নোয়াখালীতে অনুষ্ঠিত হয়েছে প্রথম আলো–বন্ধুসভা আয়োজিত বর্ণমালা উৎসব ২০২৫। আজ শনিবার সকাল পৌনে ১০টায় শহরের মাইজদী বালিকা বিদ্যানিকেতনের মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষক আবদুল কাইয়ুম মাসুদ। উৎসব আয়োজনে সহায়তা করে আল-আমিন ডায়াগনস্টিক সেন্টার।

সকালে জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে উৎসবের শুভ সূচনা করা হয়। এ সময় বক্তব্য দেন স্বাগতিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকেয়া সুলতানা। উৎসবে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ৩০ মিনিটের মেধা যাচাই পরীক্ষা, ১০ মিনিটের চিঠি লেখা প্রতিযোগিতায় অংশ নেয়। এরপর বিদ্যালয়ের মিলনায়তনে শিক্ষার্থীদের নিয়ে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। সেরা প্রশ্নকর্তাদের দেওয়া হয় তাৎক্ষণিক পুরস্কার। প্রশ্নোত্তরের ফাঁকে ফাঁকে খুদে শিক্ষার্থীদের আবৃত্তি, গান ও নাচ পরিবেশন করা হয়।

প্রথম আলো-বন্ধুসভা আয়োজিত বর্ণমালা উৎসবের মেধা যাচাই পর্ব। আজ সকালে নোয়াখালী মাইজদী বালিকা বিদ্যানিকেতনে.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

বরগুনায় বর্ণমালা উৎসব

বরগুনার তালতলীতে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বর্ণমালা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে তালতলী সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ, পায়রা নদী ইলিশ রক্ষা কমিটি ও তালতলী চারুকলা একাডেমির আয়োজনে এই উৎসব অনুষ্ঠিত হয়। 

উৎসবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। শিশুরা মাতৃভাষা দিবসের গানের ওপর হাতের লেখা প্রতিযোগিতা ও ক্লে মাটি দিয়ে বিভিন্ন বর্ণমালা তৈরি করে।

আরো পড়ুন:

কুয়েটে শিক্ষা কার্যক্রম বন্ধ থাকলেও হল খোলা, তদন্ত শুরু

শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় কুয়েট প্রশাসনের মামলা 

তালতলী সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিমল চন্দ্র সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে সালমা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মাহবুবুল আলম মামুন ও ওয়াটারকিপার্স বাংলাদেশ (তালতলী-আমতলী) সমন্বয়ক আরিফুর রহমান। বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

ঢাকা/ইমরান/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ

  • ১৫ সিনেমা নিয়ে ‘মাতৃভাষার চলচ্চিত্র উৎসব’
  • বৈচিত্র্যের সুরে শেষ হলো দুই দিনের বিচ ফেস্টিভ্যাল
  • জমি পাহারা দেওয়ার মতো ভোটকেন্দ্রও পাহারা দিতে হবে: সিইসি নাসির উদ্দীন
  • শড়াতলায় নিষেধাজ্ঞা: এভাবে কি বহু মত-পথের দেশ গড়া সম্ভব
  • পর্দা নামল তিন দিনব্যাপী বগুড়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের
  • পর্দা নামল তিনব্যাপী বগুড়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের
  • বর্ণাঢ্য আয়োজনে গ্লেনরিচের ‘গ্লেনফেস্ট’ আয়োজিত
  • সেন্ট গ্রেগরিজ স্কুলে বিজ্ঞান উৎসব
  • বরগুনায় বর্ণমালা উৎসব