সারা দেশে জেলা পর্যায়ে সমাবেশ করছে বিএনপি। কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী রাজবাড়ীতেও সমাবেশ করার কথা জানানো হয়; কিন্তু নানা কারণে রাজবাড়ীতে কয়েক দফা স্থগিত করা হয়। কাল রোববার সমাবেশ হওয়ার কথা থাকলেও গতকাল শুক্রবার কেন্দ্রের বরাত দিয়ে কর্মসূচি স্থগিতের ঘোষণা দেয় জেলা বিএনপি। পরে আজ শনিবার সন্ধ্যায় আবার কালকের সমাবেশ হওয়ার কথা জানানো হয়।

জেলা বিএনপির আহ্বায়ক লিয়াকত আলী সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, কেন্দ্রের সিদ্ধান্ত অনুযায়ী প্রতিটি জেলায় পর্যায়ক্রমে বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। সিদ্ধান্ত অনুযায়ী, রাজবাড়ীতেও সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা। কেন্দ্র থেকে প্রথমে ১২ ফেব্রুয়ারি সমাবেশের কথা জানায়; কিন্তু তাঁর স্ত্রী অসুস্থ থাকায় ১২ ফেব্রুয়ারি করা হয়নি। পরে ১৯ ফেব্রুয়ারি সমাবেশ করতে বলা হয়; কিন্তু স্থানীয় কিছু জটিলতার কারণে ১৯ ফেব্রুয়ারিও স্থগিত করে কাল ২৩ ফেব্রুয়ারি করার সিদ্ধান্ত হয়। এর মধ্যে কেন্দ্র থেকে জানানো হয়, ২৭ ফেব্রুয়ারি কেন্দ্রীয় বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে যোগ দিতে স্থানীয়ভাবে অনেক কাজ থাকায় ২৩ ফেব্রুয়ারি রাজবাড়ীর কর্মসূচিও স্থগিত করা হয়। আজ সন্ধ্যার দিকে কেন্দ্র থেকে কাল রোববারের সমাবেশ সম্পন্ন করতে আবার নির্দেশনা দেওয়া হয়েছে। যার আলোকে সমাবেশ সফল করতে স্বল্প সময়ে ব্যস্ত থাকতে হচ্ছে।

দলীয় সূত্রে জানা গেছে, অভ্যন্তরীণ কোন্দলের কারণে রাজবাড়ী জেলা বিএনপি দুটি ধারায় বিভক্ত। একটি পক্ষের নেতৃত্ব দিয়ে আসছেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম ও সাবেক সংসদ সদস্য নাসিরুল হক। অপর পক্ষের নেতৃত্ব দিচ্ছেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন-অর রশিদ ও কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি অ্যাডভোকেট আসলাম মিয়া।

কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী জেলা পর্যায়ের সমাবেশ সম্পন্ন করতে নির্দেশ দিলেও দুটি পক্ষ আলাদা সমাবেশ করতে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির কাছে প্রস্তাব দেয়; কিন্তু কেন্দ্র থেকে প্রস্তাব প্রত্যাখ্যান করে দুই পক্ষের সবাইকে একত্র হয়ে একটি সমাবেশ করতে বলা হয়। যার আলোকে জেলা বিএনপির বর্তমান আহ্বায়ক কমিটি উভয় পক্ষের নেতাদের নিয়ে একাধিকবার বৈঠকে বসেন। বৈঠকে সমাবেশস্থলে একটি মঞ্চ থাকলেও ভেন্যুতে আড়াআড়ি বাঁশের বেড়া দিয়ে দুই পক্ষের নেতা-কর্মীদের আলাদা বসার সিদ্ধান্ত হয়। এ নিয়ে সাধারণ নেতা-কর্মীদের মধ্যে বিভক্তি আরও স্পষ্ট হয়ে ওঠে। সামাজিক যোগাযোগমাধ্যমেও নানা ধরনের সমালোচনা তৈরি হয়।

বিএনপি নেতা লিয়াকত আলী বলেন, জেলা বিএনপির অভ্যন্তরীণ কোন্দল দীর্ঘদিনের। কেন্দ্রের নির্দেশে সমাবেশ সফল করতে দুই পক্ষের নেতাদের নিয়ে দলীয় কার্যালয়ে তিন দফা বৈঠক হয়েছে। সর্বসম্মতিক্রমে কাল রোববার সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও গতকাল বিকেলে স্থগিত করা হয়। আজ সন্ধ্যায় আবার কেন্দ্র থেকে সমাবেশ সম্পন্ন করতে নির্দেশনা দেওয়া হয়। সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার, ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, সহসাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান ও মাসুকুর রহমানের উপস্থিত থাকার কথা আছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব এনপ র স অন য য়

এছাড়াও পড়ুন:

স্বাধীনতা দিবসে গুগলের ডুডল

আজ ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বাঙালি জাতির স্বাধীনতা অর্জনের পথে ইতিহাসখচিত এ দিনকে উদযাপন করতে গুগল তাদের হোম পেজে বিশেষ ডুডল প্রকাশ করেছে। গুগল সার্চ বক্সের ওপর থাকা এই ডুডল সেজেছে বাংলাদেশের পতাকার রঙে। চারপাশে লাল রং আবৃত ডুডলটির ভেতরে নীল আকাশের মাঝে বাংলাদেশের পতাকা উড়ছে সগৌরবে। পতাকার নিচেই রয়েছে গুগলের নাম। বুধবার রাত ১২টা পর থেকে এ ডুডল দেখা যাচ্ছে।

ডুডলের ওপর ট্যাপ করলে লেখা উঠছে ‘বাংলাদেশ ইনডিপেনডেন্স ডে ২০২৫’। এতে ক্লিক করার পর স্বাধীন বাংলাদেশের স্বাধীনতা দিবসের ইতিহাস ও সংশ্লিষ্ট ইতিহাসসংবলিত ওয়েবসাইটগুলো প্রদর্শন করছে।

২০১৩ সালে প্রথমবার বাংলাদেশের স্বাধীনতা দিবসের সম্মানে ডুডল তৈরি করে গুগল। 

সম্পর্কিত নিবন্ধ