চট্টগ্রামে পোশাক কারখানায় আগুন
Published: 22nd, February 2025 GMT
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় এক পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শনিবার বিকেল পৌনে পাঁচটায় আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
চট্টগ্রামের বোয়ালখালীতে এবালন ফ্যাশন লিমিটেড নামের জ্যাকেট তৈরির কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে কেউ হতাহত হয়নি বলে জানায় ফায়ার সার্ভিস। তবে আগুনে কারখানার কাপড় পুড়েছে।
আগুনের খবর পেয়ে বোয়ালখালী, চট্টগ্রাম নগরের মোহরা ও কর্ণফুলী ফায়ার সার্ভিস স্টেশন থেকে দুটি করে ছয়টি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করে।
স্থানীয় সূত্র জানায়, বোয়ালখালী পৌরসভার পূর্ব কালুরঘাট বাদামতলে এবালন কারখানা ভবনের চতুর্থ তলায় রাখা কাপড়ে আগুন লাগে। এতে ভবনটির জানালা দিয়ে আগুন আর কালো ধোঁয়ার কুণ্ডলী বের হতে দেখা যায়। এ সময় কারখানা ভবন থেকে বের হয়ে আসেন শ্রমিকেরা।
বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হওয়ার আশঙ্কা করছেন এবালন ফ্যাশন লিমিটেডের নির্বাহী পরিচালক তপন সরকার। তিনি প্রথম আলোকে বলেন, কারখানায় জ্যাকেট, ব্যাগ ও পোশাক তৈরি করা হতো। চারতলা ভবনের নিচতলা থেকে তিনতলা পর্যন্ত শ্রমিকেরা কাজ করেন। কারখানায় ৪৪০ জন শ্রমিক কাজ করেন। চতুর্থ তলায় কাপড় রাখা হতো। দুপুরের খাবার খাওয়ার কক্ষ ছিল তার ওপরের তলায়। আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা নির্ণয় করা যায়নি।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
পাকিস্তানের কাছে বড় হারে বিশ্বকাপ মিসের শঙ্কায় বাংলাদেশ
বিশ্বকাপ বাছাইপর্বে প্রথম তিন ম্যাচেই জয় পেয়েছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। কিন্তু গত ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৩ উইকেটে হারের পর শনিবার স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে ৬২ বল থাকতে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। এতেই চলতি বছরের সেপ্টেম্বরে ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কায় পড়ে গেছে নিগার সুলতানা জ্যোতির দল।
বিস্তারিত আসছে...