‘পাকিস্তান যদি ভারতকে হারায়, সেটা হবে অঘটন’
Published: 22nd, February 2025 GMT
দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের ক্রিকেট লড়াইয়ের আরেকটি অধ্যায় রচিত হবে আগামীকাল। দুবাইয়ে হতে যাওয়া এ লড়াইয়ের আগে ভারতকেই ফেবারিট মানছেন বেশির ভাগ ক্রিকেটপ্রেমী। ব্যাটিং–বোলিং, দুই বিভাগেই দারুণ ছন্দে আছে ভারত। অন্যদিকে নিউজিল্যান্ডের কাছে হেরে এবারের চ্যাম্পিয়নস ট্রফি শুরু করা পাকিস্তানের ব্যাটিং হতাশ করছে দলটির সমর্থকদের। শাহিন আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফদের নিয়ে গড়া বোলিং বিভাগও দারুণ কিছু করতে পারছে না বেশ কিছুদিন ধরেই।
সব মিলিয়ে ভারত–পাকিস্তান আরেক লড়াইয়ের আগে পাকিস্তানই বেশি চাপে আছে বলে মনে করছেন ক্রিকেট-পণ্ডিতদের অনেকেই। পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলী তো বলেই দিয়েছেন, ভারতের বিপক্ষে তাঁর দেশ জিতে গেলে, সেটি হবে অঘটন।
নিউজের ইউটিউব চ্যানেলে আগামীকালের ভারত–পাকিস্তান ম্যাচ নিয়ে কথা বলতে গিয়ে বাসিত আলী এমন মন্তব্য করেছেন। তাঁর কথা, ‘আমি যখন মানুষের সঙ্গে কথা বলি, ৮০ শতাংশ মানুষই বলছে ভারত সহজ জয় পাবে। এমনকি আমারও এটাই মনে হয়। পাকিস্তান যদি ভারতকে হারিয়ে দেয়, সেটা হবে অঘটন।’
২৯ বছর পর আইসিসির কোনো টুর্নামেন্ট পাকিস্তানে ফিরেছে। কিন্তু সেই ফেরাটা স্মরণীয় করে রাখতে পারেননি বাবর আজম–মোহাম্মদ রিজওয়ানরা। করাচিতে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৬০ রানে হেরেছে পাকিস্তান। ভারতের বিপক্ষে ম্যাচটি এখন দলটির জন্য বাঁচামরার লড়াই।
আরও পড়ুনবাংলাদেশ–ভারত ম্যাচের লোগোতে নেই পাকিস্তানের নাম, আইসিসি বলল ‘কারিগরি ত্রুটি’২২ ঘণ্টা আগেপ্রথম ম্যাচে হেরে চাপে পড়ে যাওয়া পাকিস্তান গুরুত্বপূর্ণ ম্যাচটি আবার খেলবে দুবাইয়ে। যেখানে পাকিস্তানের চেয়ে ভারতের সমর্থকই গ্যালারিতে বেশি থাকবে বলে ধারণা করা হচ্ছে। এমন অবস্থায় পাকিস্তান শেষ পর্যন্ত কী করতে পারে, সেটাই এখন দেখার বিষয়।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
পুনম পান্ডে এবার ঘটালো অন্যরকম অঘটন
বলিউড অভিনেত্রী পুনম পান্ডে। তিনি যতটা না অভিনেত্রী তার চেয়েও বেশি ‘ভাইরাল গার্ল’। বিতর্ক তার পিছু ছাড়ে না। আবার নিজেও মাঝে মধ্যেই বিতর্ক উসকে দেন। এরপরে সংবাদ শিরোনামে উঠে আসে পুনম পান্ডের নাম। তবে এবার ঘটল অন্য রকম অঘটন। নায়িকার অভিযোগ তিনি নাকি যৌন হয়রানির শিকার হয়েছেন।
ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবর, এক ভক্ত সেলফি তুলতে এসে যৌন হয়রানি করেছেন পুনম পান্ডেকে। ওই ঘটনার আংশিক দৃশ্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, একটা লাল রঙের গাউন পরে ফুটপাতে দাঁড়িয়ে আছেন এই বলিউড তারকা। তিনি যখন পাপারাজ্জিদের জন্য পোজ দিচ্ছিলেন তখন পেছন দিয়ে এক ব্যক্তি সেলফি তোলার আবদার করেন। এরপর পুনমকে জাপটে ধরেন তিনি। একটা পর্যায়ে তাকে চুমু খাওয়ারও চেষ্টা করেন। আকস্মিক ঘটনায় চমকে ওঠেন পুনম। নিজেকে দ্রুত সরিয়ে নেন।
তবে নেটিজেনরা এই ভিডিওর সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করছেন। অনেকের ধারণা পুনম আলোচনায় থাকার জন্য সাজানো ঘটনার ভিডিও প্রকাশ করেছে।
উল্লেখ্য, ২০১৩ সালে ‘নাশা’ সিনেমা দিয়ে বলিউডে পুনমের অভিষেক হয়। এরপর ২০১১ সালে ভারত বিশ্বকাপ ক্রিকেটের শিরোপা জিতলে নগ্ন হওয়ার ঘোষণা দিয়ে ব্যাপক আলোচনার জন্ম দেন এই তারকা।
আরো পড়ুন:
উর্বশীর ৩ মিনিটের মূল্য ৪ কোটি টাকা
সেই প্রেমিককে বিয়ে করলেন নার্গিস ফাখরি?
ঢাকা/লিপি