চট্টগ্রামে আয়োজিত বিক্ষোভ সমাবেশে সরকারের পরিবেশ ও জলবায়ুর ক্ষতিকারক আর্জেন্ট এলএলসি-এর সঙ্গে করা সাম্প্রতিক তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) চুক্তির বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়েছে।

আজ শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রামের চকবাজার এলাকায় বেসরকারি উন্নয়ন সংস্থা আইএসডিই বাংলাদেশ, ক্লিন এবং বিডব্লিউজিইডি-এর যৌথ উদ্যোগে আয়োজিত বিক্ষোভে জীবাশ্ম জ্বালানির পরিবর্তে টেকসই শক্তিতে রূপান্তরের আহ্বান জানানো হয়।

বক্তারা বলেন, দেশের জ্বালানি নিরাপত্তা এমনিতেই বৈদেশিক ও এলএনজি-নির্ভর জ্বালানি ব্যবস্থার কারণে বিদ্যুতসহ সব ধরনের জ্বালানির দাম বৃদ্ধি পাবে এবং যার চুড়ান্ত পরিণতি জনজীবনে অস্থিরতা ও অর্থনৈতিক অস্থিতিশীলতা বাড়বে। বক্তারা বাংলাদেশে সৌর ও বায়ু বিদ্যুতের মতো নবায়নযোগ্য শক্তিতে বিনিয়োগ অগ্রাধিকার দেবার জোর দাবি জানান।

আরো পড়ুন:

সাভারে ২টি সড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ 

সড়কে আলু ফেলে কৃষকের বিক্ষোভ

ক্যাব কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট ও আইএসডিই বাংলাদেশের নির্বাহী পরিচালক এস এম নাজের হোসাইন বলেন, ‘‘আমাদের জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা থেকে মুক্ত হতে হবে। এই এলএনজি চুক্তি শুধু কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর স্বার্থরক্ষা করবে, অথচ সাধারণ জনগণকে মূল্যবৃদ্ধির বোঝা বইতে হবে।’’ 

বিক্ষোভ শেষে অংশগ্রহণকারীরা সরকারের জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং নবায়নযোগ্য জ্বালানি নীতির প্রতি দৃঢ় প্রতিশ্রুতি প্রদানের দাবি জানান।

বিক্ষোভ সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন ক্যাব, জেলা সামাজিক উদ্যোক্তা পরিষদের যুগ্ম সম্পাদক মোহাম্মদ জানে আলম, ক্যাব চকবাজার থানা সভাপতি আবদুল আলীম, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, সুফিয়া কামাল ফেলো ও নারী নেত্রী সায়মা হক, বিশিত নারী নেটওয়ার্কের সাধারণ সম্পাদক জান্নতুল ফেরদৌস প্রমুখ। 

ঢাকা/রেজাউল/বকুল 

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

স্পট মার্কেট থেকে এলএনজি কিনতে ২৫ প্রতিষ্ঠান তালিকাভুক্ত

দেশের জ্বালানি চাহিদা মেটাতে স্পট মার্কেট থেকে এলএনজি ক্রয়ের লক্ষ্যে সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর সঙ্গে মাস্টার সেল অ্যান্ড পারচেজ অ্যাগ্রিমেন্ট (এমএসপিএ) স্বাক্ষরের নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির সভায় প্রস্তাবটিতে নীতিগত অনুমোদন দেওয়া হয়। সভায় কমিটির সদস্য ও উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভা সূত্রে জানা যায়, দেশের চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহের জন্য দীর্ঘমেয়াদী চুক্তির পাশাপাশি স্পট মার্কেট থেকেও এলএনজি আমদানি করা হয়। মাস্টার সেল অ্যান্ড পারচেজ অ্যাগ্রিমেন্ট (এমএসপিএ) স্বাক্ষরকারী ২৩টি প্রতিষ্ঠানের কাছ থেকে দরপ্রস্তাব আহ্বানের মাধ্যমে স্পট মার্কেট থেকে এলএনজি আমদানি করা হচ্ছে, যার মেয়াদ ২০২৫ সালের মার্চ মাসে শেষ হবে। 

কোটেশন আহ্বানের মাধ্যমে সংক্ষিপ্ত তালিকাভুক্ত ২৭টি প্রতিষ্ঠানের কাছে এমএসপিএ স্বাক্ষরের সম্মতি গ্রহণের জন্য পাঠানো হলে ২০২৫ সালের ১৩ ফেব্রুয়ারির মধ্যে ২৫টি প্রতিষ্ঠান সম্মতি দেয়। 

ফেব্রুয়ারি মাসের শেষে, মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকে ক্রয় প্রক্রিয়া শুরু করার জন্য পিপিএ-২০০৬ এবং পিপিআর-২০০৮ এর আওতায় স্পট মার্কেট থেকে এলএনজি আমদানির লক্ষ্যে সম্মতি প্রদানকৃত ২৫টি প্রতিষ্ঠানের সঙ্গে পেট্রোবাংলার এমএসপিএ স্বাক্ষরের নীতিগত অনুমোদনের জন্য প্রস্তাব উপস্থাপন করা হলে, কমিটি তাতে নীতিগত অনুমোদন দেয়।

২৫টি প্রতিষ্ঠান হল: এসইএফই মার্কেটিং অ্যান্ড ট্রেডিং সিঙ্গাপুর প্রা.লি.; এক্সেলারেট এনার্জি এলপি, ইউএসএ; ভিটল এশিয়া প্রা.লি. সিঙ্গাপুর; গানভর সিঙ্গাপুর প্রা.লি.; সিনোকেম ইন্টারন্যাশনাল ওয়েল প্রা.লি.; ইউনিপেগ সিঙ্গাপুর প্রা.লি.; ইউনিপার গ্লোবাল কমডিটিস, জার্মানি; আরামকো ট্রেডিং সিঙ্গাপুর প্রা.লি.; ডিএক্সটি কমডিটিস এসএ, সুইজারল্যান্ড; এসওসিএআর ট্রেডিং এসএ সুইজারল্যান্ড; বিজিএন ইন্টারন্যাশনাল ডিএমসিসি,ইউএই; পোসকো ইন্টারন্যাশনাল করপোরেশন, দক্ষিণ কোরিয়া; ওয়াইলুন পেট্রোলিয়াম গ্যাস লি. হংকং; জেইআরএ কোং ইনকরপোরেশন, জাপান; বিপি সিঙ্গাপুর প্রা.লি.; ট্রাফিগুরা প্রা.লি. সিঙ্গাপুর; গ্লেনকোর সিঙ্গাপুর প্রা.লি.; এমিরেটস ন্যাশনাল ওয়েল কো. সিঙ্গাপুর ; কাতারএনার্জি ট্রেডিং এলএলসি, কাতার; ওকিউ ট্রেডিং, ইউএই; পেট্রোচায়না ইন্টারন্যাশনাল সিঙ্গাপুর; মারকুরিয়া এনার্জি ট্রেডিং এসএ, সুইজারল্যান্ড; টোটাল এনার্জিস গ্যাস অ্যান্ড পাওয়ার লি.; এমইটি ইন্টারন্যাশনাল এজি, সুইজারল্যান্ড এবং সেল ইন্টারন্যাশনাল ট্রেডিং মিডল ইস্ট লি. এফজেডই, ইউএই।

ঢাকা/হাসনাত/এনএইচ

সম্পর্কিত নিবন্ধ

  • সোনারগাঁয়ে নবায়নযোগ্য জ্বালানির দাবিতে পরিবেশবাদীদের সমাবেশ
  • গুদামে খাদ্য লুকিয়ে রাখা হয়, তা আর হতে দেওয়া হবে না: অর্থ উপদেষ্টা
  • স্পট মার্কেট থেকে এলএনজি কিনতে ২৫ প্রতিষ্ঠান তালিকাভুক্ত