‘সরকারের উদ্দেশে বলছি, আমার বোনদের নিরাপত্তা দিন’
Published: 22nd, February 2025 GMT
সারা দেশে ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনার প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ধর্ষণবিরোধী বিক্ষোভ হয়েছে। আজ শনিবার দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে বিক্ষোভ হয়। আর শুক্রবার রাতে মশালমিছিল করেন নোবিপ্রবির নারী শিক্ষার্থীরা।
ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে ‘সচেতন ছাত্রসমাজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়’–এর ব্যানারে তিন দিনব্যাপী প্রতিবাদ কর্মসূচি পালন করছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ ছিল তিন দিনের ধারাবাহিক কর্মসূচির প্রথম দিন। কাল রোববার ও আগামী সোমবার একই দাবিতে শহীদ মিনারের সামনে কর্মসূচি পালিত হবে।
ইতিহাস বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী জাহিদ হাসান এই বিক্ষোভ কর্মসূচির সঞ্চালনা করেন। তিনি বলেন, ‘সরকারের উদ্দেশে বলছি, আমার বোনদের নিরাপত্তা দিন। ধর্ষণ আইনের সংস্কার করে সাজা হিসেবে ফাঁসি দিতে হবে।’
কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী অংশ নেন। বিক্ষোভে তাঁরা ‘আমার সোনার বাংলায়, ধর্ষকদের ঠাঁই নাই’, ‘উই ওয়ান্ট জাস্টিস’ ইত্যাদি স্লোগান দেন। এ সময় তাঁদের হাতে ছিল, ‘নো মার্সি টু র্যাপিস্ট’, ‘প্রীতিলতার বাংলায়, ধর্ষকের ঠাঁই নাই’ লেখা প্ল্যাকার্ড।
কর্মসূচিতে রাজনীতি বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী তৌহিদুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘জুলাই বিপ্লবের পরে আমরা আইনের শাসন, ন্যায়বিচার, সাম্যের সমৃদ্ধ একটা বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এটা বাস্তবায়ন করতে পারছে না। তারা অনেক জনপ্রিয় আলাপ করছে, তবে আমাদের যে মৌলিক চাহিদা রয়েছে, সেটি পূরণ করতে পারছে না। নিরাপত্তা দিতে পারছে না।’
ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী নাজনীন সায়মা বলেন, ‘আমি আমার ভাইয়ের নিরাপত্তা চাই, আমার বোনের নিরাপত্তা চাই। আমি আমার নিজের নিরাপত্তা চাই। আমি নারী সমাজের নিরাপত্তা চাই। যেকোনো মূল্যে এটি নিশ্চিত করতে হবে।’
নোবিপ্রবিতে বিক্ষোভ
দেশব্যাপী নারী নিপীড়ন ও ধর্ষণের প্রতিবাদে মশালমিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ছাত্রীরা। গতকাল শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ কর্মসূচি পালন করা হয়। শিক্ষার্থীরা এ সময় ধর্ষণ ও নারী নির্যাতন বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, টাঙ্গাইলের মির্জাপুরে চলন্ত বাসে ডাকাতি, ধর্ষণসহ সাম্প্রতিক সময়ে সারা দেশে নারী নিপীড়নের ঘটনা বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলের শিক্ষার্থীরা মশালমিছিল নিয়ে বের হন। মিছিলটি ছাত্রী হল থেকে বের হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে অবস্থানকারী ছাত্ররাও মিছিলে একাত্মতা প্রকাশ করেন। মিছিল শেষে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সমাবেশ করেন। সমাবেশে নিলুফা ইয়াসমিন, জারিন সুভা, মুস্তফা ফয়সাল প্রমুখ বক্তব্য দেন।
এ সময় বক্তারা বলেন, ‘বর্তমানে বাংলাদেশে নারীর প্রতি যে নির্যাতন চলছে, তাতে আমরা ক্ষুব্ধ। বর্তমান সরকারের ছয় মাসের মেয়াদকালে আমরা আশাহত। এ অরাজকতার জন্য আমাদের ভাইয়েরা, বোনেরা শহীদ হননি। আমরা আমাদের নিরাপত্তার অধিকার চাই।’
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
অভিষেকেই অনন্য কীর্তি অশ্বিনীর, কলকাতাকে নিয়ে ছেলেখেলা মুম্বাইয়ের
সন্ধ্যায় শাহরুখ খান সামাজিক যোগাযোগমাধ্যমে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। কিন্তু এখন বলতেই হচ্ছে ‘আজকে শাহরুখের মন ভালো নেই’।
কেন, নিশ্চয় তা বুঝতে পারছেন!
ঈদের রাতে শাহরুখের দল কলকাতা নাইট রাইডার্স নিজেদের ইতিহাসে অন্যতম বাজে হারের সম্মুখীন হয়েছে। প্রতিপক্ষ আবার মুম্বাই ইন্ডিয়ানস, যাদের সঙ্গে বলিউড বাদশাহর বিরোধ অনেক পুরোনো। কলকাতার ৮ উইকেটে অসহায় আত্মসপর্মণ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে, যে মুম্বাইয়ে তাঁর বাস!
ঈদের রাতে শাহরুখের কলকাতা নাইট রাইডার্সকে যিনি নাকানিচুবানি খাইয়েছেন, তাঁর নাম অশ্বিনী কুমার। ২৩ বছর বয়সী এই বাঁহাতি পেসার ২৪ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট, যা আইপিএল অভিষেকে কোনো ভারতীয়র সেরা বোলিং।
ওয়াংখেড়েতে আজ জ্বলে উঠেছেন মুম্বাইয়ের অন্য বোলাররাও। তাতে কলকাতা ১৬.২ ওভারে ১১৬ রানে গুটিয়ে গেছে, যা আইপিএলের এবারের মৌসুমে এখন পর্যন্ত দলীয় সর্বনিম্ন। ‘মামুলি’ লক্ষ্যটা মুম্বাই ছুঁয়ে ফেলেছে ৮ উইকেট আর ৪৩ বল বাকি রেখে। বলের হিসেবে আইপিএলে এটি মুম্বাইয়ের চতুর্থ বড় জয়।
একপেশে এ জয়ে কলকাতাকে পয়েন্ট তালিকার দশে নামিয়ে ছয়ে উঠে এসেছে হার্দিক পান্ডিয়া, রোহিত শর্মা, সূর্যকুমার যাদবদের মুম্বাই। তিন ম্যাচে এক জয়ে ২ পয়েন্ট কলকাতার। আজ নিজেদের তৃতীয় ম্যাচে প্রথম জয় পাওয়া মুম্বাইয়েরও পয়েন্ট ২। কিন্তু নেট রানরেটে সবার চেয়ে পিছিয়ে থাকায় তলানিতে নেমে গেছে কলকাতা।
সংক্ষিপ্ত স্কোরকলকাতা নাইট রাইডার্স: ১৬.২ ওভারে ১১৬ অলআউট
(রঘুবংশী ২৬, রমনদীপ ২২, মনীশ ১৯, রিংকু ১৭; অশ্বিনী ৪/২৪, চাহার ২/১৮, পান্ডিয়া ১/১০, স্যান্টনার ১/১৭, পুথুর ১/২১, বোল্ট ১/২৩)।
মুম্বাই ইন্ডিয়ানস: ১২.৫ ওভারে ১২১/২
(রিকেলটন ৬২*, সূর্যকুমার ২৭*, জ্যাকস ১৬, রোহিত ১৩; রাসেল ২/৩৫)।
ফল: মুম্বাই ইন্ডিয়ানস ৮ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: অশ্বিনী কুমার।