জুনের মধ্যে এভিএস পুরোপুরি চালু হবে
Published: 22nd, February 2025 GMT
সরকারি লেনদেন ‘ক্যাশলেস’ করার উদ্যোগ হিসেবে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে গ্রাহক হিসাবের সঠিকতা যাচাইয়ে অ্যাকাউন্ট ভেরিফিকেশন সিস্টেম (এভিএস) পরীক্ষামূলকভাবে চালু করেছে সরকার। আগামী জুনে দেশব্যাপী এর প্রয়োগ হবে বলে জানিয়েছেন অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা। তারা আরও বলেন, নতুন এ ব্যবস্থা সরকারি ব্যয় ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করবে। একই সঙ্গে জালিয়াতি রোধ ও অর্থ অপচয় রোধে কার্যকর ভূমিকা রাখবে।
গতকাল শনিবার মিরপুরে বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে অর্থ বিভাগের স্ট্রেনদেনিং পাবলিক ফাইন্যান্সিয়াল প্রোগ্রাম টু অ্যানাবেল সার্ভিস ডেলিভারি (এসপিএফএমএস) আয়োজিত এক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। বাংলাদেশ ব্যাংকের সিস্টেমের সঙ্গে সমন্বিত বাজেট ও হিসাবরক্ষণ পদ্ধতি বা ‘আইবাস প্লাস প্লাস’ সফটওয়্যারের ইন্ট্রিগেশন এবং গ্রাহকদের অ্যাকাউন্ট ভেরিফিকেশন সিস্টেম পাইলটিং পরে সব পর্যায়ে বাস্তবায়ন রূপরেখা প্রণয়নকে সামনে রেখে এ কর্মশালার আয়োজন করা হয়। এসপিএফএমএস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কর্মশালায় জানানো হয়, গত ২৬ জানুয়ারি থেকে চারটি চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স অফিসে পরীক্ষামূলকভাবে এভিএস সিস্টেম চালু করা হয়েছে। এর মধ্যে রয়েছে স্থানীয় সরকার বিভাগ, স্বাস্থ্যসেবা বিভাগ, জননিরাপত্তা বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। আগামী জুনের মধ্যে দেশের প্রতিটি হিসাবরক্ষণ অফিসে এভিএস সিস্টেম বাস্তবায়ন করা হবে।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড.
অর্থ বিভাগের অতিরিক্ত সচিব বিলকিস জাহান বলেন, এভিএস সিস্টেম বাস্তবায়নের মূল উদ্দেশ্য সরকারি সব পেমেন্ট ক্যাশলেস করার মাধ্যমে ব্যয় ব্যবস্থাপনার স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা। একই সঙ্গে এ পদ্ধতিতে জালিয়াতি ও অর্থের অপচয় রোধ হবে। গ্রাহকদের ভোগান্তি কমবে এবং সঠিক প্রাপকের ব্যাংক হিসাবে অর্থ প্রেরণ নিশ্চিত হবে। তিনি আরও বলেন, এই সিস্টেম সরকারি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের তথ্য যাচাই করা এবং চেক ছাপানোর জন্য সরকারের ব্যয় বাবদ ৫০০ থেকে ৬০০ কোটি টাকা সাশ্রয়ে ভূমিকা রাখবে।
সব পর্যায়ে এ উদ্যোগের বাস্তবায়ন রূপরেখা প্রণয়ন বিষয়ে কর্মশালায় উপস্থাপনা তুলে ধরেন বাংলাদেশ ব্যাংক আইসিটি বিভাগের নির্বাহী পরিচালক দেবদুলাল রায়।
উৎস: Samakal
কীওয়ার্ড: ল নদ ন অ য প ব যবস থ সরক র
এছাড়াও পড়ুন:
অভিষেকে রাতুলের ফাইফার, বিজয়ের সেঞ্চুরিতে লিটনদের হার
ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) অভিষেক ম্যাচে ৫ উইকেট নিয়েছেন অনূর্ধ্ব-১৯ দলে খেলা বাঁ-হাতি স্পিন অলরাউন্ডার সামিউন বাশির রাতুল। ব্যাট হাতেও রান করেছেন তিনি। শেরে বাংলা স্টেডিয়ামে তার দল লিজেন্ডস অব রূপগঞ্জ ১৭২ রানের বিশাল জয় পেয়েছে।
ডিপিএলের অন্য ম্যাচে লিটন দাসদের গুলশান ক্রিকেট ক্লাবকে ৪ উইকেটে হারিয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। ম্যাচে লিটন দাস ভালো একটা ইনিংস খেলেছেন। তবে সেঞ্চুরি করে গাজীকে জিতিয়েছেন এনামুল হক বিজয়। পারটেক্স স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ২৯ রানে জিতেছে ব্রাদার্স ইউনিয়ন।
মিরপুর স্টেডিয়ামে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের বিপক্ষে লিজেন্ডস অব রূপগঞ্জ ৬ উইকেটে ২৯৮ রান করে। ওপেনার তানজিদ তামিম ৫৯ বলে ৬১ রান করেন। ১১টি চার মারেন তিনি। জাকের আলী ৮৫ বলে ৭৩ রানের ইনিংস খেলেন। তরুণ রাতুল ৩৪ বলে তিন ছক্কা ও এক চারে ৪০ রানের ইনিংস খেলেন।
পরে রাতুল ১০ ওভারে ২৭ রান দিয়ে ৫ উইকেট নিয়ে রূপগঞ্জ টাইগার্সকে ১২৬ রানে অলআউট করে দেন। দলটির হয়ে আব্দুল মজিদ ৪৩ রান করেন। আরিফুল ২৫ রান যোগ করেন।
বিকেএসপির ৪ নম্বর মাঠে গুলশান প্রথমে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ২৮১ রান করেন। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জয়ী ওপেনার ও অধিনায়ক আজিজুল হাকিম ৭৬ বলে ৫৩ রান করেন। পাঁচটি চার ও একটি ছক্কা মারেন। তিনে নেমে লিটন দাস ৬২ বলে ৮৩ রানের ইনিংস খেলেন। তিনি সাতটি চারের সঙ্গে পাঁচটি ছক্কা মারেন। ইফতেখার ইফতি ২১ ও ইলিয়াস সানি ৩৮ রানের ইনিংস খেলেন।
জবাবে গাজী গ্রুপ ১৪ বল থাকতে জয় তুলে নেয়। ওপেনার এনামুল বিজয় ১৪২ বলে ১৪৪ রানের দারুণ ইনিংস খেলেন। অন্য ওপেনার সাদিকুর রহমান ৪৫ রান যোগ করেন। মিডলে দলটির ব্যাটাররা ভালো না করায় চাপে ছিল গাজী গ্রুপ। তবে এনামুল ম্যাচ জিতিয়েই মাঠ ছাড়েন।
বিকেএসপির ৩ নম্বর মাঠে ব্রাদার্স ইউনিয়ন ৯ উইকেটে ২২৫ রান করে। মিজানুর রহমান ৩৪ ও জাহিদুজ্জামান ৪৭ রান করেন। সোহাগ গাজী ৪২ রানের ইনিংস খেলেন। জবাবে পারটেক্স ১৯৬ রানে অলআউট হয়। আলাউদ্দিন বাবু ৪৬ বলে ৬৮ রান করেন।