চাকরিজীবী নারীরা ব্যাগে যা যা রাখতে পারেন
Published: 23rd, February 2025 GMT
চাকরিজীবী নারীদের প্রতিদিন সকালে অফিসে যেতে হয়। সারাদিন কাজ করে যখন তার ঘরে ফেরার যখন সময় হয় ততক্ষণে বিকাল হয়ে আসে। যেহেতু দীর্ঘ সময় ঘরের বাইরে থাকতে হয় সেহেতু এই সময়ের মধ্যে অনেক কিছুই প্রয়োজন হতে পারে। তবে সবকিছু ব্যাগে নিয়ে যাওয়া সম্ভব নয়। আবার কিছু জিনিস সঙ্গে না রাখলেই নয়। একজন চাকরিজীবী নারী ব্যাগে কি কি রাখবেন?— এক বাক্যে বলতে গেলে বলতে হবে এমন কিছু জিনিস রাখা জরুরি যেগুলো ব্যাগে না থাকলে আপনি কখনো কখনো অসুবিধায় পড়ে যেতে পারেন। চলুন তালিকাটি একবার মিলিয়ে নেওয়া যাক।
ওয়ালেট, ফোন, চার্জার: ফোন ব্যবহার করেন না এমন মানুষ এখন আর খুঁজে পাওয়া যায় না! বিশেষ করে কর্মজীবী নারীরা ঘরের বাইরে যাওয়ার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসগুলোর মধ্যে টাকার ব্যাগ, ফোন এবং ফোনের চার্জার রাখতে ভুলে যাবেন না। মোটামুটি এই তিনটি জিনিস থাকলে যে কোনও সমস্যা মোকাবিলা সহজ হয়ে যায়। এ ছাড়া পাওয়ার ব্যাঙ্কও সঙ্গে রাখতে পারেন। এতে ফোনের ব্যাটারি শেষ হয়ে গেলেও বিশেষ চিন্তা থাকবে না।
স্যানিটারি ন্যাপকিন ও ওষুধ: নারীদের ব্যাগে থাকতে পারে স্যানিটারি ন্যাপকিন এবং প্রয়োজনীয় ওষুধ। ওষুধের মধ্যে ব্যাগে ব্যান্ড-এইড, প্যারাসিটামল, পেট খারাপের ওষুধ, দৈনন্দিন ওষুধ ও হ্যান্ড স্যানিটাইজ়ার রাখতে পারেন।
আরো পড়ুন:
‘শয়তানের নিশ্বাস’ বা ‘ডেভিলস ব্রেথ’ কতটা ভয়াবহ
টাকা হাতে আসলেই খরচ হয়ে যায়? ‘কাকিবো’ পদ্ধতিতে টাকা জমান
হেয়ারব্যান্ড ও চিরুনি: অধিকাংশ নারীই চুলের প্রতি যত্নশীল। চুলের যত্নে ব্যাগে চিরুনি, হেয়ারব্যান্ড, গার্ডার ইত্যাদি রাখতে পারেন। চুল এলোমেলো হয়ে এগুলো প্রয়োজন পড়বে।
মেকআপ: ব্যাগে রাখতে পারেন টুকিটারি মেকআপ সামগ্রী। যেমন— লিপস্টিক, লিপবাম, কমপ্যাক্ট পাউডার, অ্যান্টিসেপ্টিক ক্রিম, ছোট সানস্ক্রিন লোশন আর পারফিউম।
সেফটিপিন ও টিস্যু: সেফটিপিন কিংবা টিস্যু কত যে জরুরি তা কম-বেশি সব নারীই জানেন।
শুকনো খাবার: কর্মজীবী নারীদের ব্যাগে সব সময় থাকতে পারে কিছু শুকনো খাবার। ক্লান্তি কাটাতে পারে এমন খাবার সঙ্গে রাখা ভালো। যেমন— বাদাম, কিশমিশ, খেজুর ইত্যাদি।
অতিরিক্ত এক সেট চাবি: তাড়াহুড়ো করে ঘর থেকে বের হওয়ার সময় মনের ভুলে চাবি ঘরে রেখেই বের হয়ে যাওয়ার মতো ঘটনা ঘটতে পারে। তাই গাড়ির চাবি হোক অথবা ঘরের চাবি, অতিরিক্ত এক সেট চাবি ব্যাগে রেখে দিতে পারেন।
এসব ছাড়াও, ব্যাগে রুমাল, পানির বোতল, পরিচয়পত্র এবং সানগ্লাস রাখতে পারেন।
ঢাকা/লিপি
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
গাজীপুরে নেতাকর্মীদের শুভেচ্ছা পেলেন লুৎফুজ্জামান বাবর
রাজধানীর গুলশান থেকে নিজ গ্রামের বাড়িতে যাওয়ার পথে গাজীপুরের শ্রীপুরে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন যুবদলের নেতাকর্মীরা।
রবিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার মাওনা চৌরাস্তা উড়াল সেতুর উত্তর পাশে পল্লী বিদ্যুৎ মোড় এলাকায় তাকে শুভেচ্ছা জানানো হয়।
শ্রীপুর উপজেলা যুবদল নেতা ও মাওনা চৌরাস্তা আঞ্চলিক শ্রমিক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক রিয়েল আহমেদের নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক সারোয়ার হোসেন শেখ, গাজীপুর জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক ফারুক ভূইয়াসহ যুবদলের অসংখ্য নেতাকর্মী।
১৭ বছর পর গ্রামের বাড়ি নেত্রকোনার মদন উপজেলায় যাচ্ছেন বাবর। তাকে শুভেচ্ছ জানানোর জন্য উপজেলার মাওনা চৌরাস্তা উড়াল সেতুর উত্তর পাশে পল্লী বিদ্যুৎ মোড় এলাকায় যুবদলের অসংখ্য নেতাকর্মী অপেক্ষায় ছিলেন। দুপুর ১২টার দিকে বাবর সেখানে পৌঁছান। এরপর তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
গত ১৬ জানুয়ারি কারাগার থেকে মুক্তি পান বাবর। গত ৩০ জানুয়ারি পবিত্র ওমরাহ পালনের জন্য সৌদি আরবে যাওয়ার পথে দুবাইতে যাত্রা বিরতির সময় অসুস্থ হয়ে পড়েন তিনি। সেখানে হাসপাতালে গিয়ে চিকিৎসা নেন তিনি। এরপর সৌদি আরব যান। গত শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দেশে ফেরেন তিনি।
ঢাকা/রফিক/মাসুদ