রিজিয়া (প্রকৃত নাম রাজিয়া) ছিলেন ভারতবর্ষের ইতিহাসে একমাত্র নারী সম্রাট; আর আমরা তাঁকে ‘সুলতানা’ হিসেবে উল্লেখ করলেও নিজেকে তিনি অভিহিত করতেন ‘সুলতান’ বলে। পাঁচ বছরের কম সময় তিনি দিল্লির সিংহাসনে অধিষ্ঠিত ছিলেন। এ সময়টাও তাঁর কেটেছে দরবারের ও বাইরের শত্রুদের মোকাবিলায়; ষড়যন্ত্র ও বিদ্রোহ দমনের প্রচেষ্টায়। যাঁরা তাঁকে ক্ষমতায় বসতে সাহায্য করেছিলেন, তাঁরাও চেয়েছিলেন নারী হিসেবে তিনি তাঁদের কথামতো চলবেন; কিন্তু রাজিয়া পুরুষতন্ত্রের হাতের পুতুল হতে চাননি।

দিল্লির এই নারী সম্রাটের ব্যক্তিত্ব, সাহস ও আত্মমর্যাদাবোধ তরুণ বয়সেই মাইকেল মধুসূদন দত্তকে আকৃষ্ট করেছিল। মাদ্রাজে অবস্থানকালে তিনি তাঁকে নিয়ে ইংরেজিতে একটি কাব্যনাট্য লিখতে শুরু করেন। ‘রিজিয়া–ইমপ্রেস অব ইন্ডে’ নামের এই রচনা তিনি মাদ্রাজেই তাঁর নিজের সম্পাদিত পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশ করতে শুরু করেন। মাইকেল মধুসূদন দত্তের জন্মের দ্বিশতবর্ষ উপলক্ষে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে কবির অসমাপ্ত কাব্যনাট্যটি প্রথমবারের মতো পুস্তক আকারে প্রকাশ করেছে প্রথমা প্রকাশন।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

৩১ বছরের ছোট রাশমিকার মেয়ের নায়কও হতে চান সালমান

বহুদিন ধরেই বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানাকে নিয়ে সম্পর্কের গুঞ্জন। বলা চলে, বিনোদন জগতে এটি ওপেন সিক্রেট। নিজেদের সম্পর্ক নিয়ে মুখ না খুললেও আকার ইঙ্গিতে দু’জনেই বুঝিয়ে দিয়েছেন, সম্পর্কে রয়েছেন। সেই ইঙ্গিত দিয়ে দিয়েছেন সালমান খানও।

‘সিকান্দার’ ছবিতে সালমানের সঙ্গে জুটি বেঁধেছেন রাশমিকা। নায়ক-নায়িকার বয়সে ৩১ বছরের ব্যবধান নিয়ে প্রশ্ন উঠেছে। প্রচার অনুষ্ঠানে এই প্রসঙ্গে সালমানের মন্তব্য, “নায়িকার কোনও সমস্যা হচ্ছে না, তাহলে আপনার কিসের সমস্যা? এরপরে রাশমিকার বিয়ে হয়ে যাবে। ওর সন্তান সন্ততি হবে। তারাও তো বড় হয়ে কাজ করবে। মায়ের থেকে তারা অনুমতি তো পেয়েই যাবে।”

রাশমিকা সম্পর্কে সালমান আরও বলেছেন, “ও নিজের সেরা অভিনয়টা করেছে। ও ‘পুষ্পা ২’-এর জন্য সন্ধ্যা ৭টা পর্যন্ত শুটিং করত। তারপর রাত ৯টায় আমাদের ছবির শুটিং করতে আসত। সকাল সাড়ে ৬টা পর্যন্ত আমাদের শুটিং চলত। পরের দিন ফের ‘পুষ্পা ২’-এর শুটিং-এ যেত।”

অসুস্থতা নিয়েও কাজের প্রতি একাগ্রতা রেখেছেন রাশমিকা। তাই নায়িকার প্রশংসায় সালমান বলেন, “ওর পা ভেঙে গিয়েছিল। তারপরেও সে ছবির শুটিং করেছে। তাঁকে দেখে আমার নিজের কথাই মনে পড়ে যায়।”

সম্পর্কিত নিবন্ধ