ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় তিনজনকে গুলি করে হত্যার পর আবারও সামনে এসেছে চরমপন্থি সংগঠনের তৎপরতা। শুক্রবার রাতে উপজেলার ত্রিবেণী ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের শ্মশান ঘাটে তাদের গুলি করে ও কুপিয়ে হত্যা করা হয়। পরে রাতেই স্থানীয় সাংবাদিকদের হোয়াটসআপ গ্রুপে বার্তা পাঠিয়ে কুষ্টিয়া এলাকার চরমপন্থি সংগঠন জাসদ গণবাহিনীর নেতা কালু দায় স্বীকার করেন। একই সঙ্গে তিনি নিহত হানিফের অন্য অনুসারীরা সংশোধন না হলে তাদের পরিণতিও একই হবে বলে হুঁশিয়ারি দেন।

২০১৫ সালে একই শ্মশান ঘাটে গণবাহিনীর পাঁচ কর্মীকে গুলি করে ও গলা কেটে হত্যা করে প্রতিপক্ষ। ধারণা করা হচ্ছে, এরই প্রতিশোধ নিতে শুক্রবার রাতে ঝিনাইদহের হরিণাকুণ্ডুর আহাদনগর গ্রামের রাহাজ উদ্দিনের ছেলে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি জনযুদ্ধের (লাল পতাকা) সামরিক কমান্ডার হানিফ আলী (৫৬), তার শ্যালক একই উপজেলার শ্রীরামপুর গ্রামের উন্মাদ আলীর ছেলে লিটন হোসেন (৩৮) ও কুষ্টিয়া ইবি থানার পিয়ারপুর গ্রামের আরজান হোসেনের ছেলে রাইসুল ইসলাম রাজুকে (২৮) হত্যা করা হয়।

রাজুর লাশ ধানক্ষেতে পানির মধ্যে পড়ে ছিল। হানিফ ও লিটনের লাশের পাশ থেকে পুলিশ দুটি পালসার মোটরসাইকেল ও দুটি হেলমেট জব্দ করে। তিনজনেরই মাথা ও বুকে গুলির চিহ্ন রয়েছে। ঘটনাস্থলে শটগানের সাত ও পিস্তলের ছয় রাউন্ড গুলি পাওয়া যায়। শুধু শটগানের চার রাউন্ড গুলি বিস্ফোরিত ছিল।

হানিফ নব্বই দশকে ঝিনাইদহ সদর ও হরিণাকুণ্ডু থানা, চুয়াডাঙ্গা সদর, আলমডাঙ্গাসহ বিভিন্ন এলাকার ত্রাস ছিলেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৪টি হত্যাসহ অসংখ্য মামলা রয়েছে। হরিণাকুণ্ডুর কুলবাড়িয়ার আব্দুর রহমান হত্যা মামলায় আদালত হানিফের মৃত্যুদণ্ড দেন। পরে রাষ্ট্রপতির সাধারণ ক্ষমায় মুক্তি পান। পতিত আওয়ামী লীগের ছত্রছায়ায় আরও বেপরোয়া হয়ে ওঠেন। কেউই তাদের বিরুদ্ধে মুখ খোলার সাহস করেনি।

২০১৪ সালে জেল থেকে বের হন হানিফ। ২০১৭ সালে হরিণাকুণ্ডুর নারানকান্দি বাঁওড়ের মৎস্যজীবী সমিতির সভাপতি জিয়াউল হককে গুলি করে হত্যা করেন তিনি। এর পর থেকে বাঁওড় দখলে রেখে মাছ চাষ করে আসছিলেন। হানিফ নিজে হরিণাকুণ্ডু উপজেলা মৎস্যজীবী লীগের সিনিয়র সহসভাপতি ছিলেন। তার এক ভাই উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি; আরেক ভাই উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি।

স্থানীয় সূত্র জানায়, ছাত্র-জনতার অভ্যুত্থানে গত বছর ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হলে বাঁওড় দখলে আরও কয়েকটি চরমপন্থি সংগঠন তৎপর হয়ে ওঠে। এ নিয়ে হানিফের সঙ্গে তাদের বিরোধ চরমে পৌঁছে। এরই জেরে জাসদ গণবাহিনী তাদের হত্যা করে থাকতে পারে।

নিহতদের স্বজন বলছেন, হত্যাকাণ্ডের আগে তিনজনকেই মোবাইলে কল করে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। তবে কারা কল দিয়েছিল, তা জানাতে পারেননি। পুলিশও এ হত্যাকাণ্ডের কোনো সূত্র পাচ্ছে না।

শনিবার শৈলকুপা থানায় আসা নিহতের স্বজন জানান, হানিফের সঙ্গে সম্প্রতি হরিণাকুণ্ডু উপজেলার রামদিয়া বাঁওড়ের দখল নিয়ে পার্শ্ববর্তী চুয়াডাঙ্গার তিয়োড়বিলের স্থানীয় বিএনপির নেতাকর্মীর বিরোধ তৈরি হয়। প্রায়ই তারা বাঁওড়ের মাছ ধরে নিয়ে যেতেন বলে অভিযাগ রয়েছে।

হানিফের ছোট ভাই সাজেদুল ইসলাম ইশা বলেন, ‘শুক্রবার বিকেলে ভাইয়ের মোবাইলে একটি কল আসে। এর পর কিছু না বলে তিনি বাড়ি থেকে বের হন। পরে রাতে আমরা তার মৃত্যুর খবর পাই। বাঁওড়ের মাছ ধরা নিয়ে স্থানীয়দের সঙ্গে ভাইয়ের বিরোধ চলছিল। এরই জেরে হত্যাকাণ্ড হতে পারে।’

নিহত রাজুর মামা লিটন হোসেন জানান, রাজু শুক্রবার বিকেল ৫টার দিকে বাড়ি থেকে বের হন। এর পর রাতে তারা সংবাদ পান তাকে হত্যা করা হয়েছে। রাজু এলাকায় কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল না বলে দাবি করেন তিনি।

রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা মাসুদ রানা জানান, শুক্রবার রাত ৮টার দিকে তারা পরপর চারটি গুলির শব্দ শুনতে পান। এলাকাবাসী চেষ্টা করেও কিছু উদ্ধার করতে পারেননি। পরে রাত ১০টার দিকে পুলিশ এলে শ্মশান ঘাটে গুলিবিদ্ধ তিনটি লাশ পায়।

শৈলকুপা থানার ওসি মাসুম খান জানান, শুক্রবার রাতেই লাশগুলো উদ্ধার করে শৈলকুপা থানায় আনা হয়। স্বজন তাদের নাম-পরিচয় নিশ্চিত করেন। ময়নাতদন্ত শেষে শনিবার সন্ধ্যায় লাশগুলো স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ঝ ন ইদহ চরমপন থ স গঠন উপজ ল স বজন

এছাড়াও পড়ুন:

আরএফএল গ্রুপে বড় নিয়োগ, পদ ২০০

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আরএফএল গ্রুপ। দেশের অন্যতম এই শিল্পপ্রতিষ্ঠানে অপারেটর/ সুপারভাইজারের শূন্য পদে জনবল নিয়োগ দেওয়া হবে। সুইং মেশিন অপারেটর/সুইং মেশিন লাইন সুপারভাইজার পদে আরএফএল গ্রুপ নেবে ২০০টি।

শিক্ষাগত যোগ্যতা: জেএসসি/জেডিসি/৮ম শ্রেণি পাস।

অন্যান্য যোগ্যতা: ইলেকট্রিক সেলাই মেশিন চালানোর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

কাজের অভিজ্ঞতা: পোশাকশিল্প খাতে সেলাই মেশিনে ন্যূনতম দুই থেকে চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সুপারভাইজার পদের জন্য পোশাকশিল্প খাতে কমপক্ষে ৪ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

চাকরির ধরন: পূর্ণকালীন।

কর্মক্ষেত্র: অফিসে।

বয়সসীমা: উল্লেখ নেই।

কর্মস্থল: রাজশাহী (রাজশাহী সদর)।

বেতন: আলোচনা সাপেক্ষে।

আরও পড়ুনপিএসসির নন-ক্যাডারে সংশোধিত বিজ্ঞপ্তি, পদ কমে ১,৭০৭০৬ মার্চ ২০২৫

অন্য সুবিধা: মাসের ১ তারিখে বেতন প্রদান, ডিউটি চলাকালীন খাবার প্রদান, ওভারটাইম সুবিধা, প্রতিবছর বেতন বৃদ্ধি, মাতৃত্বকালীন ছুটি, বছরে ২টি উৎসব বোনাস, হাজিরা বোনাস।

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনে। আবেদনের বিস্তারিত ও আবেদনের পদ্ধতি জানতে এখানে ক্লিক করুন

আবেদনের শেষ সময়: ২৩ এপ্রিল, ২০২৫

আরও পড়ুনখাদ্য অধিদপ্তরে বিশাল নিয়োগ, ১৩ থেকে ১৯তম গ্রেডে পদ ১৭৯১১১ মার্চ ২০২৫

সম্পর্কিত নিবন্ধ