পুঁজিবাজারে বন্ড খাতে তালিকাভুক্ত সিটি ব্যাংক পারপেচুয়াল বন্ডের অর্ধবার্ষিক সময়ের জন্য মুনাফা বা কুপন রেট ঘোষণা করা হয়েছে। ওই সময়ের জন্য বন্ডটির ইউনিটধারীদেরকে ১০ শতাংশ হারে মুনাফা দেওয়া হবে।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) বন্ডটির ইস্যুকারী প্রতিষ্ঠান সিটি ব্যাংক পিএলসি সূত্রে এই তথ্য জানা গেছে। এর আগে, গত বৃহস্পতিবার অনুষ্ঠিত বন্ডের ট্রাস্টি কমিটির বৈঠকে কুপনের হার অনুমোদন করা হয়।

তথ্য মতে, চলতি ২০২৫ সালের ১ মার্চ থেকে ২০২৫ সালের ৩১ আগস্ট পর্যন্ত সময়ের জন্য বন্ডটির ১০ শতাংশ হারে অর্ধবার্ষিক কুপন রেট ঘোষণা করেছে।

আরো পড়ুন:

বিএসইসির নতুন মুখপাত্র আবুল কালাম

লভ্যাংশ দেবে না আইসিবি এএমসিএল গোল্ডেন জুবিলি ফান্ড

এর আগে, ২০২৪ সালের ১ সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ের জন্য বন্ডটির ১০ শতাংশ হারে অর্ধবার্ষিক কুপন রেট ঘোষণা করে।

সিটি ব্যাংক পারপেচুয়াল বন্ডের আকার ৪০০ কোটি টাকা। এর ইউনিট সংখ্যা ৪ হাজার। প্রতিটি ইউনিট বা লটের অভিহিত মূল্য ১০ লাখ টাকা।

২০২২ সালের ২০ জুন পুঁজিবাজারে বন্ডটির লেনদেন শুরু হয়। সিটি ব্যাংক পারপেচুয়াল বন্ডের ট্রাস্টির দায়িত্ব পালন করছে আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেড।

ঢাকা/এনটি/রাজীব

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর সময় র জন য

এছাড়াও পড়ুন:

স্থানীয় সরকার ইনস্টিটিউট ৯ম গ্রেডে নেবে গবেষণা ও পরিসংখ্যান কর্মকর্তা, আবেদন করেছেন কি

জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের (এনআইএলজি) রাজস্ব খাতভুক্ত একাধিক শূন্য পদ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই ইনস্টিটিউটে দুই ক্যাটাগরির পদে ৯ম গ্রেডে ৪ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

১. পদের নাম: গবেষণা কর্মকর্তা

পদসংখ্যা: ৩

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি, সমাজকল্যাণ, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, লোকপ্রশাসন, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, পরিসংখ্যান, ফিজিক্যাল প্ল্যানিং, ভূগোল বা রাষ্ট্রবিজ্ঞানে দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি।

বয়স: ১৫ এপ্রিল ২০২৫ তারিখে ১৮ থেকে ৩২ বছর।

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

আরও পড়ুনতিন বছর পর সমবায় অধিদপ্তরের সংশোধিত বিজ্ঞপ্তি, পদ ৫১১ ২০ মার্চ ২০২৫২. পদের নাম: পরিসংখ্যান কর্মকর্তা

পদসংখ্যা: ১

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যানে দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি। কম্পিউটারে জ্ঞানসম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে।

বয়স: ১৫ এপ্রিল ২০২৫ তারিখে ১৮ থেকে ৩২ বছর।

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে। অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ নম্বরে কল অথবা [email protected] ঠিকানায় ই-মেইলে যোগাযোগ করা যাবে। এ ছাড়া টেলিটকের জবপোর্টালের ফেসবুক পেজে মেসেজের মাধ্যমে যোগাযোগ করা যাবে। মেইল/মেসেজের সাবজেক্টে প্রতিষ্ঠান ও পদের নাম এবং ইউজার আইডি ও যোগাযোগের নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে।

আরও পড়ুনশিক্ষা প্রকৌশল অধিদপ্তরে বড় নিয়োগ, সংশোধিত পদ ১৮৭১৩ মার্চ ২০২৫আবেদন ফি

অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ প্রতিটি পদের জন্য ২০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ২৩ টাকাসহ মোট ২২৩ টাকা এবং অনগ্রসর (ক্ষুদ্র জাতিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) প্রার্থীদের প্রতিটি পদের জন্য ৫০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা টেলিটক প্রিপেইড মুঠোফোন নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের সময়সীমা: ১৫ এপ্রিল ২০২৫, বিকেল ৫টা পর্যন্ত।

আরও পড়ুনবিসিআইসিতে বড় নিয়োগ, পদ ৬৮৯২১ মার্চ ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • যুক্তরাষ্ট্র ছেড়ে শিক্ষার্থীরা কানাডার বিশ্ববিদ্যালয়ে আবেদন করছেন, কারণ কী
  • পুলিশ স্টাফ কলেজে ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ ম্যানেজমেন্টে মাস্টার্স
  • প্রথম প্রান্তিকে চীনের প্রবৃদ্ধি ৫.৪%
  • কানাডা ইমিগ্রেশনে নতুন দিগন্ত: ফ্রেঞ্চ ভাষা জানলেই মিলছে বাড়তি সুযোগ
  • আজ টিভিতে যা দেখবেন (১৬ এপ্রিল ২০২৫)
  • আলিম পরীক্ষা ২০২৫–এর ফরম পূরণের সময় বাড়ানো হয়েছে
  • ‘মেডিকেল রিটেইনার’ পদে কর্মী নিয়োগ দেবে তিতাস গ্যাস
  • যুক্তরাজ্যের নটিংহাম বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ, আবেদন করুন দ্রুত
  • আজ টিভিতে যা দেখবেন (১৫ এপ্রিল ২০২৫)
  • স্থানীয় সরকার ইনস্টিটিউট ৯ম গ্রেডে নেবে গবেষণা ও পরিসংখ্যান কর্মকর্তা, আবেদন করেছেন কি