নাট্য পরিচালকদের নেতৃত্বে শহীদুজ্জামান সেলিম-ফরিদুল হাসান
Published: 22nd, February 2025 GMT
নাট্য পরিচালকদের সংগঠন ডিরেক্টরস গিল্ডের ২০২৫-২৭ মেয়াদের নির্বাচনে সভাপতি পদে ২৭১ ভোট পেয়ে শহীদুজ্জামান সেলিম ও সাধারণ সম্পাদক পদে ২২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ফরিদুল হাসান।
বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শনিবার সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলে ভোট গ্রহণ। ভোট গণনা শেষে রাত পৌনে ৯ টার দিকে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার নাট্যব্যক্তিত্ব নরেশ ভূঁইয়া।
এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৫০১। এর মধ্যে ভোট প্রয়োগ করেছেন ৪৪৬ জন ভোটার।
সহ-সভাপতি পদে রাশেদা আক্তার নাজুক (২৮৬), ফিরোজ খান (২৭৪) ও সকাল আহমেদ ( নির্বাচিত হয়েছেন। যুগ্ম সাধারণ পদে তুহিন হোসেন (২৫৬) ও দীন মোহাম্মাদ মন্টু নির্বাচিত হয়েছেন। এছাড়া অর্থ সম্পাদক পদে জুয়েল হাসান (২৫৩), সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান লিপন (২২৬), প্রচার ও প্রকাশনা সম্পাদক মো.
এছাড়া, কার্যনির্বাহী পদে নির্বাচিত হয়েছেন-সাগর জাহান (২৮৪), চয়নিকা চৌধুরী (২৬৯), মাহমুদ নিয়াজ চন্দ্রদ্বীপ (২৬৪), গীতালি হাসান (২৩৯), লিটু করিম (২২৮), শিহাব শাহীন (২২৮), হাসান রেজাউল (২২৩)।
আগামী দুই বছরের জন্য পরিচালকদের এই গুরুত্বপূর্ণ সংগঠনের দায়িত্ব পালন করতে যাচ্ছেন তাঁরা।
উৎস: Samakal
কীওয়ার্ড: ন র ব চ ত হয় ছ ন
এছাড়াও পড়ুন:
এয়ার ইন্ডিয়ার ওপর ক্ষোভ ঝাড়লেন মন্ত্রী
ভারতের কেন্দ্রীয় সরকারের কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, তাঁর কাছে ভাঙা সিটের টিকিট বিক্রি করেছে এয়ার ইন্ডিয়া।
গতকাল শনিবার এ নিয়ে ক্ষোভ জানিয়ে সামাজিক মাধ্যম এক্সে তিনি লেখেন, এয়ার ইন্ডিয়া ‘যাত্রীদের সঙ্গে প্রতারণা’ করছে।
তিনি জানান, ভাঙা সিটের ব্যাপারে বিমানের এক ক্রুকে জিজ্ঞেস করা হলে তাঁকে বলা হয়, সিটটিতে যে ত্রুটি রয়েছে, সেটি সংস্থাকে জানানো হয়েছিল। এর টিকিট বিক্রি না করতেও বলা হয়েছিল।
এক্সে শিবরাজ সিং লেখেন, ‘পুসার কিষাণ মেলা উদ্বোধন করতে আজ আমার ভোপাল থেকে দিল্লি আসতে হয়। সেখানে বিভিন্ন প্রতিনিধিদের সঙ্গে আমার আলোচনা হয়। আমি এয়ার ইন্ডিয়ার ফ্লাইট নাম্বার এআই৪৩৬ এ একটি টিকিট বুক করি। আমাকে ৮সি সিটটি দেওয়া হয়। বসতে গিয়ে দেখি সিটটি ভাঙা; নিচু হয়ে আছে। সেখানে বসতে অস্বস্তি হচ্ছিল।’ এনডিটিভি।