সালাহউদ্দিন লাভলুকে হারিয়ে সভাপতি শহীদুজ্জামান সেলিম
Published: 22nd, February 2025 GMT
ছোট পর্দার পরিচালকদের সংগঠন ডিরেক্টরস গিল্ডের নির্বাচনে সভাপতি পদে সালাহউদ্দিন লাভলুকে হারিয়ে বিজয়ী হয়েছেন শহীদুজ্জামান সেলিম। বিজয়ী প্রার্থী শহীদুজ্জামান সেলিম পেয়েছেন ২৭১ ভোট। আগামী দুই বছরের জন্য পরিচালকদের এই গুরুত্বপূর্ণ সংগঠনের দায়িত্ব পালন করতে যাচ্ছেন এই অভিনেতা ও পরিচালক।
ফলাফল ঘোষণার পরে শহীদুজ্জামান সেলিম রাত নয়টায় দিকে প্রথম আলোকে বলেন, ‘আমি অত্যন্ত খুশি হয়েছি। ভোটাররা সর্বক্ষেত্রে যোগ্য প্রার্থীকেই নির্বাচন করিয়েছেন। ডিরেক্টরস গিল্ডের ইতিহাসে যত নির্বাচন হয়েছে, তার মধ্যে সবচেয়ে সৌহার্দ্যপূর্ণ একটি নির্বাচন হলো এবার। ২১ জন জয় পেয়েছে। কিন্তু বাকি যাঁরা প্রতিদ্বন্দ্বিতা করেছেন, তাঁদের সঙ্গে নিয়েই আমরা ডিরেক্টরস গিল্ডের পরবর্তী কার্যক্রম চালিয়ে যাব।’
সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন ফরিদুল হাসান। ছবি: ফেসবুক.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ঈদের ছুটিতে ফাঁকা বাসায় প্রকাশ্যে ডাকাতির চেষ্টা, গুলি ছুঁড়ে পলায়ন
চট্টগ্রাম নগরের পতেঙ্গা থানা এলাকার একটি ভবনে ঈদের ছুটিতে ফাঁকা হওয়া বাসায় দিনে প্রকাশ্যে ডাকাতির চেষ্টার অভিযোগ উঠেছে।
বুধবার (২৬ মার্চ) দুপুরে পতেঙ্গা উত্তর মুসলিমাবাদ সৈকত আবাসিক এলাকায় এই ডাকাতির চেষ্টা চলে। এ সময় স্থানীয়রা প্রতিরোধে এগিয়ে এলে দুই যুবক গুলি ছুঁড়তে ছুঁড়তে পালিয়ে যায়। এই ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি।
এই অস্ত্রধারীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম।
পুলিশ ও স্থানীয়রা জানান, পতেঙ্গা উত্তর মুসলিমাবাদ সৈকতে জসিমের বিল্ডিং নামের একটি আবাসিক ভবনের একজন ভাড়াটিয়া ঈদের ছুটিতে বাড়িতে চলে যায়। দুপুরে দুই যুবক অস্ত্র হাতে উক্ত তালাবদ্ধ বাসায় তালা ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করে। এই সময় স্থানীয়রা টের পেয়ে ডাকাতদের প্রতিরোধে এগিয়ে আসে। এ অবস্থায় অস্ত্র হাতে দুই যুবক প্রকাশ্যে গুলি ছুঁড়তে ছুঁড়তে পালিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং স্থানীয়দের ভাষ্য শোনে।
পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, “আমরা এই অস্ত্রধারীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছি। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন আছে।”
ঢাকা/রেজাউল/টিপু