Prothomalo:
2025-02-22@22:57:21 GMT

আসছে নতুন ধরনের উড়ন্ত গাড়ি

Published: 22nd, February 2025 GMT

প্রথমবারের মতো নতুন ধরনের উড়ন্ত গাড়ির ভিডিও প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের নির্মাতা সংস্থা আলেফ অ্যারোনটিকস। প্রতিষ্ঠানটির একটি বৈদ্যুতিক গাড়ি ক্যালিফোর্নিয়ায় উল্লম্বভাবে উড়ে যাওয়ার মাধ্যমে একটি বড় মাইলফলক অর্জন করেছে। চলন্ত অবস্থা থেকে উড়ন্ত গাড়িতে রূপান্তরিত হতে পারে এই গাড়ি। গাড়ির একটি প্রোটোটাইপ আলেফ মডেল এ প্রদর্শন করা হয়েছে। এ গাড়িটি সড়ক ও বিমান উভয় ভ্রমণের জন্য ডিজাইন করা হয়েছে। তিন লাখ ডলারের এই গাড়ির জন্য ইতিমধ্যে তিন হাজারের বেশি অগ্রিম চাহিদা (প্রি-অর্ডার) দেওয়া হয়েছে।

এমন গাড়ি ব্যাক টু দ্য ফিউচার নামের সাইফাই সিনেমা কিংবা বিভিন্ন বিজ্ঞান কল্পকাহিনিতে দেখা যায়। সেখানে যেমন একটি উড়ন্ত গাড়িকে আকাশে উড়তে দেখা যায়, তেমনি বাস্তবে এমন গাড়ি উড়তে দেখা যাচ্ছে। মার্কিন গাড়ি নির্মাতা আলেফ অ্যারোনটিকস রাস্তায় চলার উপযোগী এই বৈদ্যুতিক গাড়িকে উল্লম্বভাবে উড়ে যাওয়ার জন্য ডিজাইন করেছে। এই প্রোটোটাইপকে বিমান চলাচল ও মোটরগাড়ির ইতিহাসে একটি বড় মাইলফলক বলে অভিহিত করা হচ্ছে।

ক্যালিফোর্নিয়ার একটি রাস্তায় পরীক্ষামূলক ফ্লাইটটি পরিচালনা করা হয়। সেখানে দেখা যায়, একটি কালো প্রোটোটাইপের গাড়ি সাধারণ গাড়ির মতোই রাস্তায় চলতে পারে। চলার পথেই হঠাৎ অন্য একটি গাড়ির ওপর দিয়ে বাতাসে উড়ে যায় এই উড়ন্ত গাড়ি। গেল কয়েক বছরে অনেক উড়ন্ত গাড়ি দেখা যায়, যাদের বেশির ভাগই রানওয়ে ব্যবহার করে আকাশে উড়ে। নতুন গাড়িটি প্রথমবারের মতো রাস্তা থেকে সরাসরি উড়ন্ত অবস্থায় চলে যেতে পারে। আলেফের সিইও জিম দুখোভনি বলেন, উড্ডয়নের সেই মুহূর্তটিকে রাইট ব্রাদার্সের ১৯০৩ সালের কিটি হক ফ্লাইটের সঙ্গে তুলনা করা যায়।

ভিডিওতে দেখা যায়, গাড়ির প্রোটোটাইপটি আলেফের মডেল জিরোর একটি অতি হালকা সংস্করণ, যার বাণিজ্যিক মডেল এ অনুসরণ করবে। দুই আসনের গাড়িটি উড়ন্ত অবস্থায় ১১০ মাইল যেতে পারে। সর্বোচ্চ ড্রাইভিং রেঞ্জ ২০০ মাইল। অটোপাইলটিং ফ্লাইট ক্ষমতা আছে গাড়িটিতে। গাড়ির নকশায় আটটি স্বাধীনভাবে ঘূর্ণায়মান রোটরের কথা জানা যায়। রাস্তায় চলার জন্য চাকার ভেতরে চারটি ছোট ইঞ্জিন রয়েছে। যদিও এর সর্বোচ্চ গতি প্রতি ঘণ্টায় ২৫ মাইল। গ্রাহকেরা মাত্র ১৫০ ডলার জমা দিয়ে তাঁদের জন্য এই উড়ন্ত গাড়ি বুক করতে পারছেন। কোম্পানিটি ২০৩৫ সালের মধ্যে একটি বৃহত্তর মডেল জেড সেডান চালু করার পরিকল্পনা করছে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র জন য র একট

এছাড়াও পড়ুন:

প্রথমবার এমএলএ হয়েই দিল্লির মুখ্যমন্ত্রীর চেয়ারে রেখা গুপ্তা

দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শালিমারবাগের এমএলএ রেখা গুপ্তাকে বেছে নিয়েছে ক্ষমতাসীন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। 

বুধবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নবনির্বাচিত এমএলএদের সামনে পরিষদীয় দলের প্রধান হিসেবে তার নাম ঘোষণা করা হয়।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, বৃহস্পতিবার দুপুর ১২টায় রামলীলা ময়দানে মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাসহ নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন। বণিক সমাজের প্রতিনিধি রেখা একসময় ছাত্র সংগঠন এবিভিপির নেত্রী ছিলেন। দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের সাধারণ সম্পাদক পদের নির্বাচনেও জিতেছিলেন তিনি। বিজেপির সঙ্গে রেখা গুপ্তা প্রায় ৩ দশক ধরে যুক্ত। দলের বিভিন্ন সাংগঠনিক পদ সামলেছেন। তবে এই প্রথমবার এমএলএ হলেন তিনি। আর এমএলএ থেকে সরাসরি হয়ে যাচ্ছেন দিল্লির মুখ্যমন্ত্রী।

আরো পড়ুন:

ভারতকে হারানোর মন্ত্রে মাঠে নামবে বাংলাদেশ

রোহিতের ২০ মিনিটের সংবাদ সম্মেলনে কোথাও নেই ‘বাংলাদেশ’

তিনি হবেন দিল্লির চতুর্থ নারী মুখ্যমন্ত্রী৷ এর আগে বিজেপির সুষমা স্বরাজ, কংগ্রেসের শীলা দীক্ষিত এবং আম আদমি পার্টির অতিশী মারলেনা দিল্লির মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেছেন।

রামলীলা ময়দানে আজকের শপথগ্রহণ অনুষ্ঠানে উপরাজ্যপাল (লেফটেন্যান্ট গভর্নর) ভিকে সাক্সেনার কাছে দিল্লির নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন রেখা গুপ্তা। তার সঙ্গে আজ আরো ৬ মন্ত্রী শপথ নেবেন।

উল্লেখ্য, ২৭ বছর পরে ফের দিল্লির ক্ষমতায় ফিরেছে বিজেপি। রাজ্যের ৭০টি বিধানসভা আসনের মধ্যে বিজেপি জয়ী হয়েছে ৪৮টি আসনে। অন্যদিকে, টানা ১০ বছর ক্ষমতায় থাকার পর হেরে গেছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। তারা পেয়েছে মাত্র ২২টি আসন।

শালিমারবাগ কেন্দ্রে আম আদমি পার্টির প্রার্থী বন্দনা কুমারীকে ২৯ হাজারেও বেশি ভোটে পরাজিত করেছেন বিজেপির রেখা গুপ্তা। প্রথমবার বিধায়ক হওয়া রেখার ওপর আস্থা রেখেছে বিজেপি। রেখা গুপ্তা তার প্রতি আস্থা রাখার জন্য বিজেপি সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও দলীয় নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

রেখা বলেন, “আমি দলীয় নেতৃত্ব ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানাতে চাই। যিনি আমার মতো একজন সাধারণ মানুষের ওপর অগাধ বিশ্বাস দেখিয়েছেন। আমাকে এত বড় দায়িত্ব দিয়েছেন। আমার গল্প প্রতিটি নারীর জন্য অনুপ্রেরণা হতে পারে। একজন সাধারণ মধ্যবিত্ত নারীকেও দলের শীর্ষ নেতৃত্বের কাছে পৌঁছনোর সুযোগ দেওয়া যেতে পারে।”

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত নিবন্ধ

  • প্রথম প্রেম কেন ভোলা যায় না
  • জুলাই বিপ্লবকে সফল করতে ঐক্যবদ্ধ থাকতে হবে: ইবি উপাচার্য
  • আমরা কেবল অংশ নিতে আসিনি, শিরোপা জিততে চাই: শাহিদি
  • দ্রুততম ১১ হাজারে দ্বিতীয় রোহিত
  • ১১ হাজার রানের পথে শচীন-পন্টিংকে ছাড়ালেন রোহিত 
  • দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন রেখা গুপ্ত
  • প্রথমবার এমএলএ হয়েই দিল্লির মুখ্যমন্ত্রীর চেয়ারে রেখা গুপ্তা
  • প্রথমবার বিধায়ক হয়েই বসছেন দিল্লির মুখ্যমন্ত্রীর চেয়ারে, কে এই রেখা গুপ্ত