সফটওয়্যার ও রোবট নিয়ন্ত্রণের জন্য নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল ম্যাগমা নিয়ে কাজ করছে মাইক্রোসফট। মাইক্রোসফট রিসার্চের অধীনে তৈরি এই মডেল ভিজ্যুয়াল এবং ভাষা প্রক্রিয়াকরণের সক্ষমতাকে একত্র করে সফটওয়্যার ও হার্ডওয়্যার উভয় ক্ষেত্রেই স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে পারবে।

মাইক্রোসফট বলছে, বর্তমান মাল্টিমোডাল এআই প্রযুক্তিগুলো সাধারণত তথ্য বিশ্লেষণ ও কার্য সম্পাদনের জন্য আলাদা আলাদা মডেলের ওপর নির্ভরশীল। তবে ম্যাগমা একই সঙ্গে ভাষা, ছবি ও ভিডিও বিশ্লেষণ করতে পারবে এবং তাৎক্ষণিকভাবে সফটওয়্যার পরিচালনা বা রোবট নিয়ন্ত্রণে সিদ্ধান্ত নিতে পারবে। ম্যাগমার উন্নয়নে মাইক্রোসফটের সঙ্গে কাজ করেছে কোরিয়ার কোরিয়ান অ্যাডভান্সড ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মেরিল্যান্ড, ইউনিভার্সিটি অব উইসকনসিন-ম্যাডিসন ও ইউনিভার্সিটি অব ওয়াশিংটন। নির্দিষ্ট প্রশ্নের উত্তর দেওয়া বা একক নির্দেশের বাইরে এই এআই মডেল স্বয়ংক্রিয়ভাবে পরিকল্পনা করতে পারবে এবং জটিল কাজ একাধিক ধাপে সম্পন্ন করতে পারবে।

গবেষকদের মতে, ম্যাগমা নির্দিষ্ট লক্ষ্য অনুযায়ী পরিকল্পনা প্রণয়ন করতে পারে এবং সেই অনুযায়ী কাজ করতে পারে। এটি ভাষাগত ও ভিজ্যুয়াল তথ্য বিশ্লেষণ করে জটিল কাজ সম্পাদন করতে পারে, যা ভার্চ্যুয়াল ও বাস্তব দুই ক্ষেত্রেই কার্যকর ভূমিকা রাখতে পারে। এর ফলে এটি উৎপাদন, স্বাস্থ্যসেবা, রোবোটিকস এবং ডিজিটাল অটোমেশনসহ বিভিন্ন খাতে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারবে।

এআই প্রযুক্তির বিকাশে অন্যান্য প্রতিষ্ঠানও এগিয়ে রয়েছে। ওপেনএআই তাদের ‘অপারেটর’ প্রকল্পের মাধ্যমে ওয়েব ব্রাউজারে স্বয়ংক্রিয় কার্য সম্পাদনের জন্য এআই তৈরি করছে। অন্যদিকে গুগল তাদের জেমিনি ২.

০ প্রকল্পের মাধ্যমে উন্নত এজেন্টিক এআই তৈরির ওপর গুরুত্ব দিচ্ছে। তবে মাইক্রোসফটের দাবি, ম্যাগমার বিশেষত্ব হলো এটি একই সঙ্গে তথ্য বিশ্লেষণ, সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তব পরিবেশে কার্যকরভাবে কাজ করতে পারে। ফলে এটি শিল্পকারখানা থেকে শুরু করে বিভিন্ন বাস্তবিক প্রয়োজনে কার্যকর ভূমিকা রাখতে পারবে।  

সূত্র: ইন্ডিয়াটুডে

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ক জ কর ম য গম

এছাড়াও পড়ুন:

বেসিসের নির্বাচন বোর্ড গঠন করল বাণিজ্য মন্ত্রণালয়, নির্বাচন কবে

দেশের সফটওয়্যার খাতের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসে (বেসিস) প্রশাসক নিয়োগের পর এবার সংগঠনটির ২০২৫-২৭ মেয়াদের নির্বাহী পরিষদ নির্বাচনের জন্য নির্বাচন বোর্ড ও আপিল বোর্ড গঠন করেছে বাণিজ্য মন্ত্রণালয়। গতকাল বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমিনের সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। তবে নির্বাচনের তারিখ এখনো ঘোষণা করা হয়নি।

অফিস আদেশে বেসিসের নির্বাচন বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সুফিয়া আক্তারকে। অন্য দুই সদস্য হলেন উপসচিব সন্দ্বীপ কুমার সরকার ও সহকারী বাণিজ্য পরামর্শক (উপনিয়ন্ত্রক) সিরাজুল ইসলাম। আপিল বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে যুগ্ম সচিব শায়লা ইয়াসমিনকে। অন্য দুই সদস্য হলেন উপসচিব মাজেদুল ইসলাম ও রেজাউল করিম।

আরও পড়ুনএবার বেসিসে প্রশাসক নিয়োগ দিল বাণিজ্য মন্ত্রণালয়০৪ ডিসেম্বর ২০২৪

বেসিসের নির্বাচন বোর্ড ও আপিল বোর্ড গঠনের বিষয়ে জানতে আজ বৃহস্পতিবার বিকেলে প্রথম আলোর পক্ষ থেকে একাধিকবার ফোনকল করার পাশাপাশি খুদে বার্তা পাঠানো হলেও কোনো সাড়া দেননি আদেশে সই করা বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমিন। বেসিস প্রশাসক মোহাম্মদ মেহেদী হাসানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনিও ফোন ধরেননি।

উল্লেখ্য, গত বছর ছাত্র-জনতার অভ্যুত্থানে সরকার পতনের পর ব্যক্তিগত কারণে দেখিয়ে বেসিসের সভাপতি রাসেল টি আহমেদ পদত্যাগ করেন। এরপর এক সভায় নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী নতুন সভাপতি হন এম রাশিদুল হাসান। সেই কমিটিও বেশি দিন কাজ করতে পারেনি। এরপর গত ৪ ডিসেম্বর বেসিসে প্রশাসক নিয়োগ দেয় বাণিজ্য মন্ত্রণালয়। যোগদানের পরবর্তী ১২০ দিনের মধ্যে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরের কথা থাকলেও নির্দিষ্ট সময়ের মধ্যে বেসিসে নির্বাচন হয়নি।

সম্পর্কিত নিবন্ধ

  • বেসিসের নির্বাচন বোর্ড গঠন করল বাণিজ্য মন্ত্রণালয়, নির্বাচন কবে
  • জনবল নিয়োগে বিজ্ঞপ্তি দিয়েছে আকিজ বশির গ্রুপ