চিত্রনায়িকা দিতির মেয়ে লামিয়ার ওপর হামলার ঘটনায় যা জানা গেল
Published: 23rd, February 2025 GMT
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আত্মীয়দের সঙ্গে জমিসংক্রান্ত বিরোধের জেরে হামলার শিকার হয়েছেন চিত্রনায়িকা পারভীন সুলতানা দিতির কন্যা লামিয়া চৌধুরী। গতকাল শনিবার দুপুরে সোনারগাঁ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের দিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার সময় লামিয়া চৌধুরী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভ করেন। সেই লাইভে লামিয়ার গাড়ি ভাঙচুর করতে দেখা যায়। ভিডিওতে লামিয়া বলছিলেন, তার পা ভেঙে ফেলা হয়েছে। তিনি হাঁটতে পারছেন না। তাঁর গাড়িও ভাঙা হয়েছে।
তবে লামিয়ার প্রয়াত ছোট মামার স্ত্রী লায়লা লুৎফুন্নাহার প্রীতি পাল্টা অভিযোগ করেছেন। তাঁর দাবি, জমিসংক্রান্ত বিষয়ে বিচারে লোকজন নিয়ে এসে তাঁর (প্রীতি) ওপর হামলা চালিয়েছেন লামিয়া। স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, চিত্রনায়িকা দিতির পাঁচ ভাই ও তিন বোন। তাঁর ৪ নম্বর ভাই লামিয়ার মামা টিপু সুলতান প্রায় ৯ বছর আগে মারা গেছেন। তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে লামিয়াদের জমিসংক্রান্ত বিরোধ চলছে। এ নিয়ে আদালতে একটি মামলাও চলমান।
নারায়ণগঞ্জে সন্ত্রাসী হামলার শিকার দিতি–সোহেল চৌধুরীর মেয়ে লামিয়াছেলে দীপ্ত ও মেয়ে লামিয়ার সঙ্গে দিতি.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ভাষা শহীদদের প্রতি নারায়ণগঞ্জ মহানগর জিয়ামঞ্চ’র শ্রদ্ধা নিবেদন
২১শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর জিয়ামঞ্চ এর উদ্যাগে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করে সংগঠনের নেতৃবৃন্দ।
শুক্রবার (২১ ফেব্রুয়ারী) প্রথম প্রহরে নারায়ণগঞ্জ চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে মহানগর জিয়ামঞ্চ এর সভাপতি আলী নুরের নেতৃত্বে শহীদদের প্রতি এ শ্রদ্ধা নিবেদন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর জিয়া মঞ্চ এর যুগ্ম আহবায়ক মো. উজ্জ্বল, মো. লিখন, সদর থানার আহবায়ক রাজন ও সদস্য সচিব রাকিব সহ অন্যান্য সকল নেতৃবৃন্দ।