হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান বিভাবরী সম্প্রতি বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি। তিনি অনুষ্ঠানের শুরুতেই শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘এ ধরনের সাংস্কৃতিক আয়োজন শুধু শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ায়  না, বরং তাদের সৃজনশীলতা ও মানবিক মূল্যবোধের বিকাশ ঘটায়। এ ধরনের কর্মসূচি শিক্ষার্থীদের সামাজিক ও ব্যক্তিগত জীবনে সহায়ক ভূমিকা পালন করবে।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান, সামরিক ও বেসামরিক ব্যক্তি ও অভিভাবকরা। তারা এ আয়োজনের প্রশংসা করে বলেন, ‘শিক্ষার্থীদের সংস্কৃতিচর্চা শুধু একাডেমিক শিক্ষা নয়, বরং তাদের সৃজনশীলতা ও মানবিক গুণাবলির বিকাশে সহায়ক।’
তারা আরও বলনে, ‘এ ধরনের মনোজ্ঞ আয়োজনে অভিভাবকদের উপস্থিতি শিক্ষার্থীদের জন্য উৎসাহের উৎস হিসেবে কাজ করে। কারণ এতে তারা তাদের সন্তানদের প্রতিভা ও অঙ্গীকার দেখতে পায়। ফলে শিক্ষকদের প্রতি তাদের আস্থা আরও দৃঢ় হয়।’

.

উৎস: Samakal

কীওয়ার্ড: অন ষ ঠ ন

এছাড়াও পড়ুন:

মিয়ানমারে ৫ হাজার কারাবন্দিকে মুক্তি

নববর্ষ উপলক্ষে প্রায় ৪ হাজার ৮৯৩ বন্দিকে মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছে মিয়ানমারের সামরিক জান্তা সরকার। বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, নতুন বছর উপলক্ষে জান্তাপ্রধান মিন অং হ্লেইং ৪ হাজার ৮৯৩ বন্দিকে ক্ষমা করেছেন।

মুক্তি পাওয়া বন্দিদের মধ্যে কতজন রাজনৈতিক বন্দি, তা এখনও পরিষ্কার নয়। মিয়ানমারের স্থানীয় পর্যবেক্ষক সংস্থা পলিটিক্যাল প্রিজনার্স নেটওয়ার্ক বলেছে, জান্তাপ্রধানের ঘোষণায় কমপক্ষে ২২ রাজনৈতিক বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে।

দেশটির বিভিন্ন কারাগারে গত সপ্তাহ পর্যন্ত প্রায় ২২ হাজার ১৯৭ রাজনৈতিক বন্দিকে আটক রাখা হয়। এই বন্দিদের মাঝে ২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়া দেশটির গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চিও রয়েছেন। মুক্তি পাওয়া বন্দিরা আইন অমান্য করলে বাকি সাজা ভোগ করতে হবে। ইরাবতী।

সম্পর্কিত নিবন্ধ