ফাগুনের শুরুতে বৃষ্টিতে নতুন রূপে সাজছে প্রকৃতি। গতকাল শনিবার রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হয়েছ। এই অবস্থায় আগামী দু’দিন ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে পারে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, রবিবার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

পাশাপাশি সোমবার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

তবে, আগামী মঙ্গলবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আর এই তিন দিন শেষরাত থেকে ভোর পর্যন্ত কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।

ঢাকা/রাজীব

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

ময়মনসিংহে ভুট্টা খেত থেকে ভ্যানচালকের মরদেহ উদ্ধার

ময়মনসিংহে ভুট্টা খেত থেকে নাহিদ আলী (১৮) নামে ভ্যানচালকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার দিবাগত রাত ১টায় ময়মনসিংহ সদর উপজেলার অষ্টধর ইউনিয়নের কাউনিয়া গ্রামের একটি ভুট্টা খেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত নাহিদ আলী (১৮) সদর উপজেলার অষ্টধর ইউনিয়নের চরশষা গ্রামের কামরুল হোসেনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম খান।

পুলিশ জানায়, গতকাল শনিবার নাহিদ আলী তার ব্যাটারিচালিত অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন। সন্ধ্যার পর থেকে আর তার খোঁজ মিলছিল না। তার মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়। পরে কোতোয়ালি মডেল থানায় একটি জিডি করা হয়।

অনেক খোঁজাখুঁজি করে শনিবার দিবাগত রাতে একটি ভুট্টা খেতে তার মরদেহ দেখতে পায় স্থানীয় জনতা। পরে তারা পুলিশে খবর দিলে মরদেহ উদ্ধার করে পুলিশ।

ওসি আরও জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে ব্যাটারিচালিত অটোভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হবে।

সম্পর্কিত নিবন্ধ