Samakal:
2025-02-23@03:35:33 GMT

ওয়ারেন্টি স্টিকার পরিষেবা

Published: 22nd, February 2025 GMT

ওয়ারেন্টি স্টিকার পরিষেবা

ব্যবসায়িক সিদ্ধান্ত নেওয়ার সময় অসাধু ব্যবসায়ীদের ফাঁদে পড়েন অনেকে। স্মার্ট টেকনোলজিসের ডিস্ট্রিবিউশন বিজনেস পরিচালক জাফর আহমেদ বলেন, দুই যুগ ধরে স্মার্ট টেকনোলজিস গিগাবাইটের সঙ্গে কাজ করছে। বিশ্বস্ত ব্র্যান্ড এটি, যা গুণগত মানের পণ্য ও ভালো বিক্রয়োত্তর পরিষেবা নিশ্চিত করে। ব্যবসায়িক সিদ্ধান্ত নেওয়ার সময় অসাধু ব্যবসায়ীদের ফাঁদে পা দেবেন না।
জানা গেছে, গিগাবাইট শুধু মাদারবোর্ডের মধ্যে সীমাবদ্ধ নেই, ব্র্যান্ডটি এখন মনিটর ছাড়াও পুরো পিসি হার্ডওয়্যার সেগমেন্ট নিয়ে কাজ করছে। নতুন ধারা ও সময়োপযোগী পণ্য নিয়ে বাজার সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে।
ব্র্যান্ডের পরিবেশক স্মার্ট টেকনোলজিসের (বিডি) উদ্যোগে রাজধানীতে বিপণন সম্মেলনে নতুন পণ্য, প্রযুক্তি ও বিশেষ অফার নিয়ে কথা বলেন গিগাবাইট বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার খাজা মো.

আনাস খান। বাংলাদেশের বাজারে ব্র্যান্ডটি মনিটর, গ্রাফিক্স কার্ড ছাড়া অন্যসব পণ্যের অবস্থান আরও শক্তিশালী করার পরিকল্পনা নিয়ে কাজ করছে। অন্যদিকে, পাওয়ার সাপ্লাই পণ্যের ক্ষেত্রে বার্ন বিক্রয়োত্তর পরিষেবা ঘোষণা করা হয়েছে, যা গ্রাহকসেবা নিশ্চিত করবে।
বিপণনকারী ও গ্রাহককে ‘স্মার্ট ওয়ারেন্টি’ স্টিকার দেখে পণ্য কেনার আহ্বান জানানো হয়। ফলে প্রতারণার শঙ্কা কমে যাবে।
সম্মেলনে উপস্থিত ছিলেন গিগাবাইট ব্র্যান্ডের এশিয়া প্যাসিফিক অঞ্চলের জ্যেষ্ঠ উপব্যবস্থাপক অ্যালান সু ও প্রোডাক্ট ম্যানেজার তানজিম চৌধুরী। ফাগুনের আগুন নামে বিশেষ অফার ঘোষণা করেছে ব্র্যান্ডটি।

উৎস: Samakal

কীওয়ার্ড: গ গ ব ইট ব যবস য়

এছাড়াও পড়ুন:

জিম্মিদের ফেরত পেয়েও ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দিলেন না নেতানিয়াহু

যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী শনিবার (২২ ফেব্রুয়ারি) আরও ছয় জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এর বিনিময়ে ছয় শতাধিক ফিলিস্তিনিকে মুক্তি দেওয়ার কথা থাকলেও তা অমান্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

রোববার ইসরায়েল ঘোষণা করেছে, তারা শত শত ফিলিস্তিন বন্দীকে মুক্তি দেওয়ার পরিকল্পনা পিছিয়ে দিয়েছে, যতক্ষণ না হামাস তাদের শর্ত পূরণ করে। এই সিদ্ধান্ত গাজার যুদ্ধবিরতি চুক্তির ভঙ্গুরতা প্রকাশ করছে। খবর রয়টার্স

প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অফিস রোববার ভোরে এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েল ৬২০ জন ফিলিস্তিন বন্দী ও আটক ব্যক্তিকে মুক্তি দেওয়ার প্রক্রিয়া স্থগিত রেখেছে, যতক্ষণ না পরবর্তী দফায় জিম্মিদের মুক্তি নিশ্চিত হচ্ছে এবং অপমানজনক আনুষ্ঠানিকতা ছাড়া তাদের হস্তান্তর করা হয়।

তিনি বলেন, সর্বশেষ মুক্তি পাওয়া জিম্মিদের ‘অপমানজনক অনুষ্ঠানের’ মাধ্যমে ইসরায়েলের হাতে তুলে দেওয়া হয়েছে। তাই আপাতত ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেওয়া হবে না।

দীর্ঘ প্রায় ১৬ মাস রক্তাক্ত সংঘাতের পর গত ১৯ জানুয়ারি থেকে গাজায় যুদ্ধবিরতি শুরু হয়েছে। এরপর থেকে যুদ্ধবিরতির চুক্তির শর্ত অনুযায়ী ২৫ জন জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। তাদের মুক্তির সময় বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সংগঠনটির পক্ষ থেকে। 

এর আগে বৃহস্পতিবার চার ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তর করে হামাস। তবে ওই দিন শিরি বিবাসের মরদেহের পরিবর্তে আরেক জনের দেহ হস্তান্তর করা হয়েছিল। এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানায় ইসরায়েল। অবশ্য পরদিন শিরি বিবাসের মরদেহ হস্তান্তর করা হয়।

চলমান যুদ্ধবিরতির প্রথম ধাপ ৪২ দিনের। এই সময়ে মোট ৩৩ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে হামাস। বিনিময়ে ইসরায়েলি কারাগার থেকে ১ হাজার ৯০০ ফিলিস্তিনিকে মুক্তি দেওয়ার কথা রয়েছে। তারপর দ্বিতীয় ও তৃতীয় ধাপ শুরুর কথা রয়েছে। তবে বিশ্লেষকেরা আশঙ্কা করছেন, দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতিতে যেতে আগ্রহী নন নেতানিয়াহু।

সম্পর্কিত নিবন্ধ