মেজর লিগ সকারের (এমএলএস) নতুন মৌসুম শুরু হচ্ছে আগামীকাল। নতুন মৌসুমের প্রথম দিনেই মাঠে নামছে লিওনেল মেসির ইন্টার মায়ামি। এর আগে কানসাসের চিলড্রেনস মার্সি পার্কে মাইনাস ১৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বছরের প্রথম ম্যাচ খেলতে নেমে আলোচনায় এসেছেন মেসি।

কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপের ম্যাচটিতে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় গোল করে দলকে জিতিয়েই মাঠ ছেড়েছিলেন আর্জেন্টাইন মহাতারকা। এদিকে আজ থেকে মেসিরা শুরু করেছে এমএলএসের লড়াইও।

গত মৌসুমে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সে সাপোর্টাস শিল্ড জিতেছিল মেসির মায়ামি, কিন্তু জেতা হয়নি এমএলএস কাপের শিরোপা। এবার সেই অধরা শিরোপায় চোখ রেখেই নতুন মৌসুম শুরু করেছে দলটি।

আরও পড়ুনমাইনাস ১৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মেসির গোলে জিতল মায়ামি২০ ফেব্রুয়ারি ২০২৫

এর মধ্যে এমএলএসের নতুন মৌসুম শুরুর প্রাক্কালে এই লিগের সবচেয়ে দামি দলের নাম সামনে এসেছে ফোর্বস। তবে দামের এ তালিকায় শীর্ষে উঠতে ব্যর্থ হয়েছে মেসির মায়ামি। সবচেয়ে দামি স্কোয়াড বিবেচনায় সবার ওপরে জায়গা করে নিয়েছে লস অ্যাঞ্জেলেস ফুটবল ক্লাব (এলএএফসি)। ফোর্বসের প্রকাশিত বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, এলএএফসির মূল্য ১২৫ কোটি ডলার। ক্লাবটির দাম আগের বছরের চেয়ে ৪ শতাংশ বেড়েছে। পাশাপাশি এই দাম লিগের ২৯ দলের মূল্যের গড়ের চেয়ে ৬৯ কোটি ডলার বেশি।

এমএলএসে সবচেয়ে দামি দল এলএএফসি.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: সবচ য়

এছাড়াও পড়ুন:

যাঁর নামে মেসির নাম, তাঁর সঙ্গে মেসির দেখা

ছবির ক্যাপশনেও গল্পটা লুকিয়ে আছে। যে ক্যাপশনে লেখা: ‘যখন লিওনেলের সঙ্গে লিওনেলের দেখা। ওর মা আমার নামে ওর নাম রেখেছিলেন... আর আজ আমাদের দেখা হলো। এত বছর পর দেখা হয়ে ভালো লাগল।’


ছবিটা ইনস্টাগ্রামে দিয়েছেন এক ‘লিওনেল’, যাঁকে পৃথিবী চেয়ে লিওনেল রিচি নামে। আর ছবিতে তাঁর সঙ্গে দেখা যাচ্ছে আরেক ‘লিওনেল’কে, যিনি এ পৃথিবীর মানুষের কাছে পরিচিত লিওনেল মেসি নামে।
একজন সংগীতের রাজা। অন্যজন ফুটবলের রাজপুত্র। একজন আশি ও নব্বই দশকের তুমুল জনপ্রিয় গায়ক-গীতিকার, অন্যজন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার। একজন সুরের জাদুকর, অন্যজন ফুটবলের।

আরও পড়ুন১০-২০ ওভারের ক্রিকেট যখন সোনার খনি৫ ঘণ্টা আগেকোথায়-কখন দেখা হলো

ফ্লোরিডার সময় গত বুধবার সন্ধ্যায়, ইন্টার মায়ামির চেজ স্টেডিয়ামে সেদিন কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপে মেসির দলের প্রতিপক্ষ ছিল এলএএফসি। যে ম্যাচে এলএএফসিকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে ইন্টার মায়ামি। জোড়া গোল করে দলের জয়ে সবচেয়ে বড় ভূমিকা ছিল মেসির। ম্যাচ শেষে স্টেডিয়ামের টানেলে ইন্টার মায়ামির নায়কের সঙ্গে দেখা হয় ‘দ্য কমোডোরস’ ব্যান্ডের একসময়ের নেতার। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়কের সঙ্গে হাত মেলান ‘হ্যালো’, ‘এন্ডলেস লাভ’ ও  ‘অল নাইট লং’–এর মতো বিখ্যাত সব গানের গায়ক।

লিওনেল রিচির সঙ্গে লিওনেল মেসি

সম্পর্কিত নিবন্ধ

  • যাঁর নামে মেসির নাম, তাঁর সঙ্গে মেসির দেখা
  • মেসিদের লিগে ইঁদুর নিয়ে হুটোপাটি, বন্ধ খেলা