ই-লার্নিং প্লাটফর্ম ‘স্টেপ টু উইন’ এর চার বছর পূর্তি উপলক্ষে ‘কিডস কার্নিভাল’ অুনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাজধানীর শ্যামলীতে একটি রেস্তোরায় আয়োজিত এ অনুষ্ঠানে লার্নিং সেন্টারের শিশু শিক্ষার্থী, তাদের অভিভাবকসহ, বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

স্টেপস টু উইন ই- লার্নিং সেন্টারের প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নুসরাত ইউসুফের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়।

নুসরাত ইউসুফ জানান, এই ই-লার্নিং প্লেটফর্মে ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন প্রান্ত এবং বিশ্বের আরও ২২ দেশের ৩ থেকে ১২ বছরের প্রায় ৫ হাজার শিশু অনলাইনে অংশগ্রহণ করছে ৯টি ভিন্ন কোর্সে।

তিনি বলেন, সৃজনশীল কার্যক্রমের মাধ্যমে শিশুদের বেসিক ফাউন্ডেশন মজবুত ও সৃজনশীলতা বৃদ্ধি, পড়াশোনার বিষয়টি সহজ ও আনন্দদায়ক পদ্ধতিতে উপস্থাপন করার লক্ষ্যে স্টেপস টু উইন কাজ করে যাচ্ছে। সংবাদ বিজ্ঞপ্তি

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

মহাকাশ থেকে পৃথিবীতে ফেরার পর বাগ্‌দত্তাকে জড়িয়ে ধরেন বেজোস

প্রথমবারের মতো শুধু নারীদের নিয়ে মহাকাশ ঘুরে এসেছে একটি মহাকাশযান। এই যাত্রায় ছয়জন নারী মহাকাশ ভ্রমণ করেছেন। তাঁদের মধ্যে অ্যামাজনের প্রতিষ্ঠাতা ও মার্কিন ধনকুবের জেফ বেজোসের বাগ্‌দত্তা লরেন সানচেজও ছিলেন। বেজোসের মালিকানাধীন প্রতিষ্ঠান ব্লু অরিজিনের তৈরি নিউ শেপার্ড মহাকাশযানে করে মহাকাশের নিম্ন কক্ষপথে ভ্রমণ করেন তাঁরা।

বাংলাদেশ সময় গতকাল সোমবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে যুক্তরাষ্ট্রের পশ্চিম টেক্সাসের ব্লু অরিজিনের উড্ডয়নক্ষেত্র থেকে মহাকাশযানটি উৎক্ষেপণ করা হয়। ১১ মিনিট পর মহাকাশ ভ্রমণ করে তাঁরা পৃথিবীতে ফিরে আসেন। ক্যাপসুল থেকে বের হওয়ার পর লরেন সানচেজকে জড়িয়ে ধরতে দেখা গেছে জেফ বেজোসকে।

ওই যাত্রায় লরেন সানচেজ ছাড়াও মহাকাশযানে ছিলেন মার্কিন পপতারকা কেটি পেরি, মার্কিন সংবাদমাধ্যম সিবিএসের সাংবাদিক গেইল কিং, যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার মহাকাশ প্রকৌশলী আইশা বোয়ে, নাগরিক অধিকারকর্মী আমান্ডা নুয়েন ও চলচ্চিত্র প্রযোজক কেরিয়ান্ন ফ্লিন।

মহাকাশ ভ্রমণ শেষে পৃথিবীতে আসার অভিজ্ঞতা বর্ণনা করেন অভি গেইল কিং। তিনি বলেন, ফেরার পর পেটি কেরি গেয়ে ওঠেন লুই আর্মস্ট্রংয়ের গান ‘কী বিস্ময়কর পৃথিবী’।

পৃথিবীতে ফেরার পর কেটি পেরির হাতে একটি ডেইজি ফুল দেখা যায়। তাঁর মেয়ে ডেইজিকে স্মরণ করে মহাকাশ থেকে ফুলটি এনেছেন তিনি।

১৯৬৩ সালে রাশিয়ার নারী নভোচারী ভ্যালেন্তিনা তেরেসকোভার একক মহাকাশযাত্রার পর এবারই প্রথম শুধু নারীদের নিয়ে মহাকাশে যায় কোনো মহাকাশযান। এরপর সফল অভিযান শেষে পৃথিবীতে ফিরে আসেন তাঁরা।

মানুষ নিয়ে মহাকাশের নিম্ন কক্ষপথে এ নিয়ে ১১ বারের মতো মহাকাশযান পাঠাল ব্লু অরিজিন। মহাকাশে বাণিজ্যিকভাবে ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে কয়েক বছর ধরেই কাজ করছে ব্লু অরিজিন। এ ধরনের ভ্রমণে কত খরচ হয়, এটা নিয়ে প্রকাশ্যে এখনো কোনো তথ্য জানায়নি প্রতিষ্ঠানটি। তবে তাদের ওয়েবসাইটে বলা হয়েছে, এই প্রক্রিয়া শুরুর জন্য উপযুক্ত যাত্রীদের দেড় লাখ ডলার জমা দিতে হবে, যা ফেরতযোগ্য।

আরও পড়ুনমহাকাশ ঘুরে এলেন তারকা কেটি পেরিসহ ছয় নারী১৪ এপ্রিল ২০২৫

২০২১ সালে ব্লু অরিজিন নিউ শেপার্ড মহাকাশযানের একটি আসনের জন্য সর্বোচ্চ ২ কোটি ৮০ লাখ ডলার দর হাঁকায়। ওই বছরই ‘স্টার ট্রেক’ অভিনেতা উইলিয়াম স্যাটনার ব্লু অরিজিনের মহাকাশযানে চড়ে বিনা মূল্যে মহাকাশ ভ্রমণ করেন।

এর তিন বছর আগে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছিল, মহাকাশ ভ্রমণের জন্য এই প্রতিষ্ঠান যাত্রীদের কাছ থেকে অন্তত ২ লাখ ডলার নেওয়ার পরিকল্পনা করছে।

সম্পর্কিত নিবন্ধ