ঝিনাইদহের কোটচাঁদপুরে ট্রাকের ধাক্কায় মহিউদ্দিন (৪৫) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। শনিবার (২২ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার বলুহর মৎস্য হ্যাচারি এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহত মহিউদ্দিন রাজাপুর গ্রামের আব্দুর রশিদ শিকদারের ছেলে। তিনি রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মহিউদ্দিন কোটচাঁদপুর বাজার থেকে মোটরসাইকেলে রাজাপুরের নিজ বাসায় ফিরছিলেন। বলুহর মৎস্য হ্যাচারি এলাকায় সাবদারপুর থেকে কোটচাঁদপুরগামী একটি কলা বোঝাই ট্রাক তার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এসময় রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন মহিউদ্দিন। এলাকাবাসী তাকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মহিউদ্দিনকে মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন:

সাভারে ২টি সড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ 

কাশিয়ানীতে দুই বাসের সংঘর্ষে নিহত ২

কোটচাঁদপুর মডেল থানার ওসি কবীর হোসেন মাতুব্বর বলেন, “ঘটনা শুনেছি। এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।”

ঢাকা/শাহরিয়ার/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর সড়ক দ র ঘটন

এছাড়াও পড়ুন:

শেরপুরে মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ গেল ২ জনের

শেরপুরে মাইক্রোবাসের ধাক্কায় দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৬ জন। শনিবার (২২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে শহরের অষ্টমীতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শেরপুর শহরের দুর্গা নারায়ণপুর এলাকার গৌরব দে (২৫) ও শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের বয়ড়াপরাণপুর গ্রামের রনি (১২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রাত সাড়ে ১২টার দিকে শেরপুর শহর থেকে জামালপুর যাচ্ছিল একটি মাইক্রোবাস। অষ্টমীতলা মোড়ে পৌঁছালে মাইক্রোবাসটি প্রথমে একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। পরে একটি মোটরসাইকেল এবং আরো একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই রনি মারা যান। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে গৌরব নামের আরেকজনের মৃত্যু হয়।

শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুবায়দুল আলম দুই জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ঢাকা/তারিকুল/রাজীব

সম্পর্কিত নিবন্ধ