ক্ষমতার পালাবদলের সঙ্গে দুদকের কাজের কোনো সম্পর্ক নেই
Published: 22nd, February 2025 GMT
সমকাল: নতুন বছরে আপনাদের কর্মপরিকল্পনা কী?
মো. নাজমুচ্ছায়াদাত: অতীতেও দুদক দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নিয়ে কাজ করেছে। এখনও করছে। বিগত সরকারের সময় দুর্নীতি করে বিপুল অবৈধ সম্পদ অর্জন করা ব্যক্তিদের বিরুদ্ধে তথ্য-প্রমাণের ভিত্তিতে আমরা তদন্ত শুরু করেছি। ব্যাংকিং খাতের দুর্নীতির ওপর বিশেষ নজর দেওয়া হচ্ছে।
সমকাল: দুর্নীতি মামলার বিচার ধীরগতিতে হওয়ার কারণ কী মনে করেন।
মো.
সমকাল: দুদকের অনেক কর্মকর্তা সাক্ষ্য দিতে আসতে গড়িমসি করেন বলে অভিযোগ রয়েছে, এ প্রসঙ্গে কিছু বলবেন।
মো. নাজমুচ্ছায়াদাত: সুনির্দিষ্টভাবে আসলে এ সংক্রান্ত কোনো তথ্য আমার জানা নেই। আমি বিষয়টি প্রসঙ্গে খবর নিয়ে ব্যবস্থা নেব। তবে পুরোনো অনেক অফিসার অবসরে যাওয়ায় তার হয়তো আসতে সময় লাগতে পারে। কিন্তু চাকরিরত অবস্থায় কোনো কর্মকর্তা সাক্ষ্য দিতে না আসার সুযোগ নেই।
সমকাল: ক্ষমতার পালাবদলে দুদকের লক্ষ্যও কি পরিবর্তন হয়ে যায়?
মো. নাজমুচ্ছায়াদাত: দেখুন, দুদক একটি স্বাধীন স্বশাসিত প্রতিষ্ঠান। একটি বিশেষায়িত আইনের মাধ্যমে পরিচালিত হয়। ক্ষমতার পালাবদলের সঙ্গে দুদকের কাজের কোনো সম্পর্ক নেই।
উৎস: Samakal
কীওয়ার্ড: সমক ল
এছাড়াও পড়ুন:
যৌথ বাহিনীর মাদকবিরোধী অভিযানে গুলিতে যুবক নিহত
বরিশালের উজিরপুরে যৌথ বাহিনীর মাদকবিরোধী অভিযান চলাকালে সিয়াম মোল্লা (২২) নামক এক যুবক গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় পেটে গুলিবিদ্ধ হয়ে রাকিব মোল্লা নামে এক কিশোর বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন। হতাহত দু’জন সম্পর্কে মামাতো ভাই।
সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় উজিরপুর ও আগৈলঝাড়া উপজেলার সীমান্ত গ্রাম বাহেরঘাটে এ ঘটনা ঘটে। সিয়াম উজিরপুরের গড়িয়া গ্রামের রিপন মোল্লার ছেলে। গৌরনদী উপজেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জাকিয়া রহমান জানান, হাসপাতালে আনার পথে সিয়াম মারা যান। তাঁর বুকে গুলির চিহ্ন রয়েছে। মৃতদেহ হাসপাতালে রাখা হয়েছে। আহত আরেক যুবককে শেবাচিম হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয় সূত্র জানায়, সকালে পুলিশের গোয়েন্দা শাখার লোকজন মাদকবিরোধী অভিযানে গেলে হাতাহাতি হয়। সন্ধ্যার পর যৌথ বাহিনী ফের অভিযানে গেলে মাদক কারবারিদের হামলার মুখে পড়ে। তখন আত্মরক্ষায় গুলি করলে দু’জন গুলিবিদ্ধ হন।
সিয়ামকে হাসপাতালে নিয়ে আসা মোটরসাইকেল চালক হাসান মৃধা জানান, একটি ইজিবাইক থেকে গুলিবিদ্ধ সিয়ামকে তাঁর মোটরসাইকেলে তুলে হাসপাতালে নিয়ে যেতে বলা হয়।
এ বিষয়ে উজিরপুর থানার ওসিকে ফোন দেওয়া হলে তিনি রিসিভ করেননি। আগৈলঝাড়া থানার ওসি জানান, ঘটনাস্থলে র্যাবসহ বিভিন্ন সংস্থার সদস্যরা রয়েছেন। আগৈলঝাড়া থানা পুলিশও ঘটনাস্থলে গেছে। দু’জন মাদক কারবারি গুলিবিদ্ধ হয়েছে বলে তিনি শুনেছেন।