ দুর্নীতি দমন কমিশনে দাখিলকৃত সম্পদ বিবরণীতে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রদান করে এক কোটি তেপ্পান্ন লাখ তেষট্টি হাজার ছয় শত নব্বই টাকার সম্পদের তথ্য গোপন করেছেন এবং অবৈধভাবে অর্জিত অপরাধলব্ধ আয়ে মোট তের কোটি এক লক্ষ আটান্ন হাজার একশ ছয় টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের মালিকানা অর্জন করেছেন বলে রেকর্ডপত্রে প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইনে মামলা করা হয়েছে।

মামলাটি সুষ্ঠু তদন্তের স্বার্থে লায়লা কানিজ নামীয় ২০১২-২০১৩ হতে ২০২৪-২০২৫ করবর্ষ পর্যন্ত আয়কর নথির স্থায়ী অংশ ও বিবিধ অংশসহ সংশ্লিষ্ট যাবতীয় রেকর্ডপত্র জব্দ করা প্রয়োজন।

ঢাকা/মামুন/এসবি

সম্পর্কিত নিবন্ধ