৩ ফুট চওড়া বাড়ির দাম সাড়ে তিন কোটি টাকার বেশি
Published: 23rd, February 2025 GMT
বাড়িটির নাম ‘দ্য ডলস হাউস’ বা পুতুলের বাড়ি। তবে সেটি পুতুলের বাড়ি নয়, মানুষের। অদ্ভুত আকার ও দর্শনের এই বাড়ি যুক্তরাজ্যের কর্নওয়ালে।
সম্প্রতি বাড়িটি ২ লাখ ৩৫ হাজার পাউন্ডে বিক্রি হয়েছে বলে খবর প্রকাশ করেছে দ্য মেট্রো। বাংলাদেশি মুদ্রায় যা সাড়ে ৩ কোটি টাকার বেশি।
বাড়িটি পোর্থলেভেনের ক্লেমন্ট টেরেসে অবস্থিত। এটি এক কক্ষবিশিষ্ট একটি বাড়ি, তবে ভবনটি দ্বিতল। সব মিলিয়ে আয়তন মোটে ৩৩৯ বর্গফুট। বাড়ির সবচেয়ে কম চওড়া অংশটি মাত্র ৩ ফুট এবং সবচেয়ে বেশি চওড়া অংশ ১০ ফুটের সামান্য বেশি। দুটি বাড়ির মাঝখানের ফাঁকা জায়গায় ছোট্ট বাড়িটি নির্মাণ করা হয়েছে।
এত ছোট্ট একটি বাড়ি কেন এত দামে বিক্রি হলো, সে প্রশ্ন অনেকের মনে ঘুরপাক খেতে পারে। এর জবাব হলো, আকারে এত ছোট হওয়া সত্ত্বেও পোর্থলেভেনের মনোরম একটি গ্রামে বাড়িটি অবস্থিত। তার ওপর সেটির অবস্থান গ্রামের সুন্দর একটি স্থানে।
বাড়িটি নান্দনিক স্থাপত্যশৈলীর একটি আদর্শ উদাহরণ। বাড়িটি ছোট, কিন্তু এমনভাবে সেটির নকশা করা হয়েছে যে এখানে ছোট্ট জায়গায় বসবাসের আসল অভিজ্ঞতা নেওয়া যাবে।
মেট্রোর প্রতিবেদন অনুযায়ী, বাড়িটিতে একটি শয়নকক্ষ আছে। যেখানে শুধু দুজনে শোয়া যায়, এমন একটি খাট রাখা যাবে। এ ছাড়া আছে উজ্জ্বল রঙের একটি রান্নাঘর, শৌচাগার ও বসার ছোট একটি জায়গা। সেখানে একটি টেলিভিশনও রাখা যাবে। যদিও সে ক্ষেত্রে আপনাকে টেলিভিশনের একেবারে কাছ ঘেঁষে বসতে হবে।
বাড়ি থেকে সমুদ্র দেখা যায়। রৌদ্রোজ্জ্বল দিনে বাইরে তাকিয়েই সমুদ্র দেখতে পাওয়ার মতো দারুণ দৃশ্য উপভোগ করা যায়। বাড়িটির একটি ইতিহাসও রয়েছে। বাড়িটি যে সড়কের ওপর, সেটির নাম লাইফবোট টেরেস। শহরের প্রথম লাইফবোট হাউস সেখানে ছিল বলে এই নাম। ১৮৬৩ সালে সেটি নির্মাণ করা হয়েছিল।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: র একট
এছাড়াও পড়ুন:
নেপালের দায়িত্বে বাংলাদেশের সাবেক কোচ
অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটার স্টুয়ার্ট ল নেপালের হেড কোচের দায়িত্ব পেয়েছেন। আগামী দুই বছরের জন্য তাকে জাতীয় দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে নেপাল ক্রিকেট বোর্ড। গত ফেব্রুয়ারিতে কোচ মন্টি দেশাইয়ের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হলে তার স্থলাভিষিক্ত হলেন স্টুয়ার্ট ল।
স্টুয়ার্ট ল এর আগে বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের কোচ হিসেবে কাজ করেছেন। সর্বশেষ তিনি যুক্তরাষ্ট্রের কোচ ছিলেন, তবে নিয়োগের সাত মাস পর ২০২৪ সালের অক্টোবরে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। তবে তার কোচিংয়ে দারুণ সাফল্য পেয়েছিল যুক্তরাষ্ট্র। তার অধীনে বাংলাদেশকে টি-টোয়েন্টি সিরিজে হারায় তারা এবং প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে জায়গা করে নেয়।
আগামী জুনে স্কটল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলবে নেপাল, যেখানে স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবে তারা। বিশ্বকাপ লিগ-২ এর অংশ হিসেবে অনুষ্ঠিত এই সিরিজই হবে স্টুয়ার্ট ল'র প্রথম অ্যাসাইনমেন্ট।
বাংলাদেশের সঙ্গে স্টুয়ার্ট ল'র সম্পর্ক বেশ পুরোনো। তার কোচিংয়েই ২০১২ সালে প্রথমবারের মতো এশিয়া কাপের ফাইনালে খেলেছিল বাংলাদেশ। জাতীয় দলের পাশাপাশি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। এছাড়া, অস্ট্রেলিয়ার জাতীয় দলের ব্যাটিং কোচ ও ক্রিকেট অস্ট্রেলিয়ার সেন্টার অব এক্সেলেন্সের দায়িত্বেও ছিলেন এই অভিজ্ঞ কোচ।