মিরপুরে এক যুবক গ্রেপ্তার, পরে অস্ত্র উদ্ধার
Published: 22nd, February 2025 GMT
রাজধানীর মিরপুর এলাকা থেকে মো. ফারুক (২৭) নামের এক যুবককে গতকাল শুক্রবার গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর কাছ থেকে গুলিভর্তি একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। আজ শনিবার তাঁকে অস্ত্র আইনে করা মামলায় রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়। আদালত ২৫ ফেব্রুয়ারি রিমান্ডের শুনানির তারিখ ধার্য করে তাঁকে কারাগারে পাঠান।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মো.
পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, এ ঘটনায় ফারুকের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। আজ এই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে সাত দিনের রিমান্ড চেয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে পাঠানো হয়। আদালত ২৫ ফেব্রুয়ারি রিমান্ড শুনানির তারিখ ধার্য করে তাঁকে কারাগারে পাঠান। তাঁর বিরুদ্ধে মিরপুর মডেল থানায় অস্ত্র আইনে আগের একটি মামলাও আছে।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
মিরপুরে এক যুবক গ্রেপ্তার, পরে অস্ত্র উদ্ধার
রাজধানীর মিরপুর এলাকা থেকে মো. ফারুক (২৭) নামের এক যুবককে গতকাল শুক্রবার গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর কাছ থেকে গুলিভর্তি একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। আজ শনিবার তাঁকে অস্ত্র আইনে করা মামলায় রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়। আদালত ২৫ ফেব্রুয়ারি রিমান্ডের শুনানির তারিখ ধার্য করে তাঁকে কারাগারে পাঠান।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মো. সাজ্জাদ রোমন আজ শনিবার প্রথম আলোকে বলেন, গতকাল দিবাগত রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মিরপুর ২ নম্বর সেকশনের রাইনখোলা এলাকায় একটি বাড়িতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ফারুককে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর তথ্যের ভিত্তিতে ঢাকা কমার্স কলেজের সামনের একটি বাড়ি থেকে ৯টি গুলিভর্তি একটি নাইন এমএম পিস্তল উদ্ধার করা হয়। ফারুক এই অস্ত্র ও গুলি বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিলেন।
পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, এ ঘটনায় ফারুকের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। আজ এই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে সাত দিনের রিমান্ড চেয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে পাঠানো হয়। আদালত ২৫ ফেব্রুয়ারি রিমান্ড শুনানির তারিখ ধার্য করে তাঁকে কারাগারে পাঠান। তাঁর বিরুদ্ধে মিরপুর মডেল থানায় অস্ত্র আইনে আগের একটি মামলাও আছে।