সিদ্ধিরগঞ্জে রাতের আধাঁরে চুরি করে অবৈধ গ্যাস সংযোগ দেয়ার অভিযোগ উঠেছে আওয়ামীলীগের দোসর মামুন গংদের বিরুদ্ধে। স্থানীয় এলাকাবাসীর হস্তক্ষেপে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে আসলে গ্যাস সংযোগ প্রদানকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে কিছু সংখ্যক গ্যাসের পাইপ জব্দ করে থানায় নিয়ে গেছে।  


শনিবার (২২ ফেব্রুয়ারী) সকালে সিদ্ধিরগঞ্জের গোদনাইল মুসলিম নগর এলাকায় ঘটনাটি ঘটে।


অবৈধ সংযোগ প্রদানকারী মামুন মুন্সিগঞ্জের আওয়ামীলীগের সবেক সংসদ সদস্য মৃণাল কান্তি দাসের লোক বলে স্থানীয়রা জানিয়েছেন।


স্থানীয়রা জানান, গোদনাইল মুসলিম নগর এলাকার রফিকুল ইসলামের ছেলে স্বর্ণ ব্যবসায়ী মামুন ১০/১৫ টি বাড়ি থেকে সংযোগ দেয়ার কথা ৩০/৪০ হাজার টাকা করে হাতিয়ে নিয়ে লুঙ্গি দুলাল নামে এক স্থানীয় বিএনপি নেতার শেল্টারে রাতের আধারে গ্যাস সংযোগ দেয়ার কাজ শুরু করে। তারা সিটি কর্পোরেশনের কাছ থেকে অনুমতি না নিয়েই কয়েকশত ফুট রাতা কেটে ফেলে। ভোরে বিষয়টি স্থানীয় লোকজনের দৃষ্টিগোচর হওয়ার পর জানতে চাওয়া হলে তারা তিতাসের লোকজন কাজ করছে বলে জানান। বিষয়টি স্থানীয় লোকজনদের সন্দেহ হওয়ায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এবং তিতাস কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে তারা জানে না বলে জানান। পরে সিদ্ধিরগঞ্জ থানায় খবর দিলে এসআই নূরুল সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে আসেন। এসময় তারা বেশ কিছু গ্যাসের পাইপ জব্দ করে থানায় নিয়ে গেছে।
অভিযুক্ত মামুন জানান, আমি কোন অবৈধ গ্যাস সংযোগ দেইনি। রাস্তা পাকা হয়ে যাবে তাই পাইপগুলো টেনে রাখতে চেয়েছিলাম।


এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শাহীনূর আলম বলেন, ‘৯৯৯’ এ খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। পুলিশ কাউকে পায়নি। পরে কিছু পাইপ উদ্ধার করে থানা নিয়ে আসা হয়েছে। যেহেতু বিষয়টি তিতাসের তাই তারাই ব্যবস্থা গ্রহণ করবে।

তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন (টিএন্ডডি) নারায়ণগঞ্জ সদর জোনের ব্যবস্থাপক প্রকৌশলী মোস্তাক মাসুদ মোহাম্মদ ইমরান জানান, আগামীকাল তিতাসের টিম পাঠিয়ে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: স দ ধ রগঞ জ ন র য়ণগঞ জ স দ ধ রগঞ জ ব যবস

এছাড়াও পড়ুন:

বিনম্র শ্রদ্ধায় একুশের বীর শহীদদের স্মরণ করলো পূজা পরিষদ

মহান একুশে ফেব্রুয়ারি  শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস  উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের উদ্যোগে প্রভাত ফেরি ও শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল নয়টায় নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ একুশের প্রভাত ফেরীতে অংশ নেয়। এরপর  চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি বিষ্ণুপদ সাহা, সাধারণ সম্পাদক সুশীল দাস, মহানগর পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি সাংবাদিক উত্তম সাহা, জেলা পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি তিলোত্তমা দাস,   সহসভাপতি প্রদীপ সরকার, মহানগর পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি হিমাদ্রী সাহা হিমু, যুগ্মসম্পাদক শংকর কুমার রায়, বন্দর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যমল বিশ্বাস, সিদ্ধিরগঞ্জ থানা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক খোকন বর্মন, জেলা পূজা উদযাপন পরিষদের দপ্তর সম্পাদক অভিরাজ সেন সজল, প্রচার সম্পাদক তারক দাস, সহ-প্রচার সম্পাদক তপন গোপ সাধু, ১৪নং ওয়ার্ড সভাপতি বিশ্বজিৎ সাহা, সাংস্কৃতিক সম্পাদক ভজন সাহা, সদস্য বিশ্বজিৎ ঘোষ, সুজন দাস, প্রান কৃষ্ণ ভৌমিক, পরশ হাজরা, শ্যামল শর্মা যোগিন্ড দাস প্রমুখ।
 

সম্পর্কিত নিবন্ধ

  • আন্দোলনের সময় ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ তরুণীর
  • ভাষা দিবসে এক্স-ক্যাডেট এসো: নারায়ণগঞ্জ ইউনিটির শ্রদ্ধাঞ্জলী
  • সোনারগাঁয়ে চিত্র নায়িকা দিতির মেয়ে সন্ত্রাসী হামলার শিকার
  • ওরা আমার পা ভেঙে ফেলেছে, অভিযোগ দিতি-সোহেল চৌধুরীর মেয়ের
  • নারায়ণগঞ্জে সন্ত্রাসী হামলার শিকারের অভিযোগ দিতি–সোহেল চৌধুরীর মেয়ে লামিয়ার
  • ভাষা শহীদদের প্রতি নারায়ণগঞ্জ মহানগর জিয়ামঞ্চ’র শ্রদ্ধা নিবেদন
  • ভাষা শহীদদের প্রতি নারায়ণগঞ্জ প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন
  • ভাষা শহীদদের প্রতি মহানগর ছাত্রদলের শ্রদ্ধা নিবেদন 
  • বিনম্র শ্রদ্ধায় একুশের বীর শহীদদের স্মরণ করলো পূজা পরিষদ