দুঃসময় থেকে সুসময়ে পৌঁছে দিয়েছে ‘আশ্রম’
Published: 22nd, February 2025 GMT
তখন পেশাগত জীবনে চরম বাজে সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলেন ববি দেওল। প্রকাশ ঝা পরিচালিত ‘আশ্রম’ সিরিজের কল্যাণে আবার পায়ের তলায় মাটি ফিরে পান এই বলিউড তারকা। গত বুধবার মুক্তি পেয়েছে অ্যামাজন এমএক্স প্লেয়ারের জনপ্রিয় ওয়েব সিরিজটির তৃতীয় সিজনের দ্বিতীয় পর্বের ট্রেলার। ট্রেলার মুক্তির অনুষ্ঠানে ববি বলেছেন, আশ্রম–এর আশ্রয়ে ক্যারিয়ারের দ্বিতীয় ভ্রমণ শুরু করতে পেরেছেন তিনি। আর এর সম্পূর্ণ কৃতিত্ব তিনি পরিচালক প্রকাশ ঝাকেই দিয়েছেন। রীতিমতো আবেগাপ্লুত কণ্ঠে ববি বললেন, ‘আজ আমি যা কিছু করছি, তা প্রকাশ ঝার কারণেই। একটা সময়ে হাতে কোনো কাজ ছিল না। তখন একটা কাজের খোঁজে হন্যে হয়ে থাকতাম। নিজের ইমেজ বদলানোর চেষ্টায় ছিলাম। কোনো সুযোগই তখন প্রায় পাচ্ছিলাম না। এই চরম দুঃসময়ে আমার কাছে একটা ফোন আসে। আর আমাকে “আশ্রম ” বিষয়ে বলা হয়। আমাকে বলা হয় যে সিরিজটি পরিচালনা করছেন প্রকাশ ঝা। গুপ্ত ছবির ডাবিংয়ের সময় প্রকাশজির সঙ্গে আমার প্রথম সাক্ষাৎ হয়েছিল। সে সময় আমি ওনার সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছিলাম।’
আরও পড়ুন‘দেওল পরিবারের প্রতিটি পুরুষ কাঁদেন’১৫ জুন ২০২৪ববি দেওল.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
তিন বন্ধু মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে প্রাণ হারাল দুজন
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় সোমবার সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীসহ দুই কিশোর নিহত হয়েছে। নিহতরা হলেন, উপজেলার এনায়েতপুর ইউনিয়নের কাহালগাঁও ভাওড়পাড়া এলাকার আজহারুল ইসলামের ছেলে আশিকুর হক (১৬) ও একই গ্রামের মক্তবপাড়া এলাকার আকরামের ছেলে মিনহাজ (১৬)। আশিকুর এবারের এসএসসি পরীক্ষার্থী ছিল।
স্থানীয়রা জানান, ঈদের দিন মোটরসাইকেলে তিন বন্ধু পাশের টাঙ্গাইলের সখীপুর উপজেলার কুতুবপুর বাজারের কাছে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই মিনহাজ মারা যায়। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আশিকুর মারা যায়। এ ঘটনায় তাদের সঙ্গে থাকা অপর বন্ধু জিহাদ গুরুতর আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ফুলবাড়িয়া থানার ওসি রাশেদুজ্জামান বলেন, এ ব্যাপারে সখিপুর থানায় কোনো অভিযোগ হয়নি।