মুনীর চৌধুরী নাট্যোৎসবে ফরিদপুর শিল্পকলা একাডেমির ‘দ্য ডার্ক ক্রিস্টাল’
Published: 22nd, February 2025 GMT
মুনীর চৌধুরী প্রথম জাতীয় নাট্যোৎসবে মঞ্চস্থ হয়েছে ফরিদপুর জেলা শিল্পকলা একাডেমির নাটক ‘দ্য ডার্ক ক্রিস্টাল’। শনিবার রাতে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে এই নাটকের সফল মঞ্চায়ন হয়। নাটকটির রচনা ও নির্দেশনায় ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের সহকারী অধ্যাপক ইরা আহমেদ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ফরিদপুর জেলা কালচারাল অফিসার মোহাম্মদ সাইফুল হাসান মিলন।
দেশব্যাপী প্রযোজনা কেন্দ্রিক নাট্যকর্মশালা হতে আটটি বিভাগের নির্বাচিত ১৬টি নাটক নিয়ে এই নাট্যোৎসব ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। এই নাট্য প্রদর্শনী সকলের জন্য উন্মুক্ত থাকবে।
নাটক মঞ্চায়ন অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক আবুল কালাম আজাদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত আশরাফুল ফাহিম, বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ বিভাগের পরিচালক এ.
এর আগে, গত শুক্রবার সন্ধ্যায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে আট দিনব্যাপী এই নাট্যোৎসবের উদ্বোধন করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত নাঈমা সুলতানার মা আইনুন নাহার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শিল্পকলা একাডেমির সচিব মোহাম্মদ ওয়ারেছ হোসেন।
শিল্পকলা একাডেমি প্রশিক্ষণ বিভাগের পরিচালক এ এফ এম নুরুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন শহীদ মুনীর চৌধুরীর ছোট ছেলে আসিফ মুনীর, শিল্পকলা একাডেমি প্রশিক্ষণ বিভাগের কোর্স কো-অর্ডিনেটর বেগম কামরুন নাহার প্রমুখ। বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ বিভাগ এর আয়োজন করে।
উৎস: Samakal
কীওয়ার্ড: জ ত য় ন ট য ৎসব ম ন র চ ধ র ন ট য ৎসব ন ট য ৎসব এক ড ম র শ ল পকল এই ন ট
এছাড়াও পড়ুন:
যুবদল নেতা শামীম হত্যা: সাবেক এমপি আফজাল কারাগারে
যুবদল নেতা শামীম হত্যা মামলায় কিশোরগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য আফজাল হোসেনকে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্যাহর আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এদিন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের মতিঝিল জোনাল টিমের সাব-ইন্সপেক্টর ফেরদৌস আলম তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানিকালে আফজাল হোসেনকে কারাগারে পাঠানো হয়।
এ সময় আফজাল হোসেনের আইনজীবী মো. রিপন আদালতকে অবহিত করেন, তিনি একজন সাবেক সংসদ সদস্য। হত্যা মামলায় তার ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। জানতে পেরেছি, মুল নথি নেই। এ অবস্থায় রিমান্ড শুনানি হবে কি না, সিদ্ধান্ত চাচ্ছি।
আদালত বলেন, যেহেতু মুল নথি নাই। রিমান্ড শুনানি হবে না। মুল নথি পাওয়ার পর রিমান্ড শুনানি হবে। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে, রবিবার মধ্য রাতে মেহেরপুর পৌর শহরের সরকারি কলেজ মোড়ের তাহের ক্লিনিক পাড়ার মামুন হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে আফজাল হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ।
২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী, ঢাকায় মহাসমাবেশ ডাকা হয়। মহাসমাবেশকে পণ্ড করার জন্য একই দিনে আওয়ামী লীগ পাল্টা সমাবেশ ডাকে। বিএনপি নেতাকর্মীদের হত্যা ও গুম করার উদ্দেশ্যে পুলিশের সহায়তায় মহাসমাবেশে হামলা চালানো হয়। হামলায় যুবদল নেতা শামীম নিহত হন। এ ঘটনায় ২০২৪ সালের ২৪ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় একটি মামলা করা হয়।
ঢাকা/মামুন/এনএইচ