ব্রাজিলের আমাজন বনাঞ্চলের একটি শহরে কয়েকটি বিশাল গর্তের (সিঙ্কহোল) সৃষ্টি হয়েছে। এসব গর্ত আশপাশের কয়েকশ বাড়ি গ্রাস করে ফেলতে পারে– এমন আশঙ্কায় শহরটিতে জারি করা হয়েছে জরুরি অবস্থা। আমাজনের মারানহোর বুরিতিকুপু নামে শহরটির বেশ কয়েকটি ভবন ইতোমধ্যে সিঙ্কহোলে বিলীন হয়ে গেছে। ৫৫ হাজার বাসিন্দার শহরটির অন্তত ১ হাজার ২০০ মানুষের বাড়ি এসব গর্তের কারণে ধ্বংস হতে পারে বলে আশঙ্কা শহর কর্তৃপক্ষের।
এ মাসের শুরুতে সেখানকার স্থানীয় সরকার একটি ডিক্রি জারি করে। এতে বলা হয়, ‘গত কয়েক মাসের মধ্যে সিঙ্কহোলটির পরিধি বিস্তৃত হয়েছে, যা এখন আবাসিক ভবনের দিকে এগোচ্ছে।’ বুরিতিকুপু নামে শহরটিতে গত ৩০ বছর ধরেই দেখা যাচ্ছে এমন সিঙ্কহোল। তবে সম্প্রতি এগুলোর পরিধি এতটাই বেড়েছে, মানুষের বসতির জন্য এখন এগুলো হুমকি হয়ে উঠেছে। মূলত বৃষ্টির কারণে মাটি ক্ষয়, বন উজাড় করে অপরিকল্পিত বাড়িঘর নির্মাণে বাড়ছে সিঙ্কহোলের বিস্তৃতি। ভূগোলবিদ ও মারানহাউ ফেডারেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মার্সিলিনো ফারিয়াস বলেছেন, ভারী বৃষ্টির কারণে পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে।
বুরিতিকুপু শহরটিতে দীর্ঘ ২২ বছর ধরে থাকছেন ৬৫ বছর বয়সী বৃদ্ধ অ্যান্তোনিয়া দোস অ্যাঞ্জস। তিনি জানান, এখানে হয়তো আরও সিঙ্কহোলের সৃষ্টি হতে পারে। এ নিয়ে তারা সবাই আতঙ্কিত। শহরটির পাবলিক ওয়ার্কসের সেক্রেটারি ও প্রকৌশলী লুকাস কোনসিকা বলেন, তাদের কাছে এ সমস্যার সমাধান নেই।
উৎস: Samakal
কীওয়ার্ড: অ য ম জন
এছাড়াও পড়ুন:
সিদ্ধিরগঞ্জে ইন্তিফাদার উদ্যােগে ঈদ সামগ্রী উপহার প্রদান
আত্মা মানবতার সেবায় সামাজিক কল্যাণে অরাজনৈতিক একটি সেবা মূলক প্রতিষ্ঠান ইন্তিফাদার উদ্যােগে ৩০০ শত সুবিধাবঞ্চিতদের মাঝে একটি করে মুরগি সহকারে ঈদ সামগ্রী উপহার প্রদান করা হয়েছে।
শনিবার সকালে সিদ্ধিরগঞ্জ পাইনাদী নতুন মহল্লা দারুল আমান মসজিদ প্রাঙ্গণে এ ঈদ সামগ্রী উপহার প্রদান করা হয়।
ঈদ সামগ্রী উপহার প্রদান কালে এসময় প্রধান অতিথির বক্তব্যে রাখছেন- সংগঠনটির উপদেষ্টা মুহাম্মদ জামাল হোসাইন।
বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক দারুল আমান মসজিদের সভাপতি ও ইন্তিফাদা সামাজিক সংগঠনের সভাপতি আলহাজ্ব শরিফুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সমাজ সেবক আলহাজ্ব কফিল আহমেদ প্রমূখ।
উক্ত অনুষ্ঠানে মো মওদূদীর পরিচালনায় আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী গাজী হোসাইন, মনির হোসেন, মেহেদী হাসান সহ আরো অনেকে।