জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেন, ‘শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতারা নির্বিঘ্নে চুরি-ডাকাতি, খুন-গুম করার জন্য আমাদের জেলে নিয়েছে। তারা মনে করেছে, তারা যা চাবে, তা–ই পাবে। তারা মানুষের অধিকার কেড়ে নিয়েছে। তারা (আওয়ামী লীগ) মানুষকে মানুষ মনে করত না। রাজনৈতিক নেতাদের উপহাস করে কথা বলত। তাদের ধারণা, তারা দীর্ঘকাল শাসন করে বেড়াবে। তারা ভুলে গেছে, সবকিছুর মালিক আল্লাহ। তিনি বসাতেও পারেন, খসাতেও পারেন।’

আজ শনিবার বেলা তিনটায় চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার পশ্চিম বাজার বিশ্বরোড এলাকায় জামায়াতের পথসভায় প্রধান অতিথির বক্তব্যে দলটির আমির এ কথা বলেন। জেলা জামায়াত এ পথসভার আয়োজন করে।

আওয়ামী লীগকে ইঙ্গিত করে শফিকুর রহমান বলেন, ‘তারা এমনভাবে শাসন করল, শেষ পর্যন্ত বাংলাদেশ থেকেই পালিয়ে গেল। সামান্য অজুহাতে আমাদের ডাকাত, চোর, ধর্ষক—এগুলো বলত। আওয়ামী লীগের একটি পরিবার দেশের মানুষকে দাস মনে করত। তারা ভুলে গেছে, মানুষ অনেক কিছু পরিকল্পনা করে, তার কিছু বাস্তবায়ন হয়, কিছু হয় না। কিন্তু আল্লাহ যা পরিকল্পনা করেন, তার পুরোটাই বাস্তবায়ন হয়।’

পথসভায় জামায়াতের আমির আরও বলেন, ‘আমরা তো তাদের (আওয়ামী লীগ) যাইতে বলি নাই। তারা দেশের নিরীহ মানুষের বিরুদ্ধে গেছে, জুলম-অত্যাচার করেছে। এর ফল তারা পেয়েছে, আরও পাবে।’ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, জনদুর্ভোগ নিরসনের জন্য স্থানীয় নির্বাচনটা দিতে হবে। স্থানীয় নির্বাচন হলেই জনগণের এই দুর্ভোগ কাটবে। তারপর অবশ্যই জাতীয় নির্বাচনও দিতে হবে। তবে জাতীয় নির্বাচনের আগে জনগণ কিছু মৌলিক সংস্কার চায়।

জেলা জামায়াতের নায়েবে আমির মো.

মাসুদুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি শাহজাহান মিয়ার সঞ্চালনায় পথসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি এ টি এম মাসুদ, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোবারক হোসাইন, ঢাকা মহানগরের (দক্ষিণ) সহকারী সেক্রেটারি কামাল উদ্দিন, জেলা জামায়াতের সাবেক আমির আবদুর রহিম পাটোয়ারী, সহকারী সেক্রেটারি অধ্যাপক আবুল হোসাইন জাহাঙ্গীর আলম প্রধান, চাঁদপুর শহর জামায়াতের আমির আইনজীবী মো. শাহজাহান খান প্রমুখ।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র আম র আওয় ম

এছাড়াও পড়ুন:

চীনকে ভালো বন্ধু হিসেবে পেতে চাই: প্রেস সচিব

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বুধবার বিকেলে চার দিনের সফরে চীনে পৌঁছেছেন। হাইনান প্রদেশের ছিয়োংহাই বোআও আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে সেখানে তাকে স্বাগত জানান হাইনানের ভাইস গভর্নর এবং বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নাজমুল ইসলাম। 

এদিকে দেশটির গণমাধ্যম সিজিটিএনকে দেওয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, চীনের সঙ্গে সম্পর্ক আরো গভীর করতে প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ। 

দক্ষিণ চীনের হাইনান প্রদেশে অনুষ্ঠিতব্য বোআও ফোরাম ফর এশিয়া-২০২৫ বার্ষিক সম্মেলনের আগে এই মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত উচ্চপর্যায়ের এই সম্মেলন চলবে।

সাক্ষাৎকারে ড. ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম বলেন, নিঃসন্দেহে আমাদের অবস্থান হলো চীনের সঙ্গে সম্পর্ক আরো গভীর করা। আমরা চীনকে ভালো বন্ধু হিসেবে দেখতে চাই, যাতে বিদ্যমান সব ক্ষেত্রে আমাদের সম্পর্ক আরো বিস্তৃত হয়।’

তিনি বলেন, চীনা বিনিয়োগ আকর্ষণ, জনগণের মধ্যে বিনিময় বৃদ্ধি এবং প্রযুক্তিগত সহযোগিতা জোরদার করতে চায় বাংলাদেশ।

‘‘আমরা চাই বাংলাদেশে আরো বেশি চীনা বিনিয়োগ আসুক, আরো বেশি সহযোগিতা হোক এবং জনগণের মধ্যে সম্পর্ক আরো ঘনিষ্ঠ হোক। চীন একটি সুপারপাওয়ারের মতো জেগে উঠেছে। এটি একটি অত্যাধুনিক প্রযুক্তি-সমৃদ্ধ দেশ। আমরা অবশ্যই এসব ক্ষেত্রে সম্পর্ক আরো শক্তিশালী করতে চাই’’- যোগ করেন শফিকুল আলম।

ঢাকা/হাসান/এনএইচ

সম্পর্কিত নিবন্ধ

  • আন্তর্জাতিক আদালতে আওয়ামী লীগের বিচার না হলে দেশে শান্তি আসবে না: সামান্তা শারমিন
  • ঈদে নিরাপত্তা হুমকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
  • নির্বাচন নিয়ে ধোঁয়াশা তৈরি করছে অন্তর্বর্তী সরকার, বললেন রিজভী
  • ইউক্রেনে জাতিসংঘের নিয়ন্ত্রণে রাখার প্রস্তাব পুতিনের
  • নির্বাচন সুষ্ঠু করেনি বলেই তো আন্দোলন হয়েছে: রিজভী
  • বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের অঙ্গীকার মালদ্বীপের
  • রাজনীতির ‘নতুন বন্দোবস্ত’ দেখতে কেমন?
  • সিদ্ধিরগঞ্জে মুক্তিযুদ্ধ প্রজন্মদলের দোয়া ও ইফতার মাহফিল
  • সংস্কার ও নির্বাচন দুটিই যখন প্রয়োজন
  • চীনকে ভালো বন্ধু হিসেবে পেতে চাই: প্রেস সচিব