Samakal:
2025-02-23@05:27:03 GMT

দেশের দ্রুততম মানব

Published: 22nd, February 2025 GMT

দেশের দ্রুততম মানব

মোহাম্মদ ইসমাইল। দেশের দ্রুততম মানব। গত চার আসরে ইংল্যান্ডপ্রবাসী ইমরানের কাছে হারতেন ইসমাইল। চার বছর পর ফের দ্রুততম মানবের খেতাব পেয়ে উচ্ছ্বসিত এই স্প্রিন্টার। টানা সাত মাস কঠোর পরিশ্রম এবং হেরে যাওয়া দিনের স্মৃতিকে শক্তি বানিয়ে কীভাবে নামের সঙ্গে ফের জড়ালেন দ্রুততম মানবের তকমা সেই গল্পই শুনেছেন আশিক মুস্তাফা  

দেশের দ্রুততম মানবের খেতাব মোহাম্মদ ইসমাইলের গলায়। যদিও এটি তার জন্য নতুন নয়। এর আগে চারবার নিজের নামের সঙ্গে জড়িয়েছেন দ্রুততম মানবের তকমা। গত ১৭ ফেব্রুয়ারি ২০২৫ ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ৪৮তম জাতীয় অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ছেলেদের বিভাগে ১০০ মিটার স্প্রিন্টে ১০ দশমিক ৬১ সেকেন্ড সময় নিয়ে দেশের দ্রুততম মানব হয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর স্প্রিন্টার মোহাম্মদ ইসমাইল। মাত্র ০ দশমিক ০২ সেকেন্ড বেশি সময় নিয়ে দ্বিতীয় হয়েছেন একই দলের রাকিবুল হাসান। তৃতীয় হওয়া বাংলাদেশ সেনাবাহিনীর জুবাইল ইসলাম সময় নিয়েছেন ১০ দশমিক ৮৯ সেকেন্ড। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ে ৯০ মিটার পর্যন্ত এগিয়ে ছিলেন রাকিবুল। শেষ পর্যায়ে গিয়ে তাঁকে টপকে ঝলক দেখান ইসমাইল। চার বছর পর নিজের হারানো উপাধি ফিরে পেয়ে কেমন লাগছে– জানতে চাইলে মোহাম্মদ ইসমাইল বলেন, ‘এবারের আসর অন্যান্য আসর থেকে আমার জন্য একটু আলাদা ছিল। কারণ, এবার টার্গেট ছিল দ্রুততম মানব হওয়ার। আসলে বলতে পারেন আমি আমার রাজত্ব ফিরে পেয়েছি। এতে আমার অপেক্ষার প্রহরও ফুরিয়েছে। এর জন্য করতে হয়েছে কঠোর পরিশ্রম। কোচ আব্দুল্লাহ হেল কাফি স্যারের কাছে টানা সাত মাস প্রশিক্ষণও নিয়েছি। চার বছর পর আবারও বাংলাদেশের দ্রুততম মানব হয়েছি পঞ্চম বারের মতো। এর আগে আমি চারবার দেশের দ্রুততম মানব হয়েছি। সর্বশেষ ২০২১ সালে দ্রুততম মানব হয়েছিলাম। পরের টানা চারবার দ্রুততম মানব হয়েছেন ইংল্যান্ডপ্রবাসী স্প্রিন্টার ইমরানুর রহমান। আমি এখানেই শেষ করতে চাই না। আগামীতেও এই 
ধারাবাহিকতা অব্যাহত রাখতে চাই।’  
একটু পেছনে ফিরে… 
আজকের এই অবস্থানে আসার পেছনের গল্প জানতে চাইলে এই স্প্রিন্টার কিছুটা স্মৃতিকাতর হয়ে পড়েন। চোখ যেন ঝাপসা হয়ে আসে। একটু থেমে বুক ফুলিয়ে বলেন, ‘আসলে আমি গ্রামের ছেলে। গ্রামের বাড়ি কুমিল্লার তিতাস থানার কড়িকান্দি গ্রামে। যদিও জন্ম হয়েছিল ঢাকায় মামার বাড়িতে। সে ২০০০ সালের কথা। জন্মের পরেই গ্রামে ফিরে আসে পরিবার। এরপর গ্রামেই বেড়ে ওঠা। ৪ ভাই-বোনের মধ্যে আমার অবস্থান তিন নম্বরে। গ্রামের স্কুলেই প্রথম পাঠ। স্কুলে পড়ার সময় বিভিন্ন 
প্রতিযোগিতায় অংশ নিতাম। মনে পড়ে, কলেজে পড়ার সময়ে একবার উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে জেলা পর্যায়ে খেলার জন্য কুমিল্লায় গিয়েছিলাম। সেখানে ১০০ মিটার লং জাম্পে গোল্ড মেডেল পেলাম। আমার নাম ছড়িয়ে পড়ল সব জায়গায়। অনেক পরে একদিন গ্রামে ফুটবল খেলা হচ্ছিল। সেখানে আমাকে দেখে আমাদের শিক্ষক রবিউল করিম লিওন স্যার বলেন, তুমি এখানে কেন? জানতে চাইলাম কেন স্যার? উত্তরে স্যার বলেন, তোমার তো জাতীয় দলে থাকার কথা। তুমি এখানে কী করো? তারপর স্যার আমাকে জাতীয় অ্যাথলেটিক্সে কুমিল্লা জেলা দলে ডাক পাওয়ার কথা জানান। আমার যেন আনন্দ ধরে না। তড়িঘড়ি বাড়ি গিয়ে ব্যাগ গুছিয়ে দলের সঙ্গে ঢাকায় আসি। এরপর জাতীয় পর্যায়েও লং জাম্পে দ্বিতীয় হলাম আমি। এর কিছুদিন পর বাংলাদেশ নৌবাহিনীর কোচ রফিকুল ইসলাম রফিক স্যার আমাকে নৌবাহিনীতে যোগদান করান এবং প্রশিক্ষণ করান। তাঁর কাছে প্রশিক্ষণ নিয়ে লং জাম্পে টানা ১০ বার স্বর্ণপদক জয় এবং প্রথম দ্রুততম মানব হওয়ার গৌরব অর্জন করলাম।’ 
হেরে গিয়ে ঘুরে দাঁড়ানো
দ্রুততম মানব তকমা পাওয়ার পর থেকেই দৌড়ানো শুরু করেন মোহাম্মদ ইসমাইল। জানতে চাইলাম, আপনার এই দৌড়ের 
অনুপ্রেরণায় কে? ইসমাইল বলেন, ‘সেই ছোটবেলা থেকেই আমার অনুপ্রেরণায় উসাইন বোল্ট। তাঁর মতো এখনও তেমন অর্জন পাইনি বলেই মনে করি। আমি মনে করি, আমার জার্নি নতুন করে শুরু হয়েছে। আসলে উত্থান-পতন সব কিছুতেই আছে। মাঝে আমি অনেকটা পিছিয়ে পড়েছিলাম। ভেবেছিলাম, আমার সব কিছুই হয়তো শেষ। না। আমি ঘুরে দাঁড়িয়েছি। কঠোর পরিশ্রম করেছি। এখনও করছি। আগামীতেও করতে চাই। আমি জীবনের নতুন গতি খুঁজে পেয়েছি এবার। দেশে অনেক পদক পেয়েছি। এবার লক্ষ্য আন্তর্জাতিক আসর থেকে বাংলাদেশের জন্য পদক নিয়ে আসা। বিশ্ব মঞ্চে উড়াতে চাই লাল-সবুজের পতাকা। বেশি দিন নয়, ইনশাআল্লাহ্‌, সামনের আন্তর্জাতিক আসর থেকেই অর্জন করতে চাই সাফল্য!’  
বর্তমান ব্যস্ততা ও আগামীর স্বপ্ন
অলস সময় কাটে না এই স্প্রিন্টারের। কারণ তিনি খুব কাছ থেকে দেখেছেন হেরে যাওয়ার দুঃসহ দিন। তাই প্রতিনিয়ত করেন পরিশ্রম। বর্তমান ব্যস্ততা কী নিয়ে জানতে চাইলে ইসমাইল বলেন, ‘সামনে ওয়ার্ল্ড  ইনডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ। অনুষ্ঠিত হবে চীনে। সেই প্রতিযোগিতাকে সামনে রেখে ব্যস্ততা শুরু হয়ে যাবে দুই-একদিনের মধ্যে। আমি আমার রুটিন কাজ করে যাচ্ছি। স্বপ্নের কথা তো বললামই; বিশ্বমঞ্চে লাল-সবুজের পতাকা ওড়াতে চাই। আমার আগামীর স্বপ্ন সাউথ এশিয়ান গেমস বা সাফ থেকে বাংলাদেশের অ্যাথলেটিক্সের জন্য স্বর্ণপদক অর্জন করা।’
ইসমাইলদের হাত ধরে নিশ্চয়ই আসবে সাফল্য। কারণ, এই তরুণরা হেরেও ঘুরে দাঁড়াতে জানে। না হারলে যে জেতার প্রকৃত মানেই বোঝা যায় না! 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: র জন য

এছাড়াও পড়ুন:

সৌন্দর্যবর্ধনের কাজ পেতে ৪০০ আবেদন, রয়েছেন বিএনপির নেতা-কর্মীরাও

চট্টগ্রাম নগরের সৌন্দর্যবর্ধন করতে আগ্রহী ৪০০ প্রতিষ্ঠান ও ব্যক্তি। নগরের বিভিন্ন এলাকায় সৌন্দর্য বাড়াতে নানা ধরনের কাজ করতে চান তাঁরা। অবশ্য সৌন্দর্যবর্ধনের চেয়ে বাণিজ্যের প্রতি ঝোঁক বেশি তাঁদের। কোন প্রতিষ্ঠান কী ধরনের কাজ করতে চায়, তা জানিয়ে সিটি করপোরেশনের কাছে আবেদন ফরম জমা দিয়েছে। এখন তা যাচাই-বাছাইয়ের কাজ চলছে।

সৌন্দর্যবর্ধন করতে আগ্রহী প্রতিষ্ঠানের মধ্যে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের প্রতিষ্ঠানও রয়েছে। তাঁদের ২০ থেকে ২৫টি প্রতিষ্ঠান কাজ পাওয়ার জন্য আবেদন করেছেন। আবেদন ফরম জমা দেওয়া যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত এক ব্যক্তি বিষয়টি নিশ্চিত করেছেন। সিটি করপোরেশনের এক কর্মকর্তাও জানিয়েছেন, সৌন্দর্যবর্ধনের কাজ করতে আগ্রহী প্রতিষ্ঠানের মধ্যে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের প্রতিষ্ঠান রয়েছে।

সৌন্দর্যবর্ধনের কাজের কোনো অভিজ্ঞতা না থাকলেও দুটি এলাকায় কাজ করতে আবেদন করেছেন নগরের টাইগারপাস এলাকার যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত এক ব্যক্তি। নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, বিএনপি, ছাত্রদল ও যুবদল করেন, এমন অন্তত ৫০ জন ফরম জমা দিয়েছেন এবার। তাঁদের মধ্যে অন্তত ২০ জন তাঁর পরিচিত। ফরম জমা দিলেও কাজ পাবেন কি না, তা নিশ্চিত নন তিনি।

সিটি করপোরেশনের মেয়র পদে আছেন নগর বিএনপির সাবেক আহ্বায়ক শাহাদাত হোসেন। তবে তিনি দাবি করেছেন, দলীয় পরিচয় নয়, যোগ্যতা ও অভিজ্ঞতাকে কাজ পাওয়ার ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হবে।

নগরের সৌন্দর্যবর্ধনের কাজ অতীতে পেয়েছিলেন সিটি করপোরেশনের তৎকালীন মেয়র ও প্রশাসকের ঘনিষ্ঠ ব্যক্তিরা। মূলত সৌন্দর্যবর্ধনের কাজের নামে ঘনিষ্ঠ ব্যক্তিদের আর্থিক সুবিধা নিশ্চিত করা হয়েছিল। কাজ পাওয়া প্রতিষ্ঠানগুলোরও নগরের সৌন্দর্য বাড়ানোর চেয়ে বাণিজ্যের দিকে ঝোঁক ছিল বেশি। এবারও এ ধরনের ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

সিটি করপোরেশনের সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীনের আমলে ২০১৬ সাল থেকে নগরের ৪১টি এলাকা সৌন্দর্যবর্ধনের জন্য ইজারা দেওয়া শুরু হয়। কাজ পাওয়া ব্যক্তিদের অধিকাংশ ছিলেন আওয়ামী লীগ নেতার ছেলে, যুবলীগের নেতা, পরিবহন মালিক সমিতির নেতা ও সাংবাদিকের প্রতিষ্ঠান। এরপর ছয় মাসের জন্য প্রশাসকের দায়িত্ব পালন করা মোহাম্মদ খোরশেদ আলমের সময় নগরের বিভিন্ন এলাকায় ১২টি জায়গা ইজারা দেওয়া হয়েছে। এর মধ্যে ছয়টিই পেয়েছিলেন প্রশাসকের ঘনিষ্ঠ দলীয় লোকজন ও তাঁদের পরিবারের সদস্যরা।

সিটি করপোরেশন সূত্র জানায়, গত বছরের ৫ আগস্ট দেশের রাজনৈতিক পরিস্থিতির পটপরিবর্তনের পর চট্টগ্রাম সিটি করপোরেশনেও পরিবর্তন আসে। তৎকালীন মেয়র মো. রেজাউল করিম চৌধুরীকে অপসারণ করে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। এরপর আদালতের আদেশে মেয়র নির্বাচিত হন বিএনপির নেতা শাহাদাত হোসেন। তিনি দায়িত্ব নেওয়ার পর নগরের সৌন্দর্যবর্ধনের জন্য উদ্যোগ নেন।

মেয়রের এই পদক্ষেপের পর গত বছরের ১৬ ডিসেম্বর ওয়ার্ডভিত্তিক সৌন্দর্যবর্ধনের প্রস্তাব চেয়ে স্থানীয় দৈনিকে বিজ্ঞপ্তি দেয় সিটি করপোরেশন। সিটি করপোরেশন এলাকায় বিভিন্ন সড়কদ্বীপ, ফুটপাত, পদচারী-সেতু (ফুটওভার ব্রিজ), উড়ালসড়ক, পরিত্যক্ত খালি স্থান, উন্মুক্ত স্থান, জলাশয়ে সৌন্দর্যবর্ধন সবুজায়ন এবং রক্ষণাবেক্ষণের জন্য বিভিন্ন সংস্থা, প্রতিষ্ঠান ও ব্যক্তির কাছ থেকে প্রস্তাব চাওয়া হয়। এসব কাজে সিটি করপোরেশনের কোনো আর্থিক সংশ্লিষ্টতা থাকবে না।

সিটি করপোরেশনের বিজ্ঞপ্তির পর আগ্রহী প্রতিষ্ঠান ও ব্যক্তি আবেদন জমা দিতে শুরু করেন। গত ৩০ জানুয়ারি আবেদনপত্রগুলো উন্মুক্ত করা হয়। এখন সিটি করপোরেশনের নগর পরিকল্পনা শাখা তা যাচাই-বাছাই করছে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সিটি করপোরেশনের গঠিত আট সদস্যের একটি কমিটি।

নিজেরা না করে বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে সৌন্দর্যবর্ধনের কাজ করার বিষয়ে জানতে চাইলে সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন প্রথম আলোকে বলেন, সৌন্দর্যবর্ধনের কাজ করা এবং রক্ষণাবেক্ষণের জন্য সিটি করপোরেশনের প্রয়োজনীয় জনবল নেই। তাই বেসরকারি প্রতিষ্ঠানকে দেওয়া হচ্ছে। তারা নিজেরা সৌন্দর্যবর্ধনের কাজ করবে ও রক্ষণাবেক্ষণ করবে।

সৌন্দর্যে নয়, লাভে আগ্রহ বেশি

সিটি করপোরেশনের মেয়র প্রতিটি ওয়ার্ডকে সৌন্দর্যবর্ধনের আওতায় আনার উদ্যোগ নিলেও শুরুতে তা ভেস্তে যেতে বসেছে। করপোরেশনের নগর পরিকল্পনা শাখার তথ্য অনুযায়ী, নগরের ৪১টি ওয়ার্ডের মধ্যে ৯টিতেই কোনো আবেদন ফরম জমা পড়েনি। এগুলো হচ্ছে দক্ষিণ পাহাড়তলী, পাঁচলাইশ, পূর্ব বাকলিয়া, দক্ষিণ বাকলিয়া, দেওয়ান বাজার, পশ্চিম মাতারবাড়ী, পূর্ব মাতারবাড়ী, গোসাইলডাঙ্গা ও উত্তর মধ্যম হালিশহর ওয়ার্ড। এসব ওয়ার্ডের গোসাইলডাঙ্গা ছাড়া অন্যগুলো শহরের প্রান্তিক এলাকায় অবস্থিত। সিটি করপোরেশনের নগর পরিকল্পনা শাখার এক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, এসব ওয়ার্ডে বাণিজ্য করার সুযোগ কম। তাই বিনিয়োগ করলেও তাতে লাভবান হওয়ার সম্ভাবনা কম। হয়তো এ কারণে কেউ আবেদন করেননি।

তবে প্রান্তিক ওয়ার্ডগুলো আবেদন জমা না পড়লেও নগরের কেন্দ্রে থাকা ওয়ার্ডগুলোর চিত্র পুরো উল্টো। যেমন নগরের শুলকবহর ওয়ার্ডে আবেদন জমা পড়েছে সর্বোচ্চ ৪৩টি আর বাগমনিরাম ওয়ার্ডে ৩০টি। নগরের মূল সড়কখ্যাত সিডিএ অ্যাভিনিউ, আখতারুজ্জামান চৌধুরী উড়ালসড়ক এ দুটি ওয়ার্ডে অবস্থিত। এ ছাড়া নগরের দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ডে আবেদন জমা পড়েছে ১৪টি। এখানে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর অবস্থিত।

নগরের চকবাজার ওয়ার্ডে ১৩টি, জামালখান ওয়ার্ডে ১১টি, আলকরণ ওয়ার্ডে ১১টি, উত্তর কাট্টলী ওয়ার্ডে ১২টি ফরম জমা পড়েছে।
নগরের ৪ নম্বর চান্দগাঁও ওয়ার্ডে সৌন্দর্যবর্ধনের কাজ করতে আগ্রহ জানিয়ে ফরম জমা দিয়েছেন মোস্তফা মো. জাবেদ নামের এক ব্যক্তি। বাণিজ্যিক ভিত্তিতে কাজ করতে চাইলেও অতীতে এ ধরনের কাজের কোনো অভিজ্ঞতা নেই তাঁর।
আবেদনকারী ব্যক্তিরা সৌন্দর্যবর্ধনের জন্য নগরের বিভিন্ন এলাকায় আলোকায়ন, বাগান, গ্রন্থাগার, ম্যুরাল করার নকশা জমা দিয়েছেন। তবে এর সঙ্গে সঙ্গে আয়ের জন্য এসব কাজের পাশাপাশি সেখানে যাত্রীছাউনি, দোকান, ছোট আকারের বিলবোর্ড করার কথা বলেছেন তাঁরা।

সিটি করপোরেশনের নগর পরিকল্পনাবিদ আবদুল্লাহ আল ওমর বলেন, সৌন্দর্যবর্ধন কাজে আগ্রহী প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে আবেদন ফরমে সুনির্দিষ্ট ১৪টি তথ্য চেয়েছেন। এখন জমা পড়া ফরমগুলোর সব তথ্য ও নকশা প্রাথমিকভাবে যাচাই করছেন। পরে কমিটি চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

সম্পর্কিত নিবন্ধ