দুঃসময় থেকে সুসময়ে পৌঁছে দিয়েছে ‘আশ্রম’
Published: 22nd, February 2025 GMT
তখন পেশাগত জীবনে চরম বাজে সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলেন ববি দেওল। প্রকাশ ঝা পরিচালিত ‘আশ্রম’ সিরিজের কল্যাণে আবার পায়ের তলায় মাটি ফিরে পান এই বলিউড তারকা। গত বুধবার মুক্তি পেয়েছে অ্যামাজন এমএক্স প্লেয়ারের জনপ্রিয় ওয়েব সিরিজটির তৃতীয় সিজনের দ্বিতীয় পর্বের ট্রেলার। ট্রেলার মুক্তির অনুষ্ঠানে ববি বলেছেন, আশ্রম–এর আশ্রয়ে ক্যারিয়ারের দ্বিতীয় ভ্রমণ শুরু করতে পেরেছেন তিনি। আর এর সম্পূর্ণ কৃতিত্ব তিনি পরিচালক প্রকাশ ঝাকেই দিয়েছেন। রীতিমতো আবেগাপ্লুত কণ্ঠে ববি বললেন, ‘আজ আমি যা কিছু করছি, তা প্রকাশ ঝার কারণেই। একটা সময়ে হাতে কোনো কাজ ছিল না। তখন একটা কাজের খোঁজে হন্যে হয়ে থাকতাম। নিজের ইমেজ বদলানোর চেষ্টায় ছিলাম। কোনো সুযোগই তখন প্রায় পাচ্ছিলাম না। এই চরম দুঃসময়ে আমার কাছে একটা ফোন আসে। আর আমাকে “আশ্রম ” বিষয়ে বলা হয়। আমাকে বলা হয় যে সিরিজটি পরিচালনা করছেন প্রকাশ ঝা। গুপ্ত ছবির ডাবিংয়ের সময় প্রকাশজির সঙ্গে আমার প্রথম সাক্ষাৎ হয়েছিল। সে সময় আমি ওনার সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছিলাম।’
আরও পড়ুন‘দেওল পরিবারের প্রতিটি পুরুষ কাঁদেন’১৫ জুন ২০২৪ববি দেওল.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
৪৭৫ কোটি টাকা ছাড়িয়ে রাশমিকার সিনেমার আয়
রাশমিকা মান্দানা ও ভিকি কৌশল অভিনীত আলোচিত সিনেমা ‘ছাবা’। গত ১৪ ফেব্রুয়ারি ভারতের ৪ হাজার পর্দায় মুক্তি পায় এটি। রাশমিকা মান্দানা অভিনীত চলতি বছরে মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমা এটি।
লক্ষ্মণ উতেকার পরিচালিত এই সিনেমা নির্মাণে খুব বড় অঙ্কের অর্থ ব্যয় হয়নি। তবে মুক্তির প্রথম দিনই বক্স অফিসে সাড়া ফেলে এটি। সেই ধারাবাহিকতা এখনো বজায় রয়েছে। গত সাতদিনে আয়ের গ্রাফ ওঠানামা করলেও জয়রথ চলমান। এ পর্যন্ত কত টাকা আয় করেছে সিনেমাটি?
স্যাকনিল্কের তথ্য অনুসারে, গত নয় দিনে ‘ছাবা’ সিনেমা শুধু ভারতে আয় করেছে ২৯০.৭৫ (গ্রস) কোটি রুপি। বিদেশে আয় করেছে ৪৮ কোটি রুপি। বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ৩৩৮.৭৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৪৭৫ কোটি ১৩ লাখ টাকার বেশি)।
আরো পড়ুন:
৪১৫ কোটি টাকা ছাড়িয়ে ভিকি-রাশমিকার সিনেমার আয়
বক্স অফিসে ‘ছাবা’ সিনেমার ঝড়: কে কত টাকা পারিশ্রমিক নিলেন
‘ছাবা’ সিনেমার গল্প শিবাজির পুত্র ছত্রপতি সম্ভাজি মহারাজের জীবনের ওপর ভিত্তি করে এগিয়েছে। ছত্রপতি সম্ভাজি মহারাজের চরিত্রে ভিকি কৌশল ও মোগল সম্রাট আওরঙ্গজেবের চরিত্র রূপায়ন করেছেন অক্ষয় খান্না। সম্ভাজি মহারাজের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন রাশমিকা মান্দানা।
তা ছাড়াও অভিনয় করেছেন— আশুতোষ রানা, ডিয়ানা পেন্টি, দিব্যা দত্ত প্রমুখ। দীনেশ বিজন প্রযোজিত এ সিনেমা নির্মাণে ব্যয় হয়েছে ১৪০ কোটি রুপি।
ঢাকা/শান্ত