কুমিল্লার সেই নিহত কর্মীর বাড়িতে জামায়াতের আমির, পরিবারের দায়িত্ব নিল সংগঠন
Published: 22nd, February 2025 GMT
যানজটে আটকে থাকা জামায়াতে ইসলামীর আমিরের গাড়িবহরকে পার হওয়ার জায়গা করে দিতে গিয়ে বাসচাপায় নিহত কুমিল্লার লালমাই উপজেলার সৈয়দপুর গ্রামের বাসিন্দা ও জামায়াত কর্মী জসিম উদ্দীনের পরিবারের দায়িত্ব নিয়েছে জামায়াতে ইসলামী।
আজ শনিবার সন্ধ্যায় নিহত কর্মীর বাড়িতে গিয়ে তাঁর পরিবারকে এই আশ্বাস দেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। এ সময় জামায়াতের আমির নিহত কর্মীর বড় ছেলে আবু বকর ছিদ্দিক (১৫) ও মেজ ছেলে আলী আহসানের (১৩) হাতে প্রাথমিক অনুদানের একটি খাম তুলে দেন।
এ সময় নিহত কর্মীর তিন বছরের শিশুসন্তানকে কোলে নিয়ে শফিকুর রহমান ঘোষণা করেন, ‘এখন থেকে এই শিশুসন্তান প্রাপ্তবয়স্ক হয়ে কর্মক্ষম না হওয়া পর্যন্ত পরিবারটির সকল সদস্যের পুরো দায়িত্ব নিল জামায়াতে ইসলামী, ইনশা আল্লাহ।’ নিহতের স্ত্রীর উদ্দেশে তিনি বলেন, ‘আপনি মন খারাপ করবেন না। এই পৃথিবী থেকে আমরাও একদিন চলে যাব। তিনি ভালো কাজের ওপরে থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ তাঁকে শহীদ হিসেবে কবুল করুক।’
পরে গ্রামবাসীর উদ্দেশে জামায়াতের আমির বলেন, ‘আজকে অল্প কিছু টাকা হাতে তুলে দিয়েছি। প্রতি মাসের ১ তারিখে আমাদের সামর্থ্য অনুযায়ী তাদের হাতে তুলে দেব, ইনশা আল্লাহ। তবে এইটা ঠিক আমরা তাদের বাবাকে ফিরিয়ে দিতে পারব না। নিশ্চয়ই তাদের নিয়ে বাবার অনেক স্বপ্ন ছিল। আল্লাহ প্রিয় ভাইটির স্বপ্নগুলো পূরণ করে দিক।’
এর আগে আজ বিকেলে শফিকুর রহমান নিহত জামায়াত কর্মী জসিম উদ্দীনের কবর জিয়ারত করেন। এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম মাসুম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মুবারক হোসাইন, কুমিল্লা মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদ, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ইয়াছিন আরাফাত, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির মুহাম্মদ শাহজাহান, সেক্রেটারি সরওয়ার উদ্দিন ছিদ্দিকী প্রমুখ।
আরও পড়ুনকুমিল্লায় জামায়াত আমিরের গাড়িবহর যানজটে, নিয়ন্ত্রণ করতে গিয়ে বাসচাপায় কর্মীর মৃত্যু২২ ঘণ্টা আগে.উৎস: Prothomalo
কীওয়ার্ড: জ ম য় ত র আম র আল ল হ পর ব র ইসল ম
এছাড়াও পড়ুন:
বিশ্বকাপ বাছাইয়ে এতো বড় হার আগে দেখেনি ব্রাজিল
ম্যাচের আগে গালকাটা কথা বলেছিলেন ব্রাজিলের বার্সেলোনা তারকা রাফিনিয়া, ‘আমরা তাদের মাঠে হারাব, মাঠের বাইরেও হারাব।’ সঙ্গে তির্যক ভাষায় গালিও দিয়েছিলেন।
অথচ ম্যাচে আর্জেন্টিনার মনুমেন্টাল স্টেডিয়ামে পাত্তাই পায়নি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। পুরো ম্যাচ নিয়ন্ত্রণ করে আলবিসেলেস্তেরা ৪-১ গোলের জয় তুলে নিয়েছে। দক্ষিণ আমেরিকা অঞ্চলের প্রথম দল হিসেবে ২০২৬ বিশ্বকাপে পা রেখেছে।
অন্য দিকে ব্রাজিলের সঙ্গী হয়েছে লজ্জা। বিশ্বকাপ বাছাইপর্বের ইতিহাসে প্রথমবার ব্রাজিল ৪-১ গোলের বড় ব্যবধানে হারের স্বাদ পেয়েছে। এর আগে বিশ্বকাপ বাছাইয়ে এতো বড় হার আগে দেখেনি সেলেসাওরা।
ম্যাচে আর্জেন্টিনার হয়ে ৪ মিনিটে গোল করেন হুলিয়ান আলভারেজ। ১২ মিনিটে ব্যবধান ২-০ করেন এনজো ফার্নান্দেজ। এরপর ম্যাচে গোলপোস্টে একমাত্র শট নিয়ে ২৬ মিনিটে এক গোল শোধ করে ব্রাজিল। ৩৭ মিনিটে ম্যাক অ্যালিস্টার আর্জেন্টিনার পক্ষে তৃতীয় গোল করেন। জুলিয়ানো সিমিওনে ৭১ মিনিটে ব্রাজিলের বিপক্ষে ঐতিহাসিক জয় নিশ্চিত করেন।