কষ্টের জয়ে শীর্ষস্থান ধরে রাখল বার্সেলোনা
Published: 23rd, February 2025 GMT
লা লিগার শিরোপার লড়াই আরও জমে উঠেছে। আগের ম্যাচে ভ্যালেন্সিয়াকে হারিয়ে শীর্ষে উঠেছিল অ্যাটলেটিকো মাদ্রিদ। তবে তাদের সেই অবস্থান দীর্ঘস্থায়ী হয়নি। ২৪ ঘণ্টা না যেতেই আবারও শীর্ষস্থান দখলে নিয়েছে বার্সেলোনা। শনিবার এস্তাদিও দে গ্রান ক্যানারিয়ায় স্বাগতিক লাস পালমাসকে ২-০ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে ফিরেছে কাতালানরা।
প্রথমার্ধে প্রতিপক্ষের মাঠে বেশ ভুগতে হয় বার্সেলোনাকে। শুরুতেই ভালো সুযোগ পায় লাস পালমাস, তবে তাদের নিচু শট রুখে দেন বার্সা গোলরক্ষক ভয়চেক সেজনি। কয়েক মিনিট পর বার্সাও গোলের সুযোগ পেলেও রবার্ট লেভান্ডোভস্কির হেড লক্ষ্যভ্রষ্ট হয়। প্রথমার্ধে একাধিকবার আক্রমণে ওঠার চেষ্টা করেও জমাটবদ্ধ লাস পালমাস রক্ষণের কারণে সফল হয়নি বার্সেলোনা।
দ্বিতীয়ার্ধেও বার্সার গোলের জন্য অপেক্ষা করতে হয় ৬১তম মিনিট পর্যন্ত। তরুণ প্রতিভা লামিনে ইয়ামালের দারুণ পাস থেকে স্প্যানিশ উইঙ্গার দানি ওলমো নিখুঁত শটে লক্ষ্যভেদ করেন। এরপর লেভান্ডোভস্কি দুটি সুযোগ পেলেও প্রথমবার তার হেড রুখে দেন গোলরক্ষক এবং পরের শটটি লক্ষ্যভ্রষ্ট হয়। ৮০ মিনিটে বার্সেলোনার বিপক্ষে পেনাল্টির জোরালো দাবি ওঠে, যখন লাস পালমাসের অ্যালেক্স সুয়ারেজের শট ডিফেন্ডার এরিক গার্সিয়ার হাতে লাগে। এতে দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং দু’পক্ষের একজন করে হলুদ কার্ড দেখেন। তবে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) মাধ্যমে সিদ্ধান্তটি অফসাইড বলে বাতিল হয়। অতিরিক্ত সময়ের পঞ্চম মিনিটে বদলি খেলোয়াড় ফারমিন লোপেজ রাফিনিয়ার পাস পেয়ে ছয় গজ বক্সের কোণা থেকে বাঁ পায়ের শটে বার্সার জয় নিশ্চিত করেন।
নতুন বছরে ১৩ ম্যাচে অপরাজিত থাকার ধারাবাহিকতা বজায় রেখেছে বার্সেলোনা। লা লিগায়ও টানা পাঁচ ম্যাচে জয় পেল তারা। এই জয়ে ২৫ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছে হ্যান্সি ফ্লিকের দল। সমান ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ। এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদ ২৪ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে রয়েছে তৃতীয় স্থানে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
বাগেরহাটে বাস-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩
বাগেরহাটে বাস ও ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে সিয়াম গাজী (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। শনিবার সকালে বাগেরহাট-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের বলভদ্রপুর বালিয়াডাঙ্গা নামক স্থানে এই দুর্ঘটনায় ইজিবাইকের চালকসহ আরও তিনজন আহত হয়।
নিহত সিয়াম গাজী মোরেলগঞ্জ উপজেলার তেলিগাতী গ্রামের মজিবর গাজীর ছেলে। আহতরা হলেন- নিহতের বাবা মজিবর গাজী (৫০), তাদের প্রতিবেশী রশিদ খান (৭৫) ও ইজিবাইক চালক বাপ্পি (৩০)।
স্থানীয়দের বরাত দিয়ে মহেষপুরা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. তোমেজ উদ্দীন বলেন, সিয়াম ও তার বাবা তাদের একজন প্রতিবেশিকে নিয়ে ইজিবাইকে করে পিরোজপুর সদরে তাদের নিকট আত্মীয়ের মরদেহ দেখতে যাচ্ছিলেন। বলভদ্রপুর বালিয়াডাঙ্গা নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক অর্থাৎ পিরোজপুর থেকে বাগেরহাটের দিকে আশা একটি যাত্রীবাহী বাসের ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকের চালকসহ চারজন গুরুতর আহত হয়। এর মধ্যে সিয়াম গাজী নামের একজনকে হাসপাতালে নেওয়ার পরে মারা যান। অন্যরা বাগেরহাট ২৫০ শয্যা জেলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দুর্ঘটনার কারণ সম্পর্কে এই পুলিশ কর্মকর্তা বলেন, রাস্তার পাশে একটি ট্রাক রাখা ছিল। যার ফলে ইজিবাইক এবং যাত্রীবাহী বাস কেউ কাউকে দেখতে পায়নি। যানবাহন দুটি ট্রাকটিকে পাশ কাটিয়ে সড়ক অতিক্রম করার সময় মুখোমুখি সংঘর্ষ হয়।