থানা হেফাজত থেকে আ.লীগ নেতা উধাও, ২ থানার ভিন্ন বক্তব্য
Published: 22nd, February 2025 GMT
ঠাকুরগাঁওয়ে পুলিশের কাছে আটক হয়ে থানায় নিয়ে যাওয়ার পর থেকে আর খোঁজ মিলছে না আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলীর। এতে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।
জানাগেছে, গত বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলীকে আটক করে ভূল্লী থানার পুলিশ।
ভূল্লী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সরকার দাবি করছেন, আটকের পর সেই ব্যক্তিকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে। অথচ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুর রহমান বলছেন, তারা এমন কোনো আসামি গ্রহণ করেননি।
পরস্পরবিরোধী বক্তব্যে জনমনে প্রশ্ন উঠেছে- তাহলে আসামি গেল কোথায়? এ ঘটনায় পুলিশের স্বচ্ছতা ও দায়িত্ব পালন নিয়ে জনমনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শহিদুর রহমান বরেছেন, “ভূল্লী থানা আমাদের কাছে কোনো আসামি হস্তান্তর করেনি। আমরা এমন কাউকে আটকও করিনি।”
এ বিষয়ে জানতে চাইলে ঠাকুরগাঁও পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম বলেন, “বিষয়টি আমি অবগত রয়েছি। ঘটনাটাটি সার্বিকভাবে খতিয়ে দেখে অফিসিয়ালি ব্যবস্থা নেয়া হবে।”
ঢাকা/হিমেল/এস
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
থানা হেফাজত থেকে আ.লীগ নেতা উধাও, ২ থানার ভিন্ন বক্তব্য
ঠাকুরগাঁওয়ে পুলিশের কাছে আটক হয়ে থানায় নিয়ে যাওয়ার পর থেকে আর খোঁজ মিলছে না আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলীর। এতে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।
জানাগেছে, গত বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলীকে আটক করে ভূল্লী থানার পুলিশ।
ভূল্লী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সরকার দাবি করছেন, আটকের পর সেই ব্যক্তিকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে। অথচ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুর রহমান বলছেন, তারা এমন কোনো আসামি গ্রহণ করেননি।
পরস্পরবিরোধী বক্তব্যে জনমনে প্রশ্ন উঠেছে- তাহলে আসামি গেল কোথায়? এ ঘটনায় পুলিশের স্বচ্ছতা ও দায়িত্ব পালন নিয়ে জনমনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শহিদুর রহমান বরেছেন, “ভূল্লী থানা আমাদের কাছে কোনো আসামি হস্তান্তর করেনি। আমরা এমন কাউকে আটকও করিনি।”
এ বিষয়ে জানতে চাইলে ঠাকুরগাঁও পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম বলেন, “বিষয়টি আমি অবগত রয়েছি। ঘটনাটাটি সার্বিকভাবে খতিয়ে দেখে অফিসিয়ালি ব্যবস্থা নেয়া হবে।”
ঢাকা/হিমেল/এস