মুনীর চৌধুরী প্রথম জাতীয় নাট্যোৎসবে মঞ্চস্থ হয়েছে ফরিদপুর জেলা শিল্পকলা একাডেমির নাটক ‘দ্য ডার্ক ক্রিস্টাল’। শনিবার রাতে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে এই নাটকের সফল মঞ্চায়ন হয়। নাটকটির রচনা ও নির্দেশনায় ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের সহকারী অধ্যাপক ইরা আহমেদ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ফরিদপুর জেলা কালচারাল অফিসার মোহাম্মদ সাইফুল হাসান মিলন।

দেশব্যাপী প্রযোজনা কেন্দ্রিক নাট্যকর্মশালা হতে আটটি বিভাগের নির্বাচিত ১৬টি নাটক নিয়ে এই নাট্যোৎসব ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। এই নাট্য প্রদর্শনী সকলের জন্য উন্মুক্ত থাকবে।

নাটক মঞ্চায়ন অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক আবুল কালাম আজাদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত আশরাফুল ফাহিম, বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ বিভাগের পরিচালক এ.

এফ. এম. নুরুর রহমান প্রমুখ।

এর আগে, গত শুক্রবার সন্ধ্যায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে আট দিনব্যাপী এই নাট্যোৎসবের উদ্বোধন করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত নাঈমা সুলতানার মা আইনুন নাহার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শিল্পকলা একাডেমির সচিব মোহাম্মদ ওয়ারেছ হোসেন।

শিল্পকলা একাডেমি প্রশিক্ষণ বিভাগের পরিচালক এ এফ এম নুরুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন শহীদ মুনীর চৌধুরীর ছোট ছেলে আসিফ মুনীর, শিল্পকলা একাডেমি প্রশিক্ষণ বিভাগের কোর্স কো-অর্ডিনেটর বেগম কামরুন নাহার প্রমুখ। বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ বিভাগ এর আয়োজন করে।

উৎস: Samakal

কীওয়ার্ড: জ ত য় ন ট য ৎসব ম ন র চ ধ র ন ট য ৎসব ন ট য ৎসব এক ড ম র শ ল পকল এই ন ট

এছাড়াও পড়ুন:

রিশাদ আসলে কতটা ভালো, কতটা খারাপ

টি-টোয়েন্টি ক্রিকেটে সময়টা রিশাদ হোসেনের। যেখানেই হাত দিচ্ছেন, সেখানেই ফলছে সোনা। টি-টোয়েন্টিতে তাঁকে জাতীয় দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রিকেটার বললেও হয়তো ভুল হবে না।

ফরচুন বরিশালকে বিপিএলে শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছেন। লাহোর কালান্দার্সের হয়ে খেলা এই অলরাউন্ডার এখন পিএসএলের সর্বোচ্চ উইকেটশিকারিও। গত এক-দেড় বছর রিশাদের এই উত্থানের সময়ে তিনি আসলে কতটা ভালো করেছেন? পরিসংখ্যান কী বলছে?

বাংলাদেশের ক্রিকেটাররা ভালো না খারাপ, সেটা বিচারের দুটো মানদণ্ড আছে—বিশ্বমান ও দেশি মান। রিশাদকে তাই নতুন করে বিচারের প্রশ্ন এই কারণেই উঠছে। এই লেগ স্পিনার আসলে কোন মানের?

২০২৪ সালের শুরু থেকে এখন পর্যন্ত টি-টোয়েন্টি ক্রিকেটে ১৮ জন স্পিনার ৫০ বা এর চেয়ে বেশি উইকেট নিয়েছেন। রিশাদ তাঁদের মধ্যে একজন। তাঁর উইকেট ৬০টি। সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা, ৯৬টি। শুধু স্পিনার নয়, এ সময় পেসারদের উইকেটসংখ্যা বিবেচনায়ও হাসারাঙ্গার উইকেট সবচেয়ে বেশি।

৬০২০২৪ সালের শুরু থেকে এখন পর্যন্ত রিশাদের টি–টোয়েন্টি উইকেটের সংখ্যা

৬০ উইকেট নেওয়ার পথে রিশাদ ওভারপ্রতি খরচ করেছেন ৭.৯২ করে। কমপক্ষে ৫০ উইকেট নেওয়া স্পিনারদের মধ্যে রিশাদের চেয়ে বেশি ইকোনমি রেটে রান দিয়েছেন শুধু দক্ষিণ আফ্রিকার তাব্রেইজ শামসি ও ভারতের রবি বিষ্ণয়। হাসারাঙ্গা থেকে শুরু করে নূর আহমদ, রশিদ খানরা সবাই রিশাদের চেয়ে ওভারপ্রতি কম রান খরচ করেছেন।

আরও পড়ুনঅবসরের সময় হয়ে গেছে—আইপিএলে ‘সুপার ফ্লপ’ রোহিতকে নিয়ে শেবাগ৪ ঘণ্টা আগে

রিশাদ অবশ্য একটি জায়গায় অনেকের চেয়ে এগিয়ে। সেটি ব্যাটিংয়ে। এই ১৮ জন স্পিনারের মধ্যে ৬ জন রিশাদের চেয়ে বেশি রান করেছেন (২৩২ রান)। মাত্র ৪ জন বেশি ছক্কা মেরেছেন, আর শুধু দুজন—রশিদ খান ও সুনীল নারিন—তাঁর চেয়ে দ্রুতগতিতে রান তুলেছেন। রিশাদ এ সময়ে রান করেছেন প্রায় ১৫০ স্ট্রাইক রেটে।

শ্রীলঙ্কার বিপক্ষে ইনিংসে ৭টি ছক্কা মারেন রিশাদ হোসেন

সম্পর্কিত নিবন্ধ