আজ শনিবার  সকাল থেকে রাজধানী শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে ছোট পর্দার পরিচালকদের সংগঠন ডিরেক্টরস গিল্ডের নির্বাচন। সকাল ৯টা থেকে ৫টা ২৫ মিনিট পর্যন্ত চলে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ। এবারের নির্বাচনে ২১টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৪ জন নির্মাতা।

২০২৫-২৭ দুই বছর মেয়াদি এই নির্বাচনে সভাপতি পদ ঘিরে এবার সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে। এই পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আগের দুইবারের সভাপতি পদে জয়ী সালাহউদ্দিন লাভলু। তাঁর সঙ্গে প্রতিদ্বন্দ্বী প্রার্থী অভিনয় শিল্পী সংঘের সাবেক সভাপতি পদে দায়িত্ব পালন করা অভিনেতা ও নির্মাতা শহীদুজ্জামান সেলিম। তিনি আগেই জানিয়েছেন, তাঁর পছন্দের সংগঠন ডিরেক্টরস গিল্ড, এই সংগঠনের জন্য কাজ করতে চান।

নির্মাতা প্রাণেশ চৌধুরীকে ঘিরে ধরেছেন ভোটারেরা। ছবি: প্রথম আলো.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

একই স্থানে টানা তিন দিন দুর্ঘটনা, আজ বাস-মাইক্রোবাস সংঘর্ষে প্রাণ গেল ৮ জনের

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যাত্রীবাহী পরিবহনের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত হয়েছেন। তবে নিহতের পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৪ জন।

নিহতদের মধ্যে দুজন নারী, একজন শিশু ও পাঁচজন পরুষ বলে জানা গেছে।  

আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার চুনতি জাঙ্গালিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দোহাজারী হাইওয়ে থানা পুলিশ এখনো ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি।

এই তথ্য নিশ্চিত করেছেন লোহাগাড়া থানার ওসি মো. আরিফুর রহমান।

প্রত্যক্ষদর্শী বাসযাত্রী মতিন মিয়া বলেন, ‘চট্টগ্রামমুখী যাত্রীবাহী রিলাক্স পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারায়। বেশ কয়েকবার চালক বাসটি থামানোর চেষ্টা করে। এর মধ্যেই বিপরীত দিক থেকে আসা কক্সবাজারমুখী মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের আট যাত্রী ঘটনাস্থলে নিহত হন। আহত হন ৪ জন।
 
লোহাগাড়া ফায়ার সার্ভিস ও থানা পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। দুর্ঘটনার কারণে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ প্রতিবেদন লেখা পর্যন্ত যান চলাচল বন্ধ রয়েছে। 

লোহাগাড়া ফায়ার সার্ভিসের লিডার রাখাল চন্দ্র রুদ্র জানান, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

এর আগে একই স্থানে ঈদের দিন সোমবার দুই বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হন। গতকাল মঙ্গলবার একই স্থানে দুইটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৮ জন আহত হন। 

স্থানীয়রা জানান, লবণবাহী গাড়ি থেকে পানি পড়ে সড়ক পিচ্ছিল হওয়ায় বারবার এ সড়কে দুর্ঘটনা ঘটছে। 

সম্পর্কিত নিবন্ধ