নাটোরের বড়াইগ্রামে বিয়েবাড়িতে গান বাজানোয় প্রতিবেশীর মারধরে কামাল ব্যাপারী (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

শনিবার (২২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মানিকপুর পশ্চিমপাড়া এলাকায় ঘটনাটি ঘটে। বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সরল মুরমু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত কামাল একই এলাকার মৃত ইসমাইল ব্যাপারীর ছেলে।

আরো পড়ুন:

মাদক সেবনে নিষেধ করায় ২ যুবককে মারধর

নোয়াখালীতে ইউপি সদস্যকে মারধর করল যুবদল-ছাত্রদল

বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সরল মুরমু বলেন, “শনিবার রাতে কামাল ব্যাপারীর ভাতিজা সুমনের বিয়ের অনুষ্ঠানের প্রস্তুতি চলছিল। এসময় গান বাজানোকে কেন্দ্র করে প্রতিবেশী শামসুল, সাজত ও শাজাহান এসে কামালের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে তারা কামাল ব্যাপারীকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারেন। এতে ঘটনাস্থলেই মারা যান কামাল।”

বড়াইগ্রাম থানার ওসি (তদন্ত) মো মাহবুবুর রহমান বলেন, “পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই অভিযুক্তরা পালিয়ে যায়। অভিযুক্তদের ধরতে অভিযান চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”

ঢাকা/আরিফুল/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ম রধর ম রধর

এছাড়াও পড়ুন:

২৫ ফেব্রুয়ারিকে ‘জাতীয় শহীদ সেনা দিবস’ ঘোষণা

২৫ ফেব্রুয়ারিকে ‘জাতীয় শহীদ সেনা দিবস’ ঘোষণা করেছে মন্ত্রীপরিষদ বিভাগ। তবে এদিন থাকবে না সরকারি ছুটি। 

রবিবার (২৩ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগের উপ-সচিব তানিয়া আফরোজ স্বাক্ষরিত এক পরিপত্রে এই ঘোষণা দেওয়া হয়।

পরিপত্রে বলা হয়, সরকার প্রতি বছর ২৫ ফেব্রুয়ারি ‘জাতীয় শহীদ সেনা দিবস’ হিসেবে ঘোষণা করেছে। এই দিবসে সরকারি ছুটি থাকবে না। এটিকে ‘গ’ শ্রেণীভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্তির ঘোষণা দেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত যথাযথভাবে প্রতিপালনের জন্য সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে নির্দেশ দেওয়া হয়।

২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি রাজধানীতে পিলখানা হত্যাকাণ্ডে ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। তাই এই দিনটিকে রাষ্ট্রীয়ভাবে পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

ঢাকা/এনএইচ

সম্পর্কিত নিবন্ধ