এ হাল কেন পাকিস্তানের পেস আক্রমণের?
Published: 23rd, February 2025 GMT
দুপুরের কড়া রোদে ভারতীয় দল তখন আইসিসি একাডেমি মাঠে অনুশীলন করছে। আর একাডেমির গেটে সাবেক পাকিস্তানি মিডিয়াম পেসার মুদাসসর নজরকে ঘিরে ধরেছেন গণমাধ্যমকর্মীরা। সাবেক এ তারকার কাছে চিন্তিত পাকিস্তানি গণমাধ্যমকর্মীদের একটিই জানতে চাওয়া– এ হাল কেন পাকিস্তানের পেস আক্রমণের?
শাহিন আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফের ধার কোথায় হারিয়ে গেল? মুদাসসর নজর অবশ্য তাদের ধৈর্য ধরার আহ্বান জানালেন। তবে এর ফাঁকে তিনি এটাও বলেছেন, পাকিস্তান-ভারত ম্যাচে যাদের পেস আক্রমণ জ্বলে উঠবে, জয় তাদেরই হবে। তিনি ভারতের মোহাম্মদ শামি ও আর্শদীপ সিংয়ের পেস আক্রমণের দিকে ইঙ্গিত করে বলেছেন, তারা কম কিছু নয়। জাসপ্রিত বুমরাহ না থাকলেও তারা টক্কর দিতে সক্ষম।
অথচ একটা সময় পাকিস্তানের পেসারদের দাপটে কোণঠাসা থাকত ভারত। ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুস, শোয়েব আখতার তো বটেই; মোহাম্মদ আসিফ, উমর গুলরাও বেশ দাপট দেখাতেন। অবশ্য শাহিন আফ্রিদি, নাসিম শাহও বেশ আশাবাদ জাগিয়েছিলেন আবির্ভাবে। কিন্তু আচমকা এ দুই তারকা ধার হারিয়ে বসেছেন। ভারতের ব্যাটিংলাইন তো বেশ শক্তিশালী, নিউজিল্যান্ডই পাত্তা দিচ্ছে না পাকিস্তানের পেসত্রয়ীকে। টানা তিন ম্যাচ পাকিস্তানকে হারিয়েছে কিউইরা। অবাক বিষয় হলো, তিনটি ম্যাচই তারা জিতেছে পাকিস্তানের মাটিতে।
ত্রিদেশীয় সিরিজে গ্লেন ফিলিপস ও কেন উইলিয়ামসন তাদের উড়িয়ে দিলেন। এর পর চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে টম লাথাম ও উইলি ইয়াংরা ঠিকই পাকিস্তানের পেস আক্রমণকে নাস্তানাবুদ করে দিলেন। শাহিন আফ্রিদি কোনো উইকেটের দেখা পাননি, দেদার রান দিয়েছেন। নাসিম ও রউফ দুটি করে উইকেট পেলেও বিস্তর রান দিয়েছেন। কিউইদের বিপক্ষে এ অবস্থা হলে রোহিত-কোহলিদের সামনে পড়লে কী হবে! সে চিন্তাই মুদাসসর নজরের সামনে থাকা পাকিস্তানি সাংবাদিকদের মুখে ফুটে উঠছিল।
আগের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করা শুভমান গিল অবশ্য নিজেদের এগিয়ে রাখছেন না। নতুন দিন, নতুন ম্যাচ; তাই যে কোনো কিছু হতে পারে বলে গেলেন দলের প্রতিনিধি হিসেবে সংবাদ সম্মেলনে। তবে ভালো করার ব্যাপারে ভীষণ আত্মবিশ্বাসী শুভমান। বিশেষ করে তাঁর এবং রোহিতের ওপেনিং জুটি ছন্দে ফেরায় কাজটা সহজ হয়ে গেছে বলেও মনে করছেন গিল, ‘আমার এবং রোহিত ভাইয়ের ব্যাটিংয়ের ধরন একটু ভিন্ন। বোহিত ভাই শুরু থেকেই উড়িয়ে মারতে পছন্দ করেন। আর আমি শুরুতে গ্যাপে শটস খেলতে ভালোবাসি। সেট হওয়ার পর উড়িয়ে মারতে ভালো লাগে আমার। আমরা একটা ভালো শুরু দিতে পারলে বড় স্কোর আসবেই।’
বাংলাদেশের বিপক্ষে গত ম্যাচে সন্ধ্যার পর শিশির পড়েনি, তাই পরে ব্যাটিং করা বেশ কষ্টকর ছিল বলেও জানান শুভমান। কন্ডিশনের কারণেই বাংলাদেশের বিপক্ষে গত ম্যাচের সেঞ্চুরিটিকে তাঁর আট সেঞ্চুরির মধ্যে অন্যতম সেরার মর্যাদাও দিয়েছেন। সে অভিজ্ঞতার আলোকে গতকাল তিনি আরও যোগ করেন, ‘আমরা অবশ্যই ইতিবাচক ও আগ্রাসী ক্রিকেট খেলব। আমার মনে হয়, এই উইকেটে ৩০০-৩২৫ খুব ভালো স্কোর।’
তবে মাঝের ওভারগুলোতে যারা ভালো ব্যাটিং করবে, তারাই জিতবে বলেও মনে করছেন শুভমান। আর তখন পেসার নন, আবরার আহমেদের মতো স্পিনাররা ভয়ংকর হয়ে উঠতে পারেন বলে ইঙ্গিত করেছেন তিনি। শুভমানের নাকি মনে হচ্ছে, রোববারের ম্যাচে শিশির কোনো প্রভাব ফেলবে না, ‘শিশির না পড়লে টস তেমন গুরুত্বপূর্ণ হয়ে উঠবে না। তখন পরে ব্যাট করা দল কিছুটা চাপে থাকতে পারে।’ আর ভারত-পাকিস্তান বিগ ম্যাচে এই চাপই গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: অবশ য
এছাড়াও পড়ুন:
বনানীতে ব্যাটারিচালিত রিকশা চলাচলে বাধা, বিক্ষোভ-ভাঙচুর
রাজধানীর বনানী এলাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচলে বাধা দেওয়ায় বিক্ষোভ ও পুলিশের একটি বক্সে ভাঙচুর চালানো হয়েছে। ট্রাফিক পুলিশের গুলশান অঞ্চলের এক কর্মকর্তা প্রথম আলোকে এই তথ্য জানান।
আজ সোমবার দুপুর ১২টার দিকে এই ঘটনা ঘটে। ঘটনার ভিডিও ধারণ করায় কয়েকজন পথচারীকে মারধর করেন ব্যাটারিচালিত রিকশাচালকেরা।
পুলিশ বলছে, তারা বনানী ১১ নম্বর সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচলে বাধা দেয়। এ সময় কয়েকটি ব্যাটারিচালিত রিকশা আটক করা হয়। এতে ক্ষুব্ধ হয়ে ব্যাটারিচালিত রিকশাচালকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে পুলিশের একটি বক্সে ভাঙচুর চালান তাঁরা। কয়েকজন পথচারীও মারধরের শিকার হন।
ট্রাফিক পুলিশের গুলশান অঞ্চলের সহকারী কমিশনার আবু সায়েম প্রথম আলোকে বলেন, ব্যাটারিচালিত রিকশাচালকদের পরে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়।
ঘটনার ভিডিও ধারণ করার সময় এক গণমাধ্যমকর্মীকে মারধর করেন ব্যাটারিচালিত রিকশাচালকেরা। নাম প্রকাশ না করা শর্তে এই গণমাধ্যমকর্মী প্রথম আলোকে বলেন, ব্যাটারিচালিত রিকশাচালকেরা পুলিশের একটি বক্সে হামলা করেন। তিনি ভিডিও করতে যান। তখন চালকেরা তাঁর ওপর হামলা করেন। তাঁর গায়ের গেঞ্জি ছিঁড়ে ফেলেন।