স্টেপ টু উইনের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
Published: 22nd, February 2025 GMT
ই-লার্নিং প্লাটফর্ম ‘স্টেপ টু উইন’ এর চার বছর পূর্তি উপলক্ষে ‘কিডস কার্নিভাল’ অুনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাজধানীর শ্যামলীতে একটি রেস্তোরায় আয়োজিত এ অনুষ্ঠানে লার্নিং সেন্টারের শিশু শিক্ষার্থী, তাদের অভিভাবকসহ, বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।
স্টেপস টু উইন ই- লার্নিং সেন্টারের প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নুসরাত ইউসুফের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়।
নুসরাত ইউসুফ জানান, এই ই-লার্নিং প্লেটফর্মে ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন প্রান্ত এবং বিশ্বের আরও ২২ দেশের ৩ থেকে ১২ বছরের প্রায় ৫ হাজার শিশু অনলাইনে অংশগ্রহণ করছে ৯টি ভিন্ন কোর্সে।
তিনি বলেন, সৃজনশীল কার্যক্রমের মাধ্যমে শিশুদের বেসিক ফাউন্ডেশন মজবুত ও সৃজনশীলতা বৃদ্ধি, পড়াশোনার বিষয়টি সহজ ও আনন্দদায়ক পদ্ধতিতে উপস্থাপন করার লক্ষ্যে স্টেপস টু উইন কাজ করে যাচ্ছে। সংবাদ বিজ্ঞপ্তি
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
গ্যাস-তেলের মূল্যবৃদ্ধি জনজীবনের সংকট বাড়াবে: সিপিবি
গ্রাহক পর্যায়ে সয়াবিন তেলের মূল্য লিটারপ্রতি ১৪ টাকা এবং নতুন শিল্পে গ্যাসের দাম ইউনিটপ্রতি ৩৩ শতাংশ বৃদ্ধির সরকারের সিদ্ধান্তকে অযৌক্তিক ও গণবিরোধী আখ্যায়িত করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। দলটি অবিলম্বে এ সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছে।
সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স আজ মঙ্গলবার দেওয়া এক বিবৃতিতে এ দাবি জানান।
বিবৃতিতে সিপিবি নেতারা বলেন, গ্যাস-তেলের মূল্যবৃদ্ধি একদিকে জনজীবনের সংকট বাড়াবে, অপর দিকে ব্যবসায়ী সিন্ডিকেট প্রশ্রয় পাবে। গ্যাসের মূল্যবৃদ্ধি শিল্পে বিশেষ করে ক্ষুদ্র শিল্পে নতুন সংকট তৈরি করবে, উৎপাদন খরচ বৃদ্ধি জনগণের ঘাড়েই চাপানো হবে। এ ছাড়া ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি সাধারণ জনগণের খরচ বাড়াবে এবং সিন্ডিকেট ব্যবসায়ীদের ‘পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করে মূল্যবৃদ্ধির প্রবণতা’–কে প্রশ্রয় দেওয়া হবে।
বিবৃতিতে সিপিবির দুই নেতা আরও বলেন, অন্তর্বর্তী সরকার অতীতের সরকারের ধারাবাহিকতায় মুক্তবাজার অর্থনীতির ধারা অব্যাহত রেখে চলেছে, যা সাধারণ মানুষের স্বার্থবিরোধী। বিবৃতিতে গ্যাস, তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করে জনজীবনের শান্তি নিশ্চিত করার দাবি জানানো হয়।