Prothomalo:
2025-04-15@12:20:41 GMT

ট্রাম্প আর ট্রুডোর কী কথা হলো

Published: 23rd, February 2025 GMT

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো গতকাল শনিবার কথা বলেছেন।

ইউক্রেনে যুদ্ধ পরিস্থিতি এবং অবৈধ ফেন্টানাইল (মাদক) বাণিজ্যের বিরুদ্ধে লড়াইয়ের প্রচেষ্টা নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে ট্রুডোর দপ্তর।

শিল্পোন্নত সাত দেশের জোট জি–৭-এর নেতাদের আগামীকাল সোমবার পশ্চিমা সামরিক জোট ন্যাটোর মহাসচিব, ইউরোপীয় ইউনিয়নের প্রধান এবং রোমানিয়া ও পোল্যান্ডের নেতাদের সঙ্গে ইউক্রেন পরিস্থিতি নিয়ে কথা বলার কথা রয়েছে। এর আগে নিজেদের মধ্যে আলাপ করলেন ট্রাম্প ও ট্রুডো।

হোয়াইট হাউস জানিয়েছে, ট্রাম্প ও ট্রুডো উভয়েই তিন বছর ধরে চলা ইউক্রেন যুদ্ধের অবসান দেখার বিষয়ে একমত হয়েছেন।

এক বিবৃতিতে হোয়াইট হাউস বলেছে, দুই নেতা আগামীকালের (সোমবার) ফোনালাপের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

আরও পড়ুনমেক্সিকো ও কানাডার পণ্যে শুল্ক আরোপ স্থগিত করলেন ট্রাম্প, চীনের সঙ্গেও আলোচনা হবে০৪ ফেব্রুয়ারি ২০২৫আরও পড়ুনট্রাম্প শুল্ক আরোপ করলে আমরাও ব্যবস্থা নেব: ট্রুডো০১ ফেব্রুয়ারি ২০২৫

গত ২০ জানুয়ারি দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে ট্রুডোর সঙ্গে বাণিজ্য বিরোধে জড়িয়েছেন ট্রাম্প।

আরও পড়ুনট্রাম্পের মার–এ–লাগোয় হঠাৎ কেন জাস্টিন ট্রুডো৩০ নভেম্বর ২০২৪.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

পরীক্ষাকেন্দ্রে শিক্ষার্থীদের কাছে মোবাইল, কেন্দ্র সচিবসহ ৪ শিক্ষক বহিষ্কার

ময়মনসিংহের ফুলপুর উপজেলার ভাইটকান্দি স্কুল অ্যান্ড কলেজের কেন্দ্র সচিবসহ ৪ শিক্ষককে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া ইসলাম সীমা এই বহিষ্কার আদেশ দেন।

এসএসসি পরীক্ষা চলাকালে শিক্ষার্থীদের কাছে মোবাইল ফোন পাওয়াসহ নানা অনিয়মের অভিযোগে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। আগামী ৫ বছর তারা কোনও পাবলিক পরীক্ষায় দায়িত্ব পালন করতে পারবেন না।

বহিষ্কৃতরা হলেন- ভাইটকান্দি স্কুল অ্যান্ড কলেজের কেন্দ্র সচিব মো. বিল্লাল হোসেন এবং উপজেলার ৫ নম্বর সদর ইউনিয়নের ঠাকুর বাকাই ময়েজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. হাবিবুর রহমান, নিলুফার ইয়াসমীন এবং গোলাম রেজুয়ান।

ইউএনও সাদিয়া ইসলাম সীমা জানান, পরীক্ষার হলে কয়েকজন শিক্ষার্থীর কাছে মোবাইল পাওয়া গেছে। এটি সংশ্লিষ্ট দায়িত্বশীলদের সুস্পষ্ট দায়িত্বে অবহেলা।

ভাইটকান্দি স্কুল অ্যান্ড কলেজের কেন্দ্রের হল সুপার সিকদার জানান, ভোকেশনাল শাখার কয়েকজন ছাত্র সম্ভবত জানালা দিয়ে জব্দ হওয়া মোবাইলগুলো পরীক্ষার হলে নিয়েছিল। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের অভিযানে এসব ধরা পড়ে।

সম্পর্কিত নিবন্ধ