যেমন রায়েরবাজারে শিশুরা বেড়ে উঠতে চায়
Published: 22nd, February 2025 GMT
শিশুরা যখন মাঠে খেলে, তখন তাদের মা-বাবা মাঠের পাশে অপেক্ষায় থাকেন। প্রখর রোদে বা তাপপ্রবাহে তাঁদের দরকার একটুখানি ছায়া। তাই মাঠের পাশে মা-বাবাদের জন্য দু-একটি বৃক্ষের আবদার করেছে এক শিশু। আরেক শিশুর চাওয়া, রাস্তার কাছে একটি টেলিফোন। বিদ্যালয় ছুটির পরে বাসায় একবার ফোন করার সুযোগ দরকার তার। তবে অনেক শিশুর ভাবনাতেই রয়েছে সবুজ প্রকৃতি। যেখানে প্রয়োজনীয় গাছগাছালি একটি ছায়াশীতল পরিবেশ তৈরি করবে। এমনই ছোটখাটো বা নিতান্ত নস্যি চাওয়া ঢাকার রায়েরবাজারের শিশু-কিশোরদের। কংক্রিটের জঞ্জালে ঠাসা ঢাকায় শিশুদের বিকাশে কেমন নগর–পরিকল্পনা দরকার, শিশুদের কল্পনা থেকে তা তুলে আনতে চেয়েছে ‘রায়েরবাজার টু গ্রো-আপ ইন’ কার্যক্রম।
বাংলাদেশের ব্র্যাক বিশ্ববিদ্যালয় ও বেসরকারি সংস্থা ‘ওয়ার্ক ফর আ ব্যাটার বাংলাদেশ ট্রাস্ট’ কর্মসূচিটি বাস্তবায়ন করেছে। যুক্তরাজ্যের কার্ডিফ বিশ্ববিদ্যালয় তহবিল জোগানো ও গবেষণায় রেখেছে বিস্তৃত ভূমিকা। রায়েরবাজারের ৮ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীদের নিয়ে কয়েক মাসব্যাপী বৈচিত্র্যপূর্ণ কর্মসূচির মাধ্যমে তাদের কল্পনাকে নকশায় ফুটিয়ে তুলতে কাজ করেছে তারা। শিশুরা তাদের ভাবনার নগরের কথা তুলে ধরেছে কর্মশালায়।
আরও পড়ুনশিশু কেন ঘুমায় না১৬ সেপ্টেম্বর ২০২৪শিশুরা বলছে তার মনের মতো শহরের কথা.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
প্রকাশ্যে ২৬ সেকেন্ডের ভিডিও, চমক নিয়ে হাজির শাকিব
দেশসেরা চিত্রনায়ক শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমা ঈদুল ফিতরে মুক্তি পাবে। আগেই জানা যায়, সিনেমাটির আইটেম গানে পারফর্ম করেছেন ওপার বাংলার জনপ্রিয় নায়িকা নুসরাত জাহান। এবার শাকিবের সঙ্গে দেখা দিলেন পশ্চিমবঙ্গের এই তারকা।
বুধবার (২৬ মার্চ) মুক্তি পেয়েছে ‘বরবাদ’ সিনেমার আইটেম গান ‘চাঁদ মামা’র টিজার। ২৬ সেকেন্ড দৈর্ঘ্যের এই টিজারে শাকিবের সঙ্গে দেখা যায় নুসরাত জাহানকে।
শাকিবের লুক, কস্টিউম, সেট ডিজাইনের সঙ্গে নুসরাতের আবেদনময় উপস্থিতি দেখে অনেকের চোখ কপালে উঠেছে। কেউ কেউ বলিউডের গানের সঙ্গে তুলনা করছেন! বলছেন, এটি হতে পারে বছরের অন্যতম হাই ভোল্টেজ গান।
আরো পড়ুন:
অনিশ্চয়তা বরবাদ করে ঈদে আসছে শাকিবের ‘বরবাদ’
মুক্তির মিছিলে শাকিবের ‘অন্তরাত্মা’, সার্টিফিকেশন বোর্ডে ‘বরবাদ’
কেউ কেউ আবার ফেসবুকে লিখেছেন, “মিমির সঙ্গে শাকিবের ‘লাগে উরাধুরা’ গানটি ছাড়িয়ে যেতে পারে ‘চাঁদ মামা’!” টিজারটি প্রকাশের ১০ ঘণ্টার মধ্যে ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রাম মিলিয়ে ৩ মিলিয়নের বেশি ভিউ হয়েছে।
এর আগে শাকিবের সঙ্গে ‘নাকাব’ সিনেমায় অভিনয় করেছিলেন নুসরাত। এবার দেখা যাবে আইটেম গানে। গানটির মাধ্যমে প্রায় ১০ বছর পর আবার আইটেম গানে দেখা গেল নুসরাতকে।
এক ভিডিও বার্তায় নুসরাত জাহান বলেন, “চাঁদ মামা’ শব্দটি শুনলেই ছোটবেলার নস্টালজিয়া ফিলিং হয়। কিন্তু এই ‘চাঁদ মামা’ পুরোপুরি ড্যান্স নাম্বার। সবাই খুব এনজয় করবেন।”
‘চাঁদ মামা’ গান রচনা, সুর, সংগীতায়োজন করেছেন প্রীতম হাসান, কণ্ঠ দিয়েছেন প্রীতম ও দোলা। সম্পূর্ণ গানটি ২৮ মার্চ শাকিবের জন্মদিন উপলক্ষে মুক্তি পাবে রিয়েল এনার্জি প্রোডাকশনের ইউটিউব চ্যানেলে।
শাহরিন আক্তার সুমির প্রযোজনায় ‘বরবাদ’ সিনেমায় শাকিব ছাড়াও অভিনয় করেছেন ইধিকা পাল, যীশু সেনগুপ্ত, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু প্রমুখ।
ঢাকা/রাহাত/শান্ত