বিমা নিয়ে পড়াশোনার জন্য বৃত্তি দিচ্ছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ সংক্রান্ত বৃত্তি দেওয়া হচ্ছে। দেশে বীমা শিল্পের জন্য ডিগ্রিধারী একচুয়ারির সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে এ বৃত্তি দেওয়া হচ্ছে। এ জন্য মডিউল ভিত্তিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। অ্যাকচুয়ারিয়াল সায়েন্স ও অ্যাকচুয়ারিয়াল ম্যানেজমেন্ট বিষয়ে মাস্টার্স প্রোগ্রামের জন্য এ বৃত্তি দেওয়া হবে। বাংলাদেশিরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।

২০২৫-২৬ শিক্ষাবর্ষে প্রফেশনাল একচ্যুয়ারির বিষয়ভিত্তিক পরীক্ষার জন্য বৃত্তির দরখাস্ত আহ্বান করা হয়েছে। দেশের বীমা শিল্পের জন্য ডিগ্রিধারী একচ্যুয়ারির সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে প্রফেশনাল একচ্যুয়ারির জন্য মডিউল ভিত্তিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য বৃত্তি প্রদানের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট কয়েকটি শর্তে ও নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। শর্তগুলো হলো—
১.


আবেদনকারী যুক্তরাজ্যের Institute and Faculty of Actuaries, UK (IF০A UK ), Society of Actuaries, USA (SoA-USA) বা অন্য কোনো দেশের সমমানের প্রতিষ্ঠানে নিবন্ধন করে বিষয়ভিত্তিক নির্ধারিত পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে প্রফেশনাল পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক শিক্ষার্থী এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন;

আরও পড়ুনরোমানিয়ায় বৃত্তি নিয়ে পড়াশোনা, সুযোগ-সুবিধা ও আবেদনের পদ্ধতি জেনে নিন১৮ ফেব্রুয়ারি ২০২৫

২.
আবেদনকারী বিষয়ভিত্তিক পরীক্ষায় নিবন্ধন করার পর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিবন্ধন ফি সংক্রান্ত ইনভয়েজ বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বরাবরে পাঠানোর পর এ সংক্রান্ত অর্থ পরিশোধ করা হবে;
৩.
IF০A UK, SoA USA বা সমমানের কোন সোসাইটিতে ১ (এক) বিষয়ে পরীক্ষায় অবতীর্ণ হওয়ার পর ৫ (পাঁচ) বছর পর্যন্ত ‘একচ্যুয়ারিয়াল সায়েন্স স্কলারশিপ তহবিল’ এর অর্থায়নে এক বিষয়ে সর্বোচ্চ ২ (দুই) বার বিষয়ভিত্তিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। তবে দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার পরও যদি কোনো বিষয়ে কৃতকার্য না হোন, এক্ষেত্রে নিজ খরচে তৃতীয়বার পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। তৃতীয়বারের পরীক্ষায় অংশগ্রহণপূর্বক কৃতকার্য শিক্ষার্থীর পরীক্ষার ফি উক্ত তহবিল থেকে পরবর্তীতে পুন:ভরণ করা হবে। তবে কোনো অবস্থাতেই চতুর্থবার কোনো বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণের জন্য ‘একচ্যুয়ারিয়াল সায়েন্স স্কলারশিপ তহবিল’ হতে বৃত্তি প্রদান করা হবে না;

৪.
সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত সংস্থা, বিধিবদ্ধ সরকারি প্রতিষ্ঠান, রাষ্ট্রায়ত্ত সরকারি প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি বীমা কোম্পানিতে (লাইফ/নন-লাইফ) চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। তবে প্রার্থীরা চাইলে আবেদনের অগ্রিম কপি নির্ধারিত তারিখের মধ্যে জমা দিতে পারবেন;

আরও পড়ুনঅস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশিপে আবেদন শুরু, আইএলটিএসে ৬.৫ অথবা টোয়েফলে ৮৪ হলে আবেদন ০১ ফেব্রুয়ারি ২০২৫

৫.
আগ্রহী প্রার্থীরা আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের ওয়েবসাইট (www.fid.gov.bd ও www.idra.org.bd) থেকে আবেদনপত্রের ফরম ডাউনলোড করতে পারবেন;
৬.
সম্প্রতি তোলা ৩ কপি পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতার সকল সনদ, পরীক্ষার মার্কশিট/গ্রেড পয়েন্টের সত্যায়িত কপি, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্টের সত্যায়িত কপি, IFoA, SoA USA বা সমমানের প্রতিষ্ঠান হতে মডিউলভিত্তিক পরীক্ষায় অংশগ্রহণের প্রমাণকসহ আবেদনপত্র নিম্নস্বাক্ষরকারী বরাবরে ডাকযোগে অথবা সরাসরি পৌঁছাতে হবে;

আরও পড়ুনহার্ভার্ডে বৃত্তি নিয়ে এমবিএ’র সুযোগ বাংলাদেশিদের ১৭ ফেব্রুয়ারি ২০২৫আবেদনের সময়সীমা—

আগামী ৩০ এপ্রিল, ২০২৫ তারিখ, বিকেল ৫টা পর্যন্ত আবেদন করতে পারবেন।

আরও পড়ুনমাধ্যমিকের সংশোধিত ছুটির তালিকা, এসএসসির প্রাক-নির্বাচনি ও নির্বাচনি পরীক্ষার নতুন তারিখ১৮ ফেব্রুয়ারি ২০২৫

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ভ ত ত ক পর ক ষ য র পর ক ষ পর ক ষ র র জন য সরক র

এছাড়াও পড়ুন:

মাস্তুল ফাউন্ডেশনের যাকাত কনফারেন্স ২০২৫-এর আয়োজন

প্রতি বছরের মতো এবারও আয়োজন হতে চলেছে মাস্তুল ফাউন্ডেশনের ‘যাকাত কনফারেন্স-২০২৫’। আগামী বুধবার (২৬ ফ্রেব্রুয়ারি) প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে মাস্তুল ফাউন্ডেশন এবং আল যাকাত সাদাকা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত হচ্ছে এ কনফারেন্স।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) যাকাত কনফারেন্স আয়োজন কমিটির আহ্বায়ক রায়হান রহমান এই তথ্য জানান। 

দিনব্যাপী আয়োজিত এই সম্মেলনের মূল লক্ষ্য যাকাতের মাধ্যমে কীভাবে সামাজিক উন্নয়ন ও দারিদ্র্যতা বিমোচন করা যায়। বিগত ছয় বছর ধরে এই বিষয়টি নিয়ে মাস্তুল ফাউন্ডেশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। 

২০২৫-এর যাকাত সম্মেলনের মূল উদ্দেশ্য দারিদ্র বিমোচন ও মানবিক উন্নয়নে যাকাতের কার্যকারিতা ও সম্ভাব্য ভূমিকা তুলে ধরা ও কার্যকর ব্যবস্থা তৈরি করা। যাকাতের গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, যাকাতের মাধ্যমে কীভাবে কর্মসংস্থান সৃষ্টি করা যায়।

এটা যাকাতের ফরজিয়ত ও গুরুত্ব, যাকাতের শুদ্ধ অনুশীলন ও প্রসার, যাকাতের হিসাব ও পরিমাণ নির্ধারণ, যাকাতের আধুনিক প্রয়োগ, যাকাত বিতরণের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা, যাকাত সংগ্রহ ও বিতরণকারী প্রতিষ্ঠানগুলোর জন্য কর্মশালা।

এই সম্মেলনে উপস্থিত থাকবেন দেশ-বিদেশের বিখ্যাত ইসলামিক স্কলারগণ, সরকারি একাধিক কর্মকর্তাবৃন্দ, সমাজসেবীরা, বেসরকারি প্রতিষ্ঠান, উন্নয়ন বিশেষজ্ঞ, শিক্ষাবিদ, ডক্টরগণ এবং মাস্তুল ফাউন্ডেশনের সকল দাতা ও শুভাকাঙ্ক্ষীরা।

আয়োজন কমিটির আহ্বায়ক রায়হান রহমান বলেন, “আমরা স্বপ্ন দেখি একটি বৈষম্যহীন, দারিদ্র্য মুক্ত সমাজের। আর তা শুধুমাত্র সম্ভব সঠিকভাবে যাকাত বণ্টনের মাধ্যমে।”

তিনি আরো বলেন, “সম্মেলনে একটি কর্মশালা আয়োজন করা হবে, যেখানে যাকাত সংগ্রহ ও বিতরণের সেরা পদ্ধতি নিয়ে আলোচনা হবে।”

মাস্তুল ফাউন্ডেশন বহুমুখী সমাজসেবামূলক কার্যক্রমের মধ্যে রয়েছে নিজস্ব স্কুল, মাদ্রাসা, এতিমখানা ও বৃদ্ধাশ্রম যেখানে শতাধিক পিতামাতাহীন অনাথ/এতিম শিক্ষার্থী ও বৃদ্ধ-বৃদ্ধা বসবাস করেন। এর বাইরে কয়েক জেলায় প্রজেক্ট স্কুলগুলোতে হাজারের অধিক সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের সকল শিক্ষার উপকরণ দেয়ার পাশাপাশি স্বাস্থ্য, পুষ্টিকর খাবার, শিশু অধিকার, মৌলিক চাহিদা নিশ্চয়তা করা হচ্ছে। এছাড়া চিকিৎসা খাতে দেশের মানুষের পাশে দাঁড়াতে ‘মাস্তুল এইড’ প্রকল্পের মাধ্যমে অর্ধশতাধিকের অধিক সড়ক দুর্ঘটনায় আহত অসচ্ছল পঙ্গুত্ববরণকারী রোগীদের চিকিৎসা সেবার পাশাপাশি হুইলচেয়ার ও কৃত্রিম পা দিয়ে সাবলম্বী করছে।

মাস্তুল ফাউন্ডেশনের রয়েছে সেলাই প্রশিক্ষণ কেন্দ্র, কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র যার মাধ্যমে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে কর্মক্ষম করে তোলা হচ্ছে। এর বাইরে যাকাত স্বাবলম্বী প্রজেক্টের মাধ্যমে ১০০০ জনের বেশি মানুষকে স্বাবলম্বী করা হয়েছে। মাস্তুলের প্রধান কাজের মধ্যে রয়েছে দাফন-কাফন সেবা প্রজেক্ট, যার মাধ্যমে করোনার শুরু থেকে এখন পর্যন্ত ৩০০০-এর অধিক লাশ দাফন হয়েছে। রয়েছে মাস্তুল মেহমানখানা, যেখান থেকে শতাধিক অসহায় নিম্ন আয়ের মানুষের একবেলা পেট পুরে খাওয়ার ব্যাবস্থা হয়।

ঢাকা/এস

সম্পর্কিত নিবন্ধ

  • ওয়ান ব্যাংক স্নাতক পাসে নেবে একাধিক কর্মী, সৃজনশীল হতে হবে
  • সিটি ব্যাংক পারপেচুয়াল বন্ডের কুপনের রেট ঘোষণা
  • আজ টিভিতে যা দেখবেন (২৩ ফেব্রুয়ারি ২০২৫)
  • এডুকো শিক্ষা মেলা ২০২৫ অনুষ্ঠিত
  • বাংলাদেশ পুলিশে চাকরি, পদ ১৬, আবেদন করুন দ্রুত
  • বেসরকারি সংস্থায় ঢাকার বাইরে চাকরি, বেতন লাখের বেশি
  • আজ টিভিতে যা দেখবেন (২২ ফেব্রুয়ারি ২০২৫)
  • বড় জয়ে শুরু দ. আফ্রিকার
  • মাস্তুল ফাউন্ডেশনের যাকাত কনফারেন্স ২০২৫-এর আয়োজন