দেশের আয় প্রবৃদ্ধির বড় উৎস কৃষি খাত। কিন্তু কৃষি পণ্য উৎপাদনে দেশে আশানুরূপ বহুমুখীকরণ হয়নি। তাই লাভজনক না হওয়া সত্ত্বেও দেশের ৫৫ শতাংশ কৃষক শুধু ধান চাষ করেন।

অষ্টম সানেম বার্ষিক অর্থনীতিবিদ সম্মেলনের দ্বিতীয় দিনে ‘কৃষি প্রবৃদ্ধি সম্প্রসারণ’ শীর্ষক অধিবেশনে এ কথাগুলো বলেন আলোচকেরা। আজ শনিবার রাজধানীর ব্র্যাক সেন্টার ইনে অনুষ্ঠিত এ অধিবেশন সঞ্চালনা করেন আন্তর্জাতিক খাদ্যনীতি গবেষণা ইনস্টিটিউটের (আইএফপিআরআই) দারিদ্র্য, জেন্ডার ও অন্তর্ভুক্তিবিষয়ক পরিচালক ড্যানিয়াল গিলিগান। এতে প্রবন্ধ উপস্থাপন করেন আইএফপিআরআইয়ের দেশীয় প্রতিনিধি আখতার আহমেদ এবং দুই সহযোগী গবেষণা ফেলো মেহরাব বখতিয়ার ও মুগ্ধ মাহজাব।

মূল প্রবন্ধে গবেষক আখতার আহমেদ বলেন, কৃষি খাতের প্রবৃদ্ধির ওপর দেশের আয় প্রবৃদ্ধির বড় ধরনের যোগসাজশ রয়েছে। কারণ, কৃষি খাতের প্রবৃদ্ধির সঙ্গে জড়িয়ে আছে অনেকগুলো খাত। তাই এ খাতের প্রবৃদ্ধি হলে সার, সেচ যন্ত্রপাতি, কীটনাশক, প্যাকেজিং, পণ্য পরিবহন, প্রক্রিয়াকরণ, গুদামজাতকরণ, বিপণন ইত্যাদি খাতেও প্রবৃদ্ধি হয়। বিশেষ করে গরিব মানুষের আয় বৃদ্ধিতে কৃষি প্রবৃদ্ধি সরাসরি তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখে। প্রশ্ন হচ্ছে, এ খাতের প্রবৃদ্ধির সম্প্রসারণ হবে কীভাবে।

প্রবন্ধে বলা হয়, ২০২২ সালের হিসাবে দেশের ৬৮ শতাংশ মানুষের বসবাস গ্রামে, যাঁরা জীবনধারণের জন্য কৃষি খাতের ওপর নির্ভরশীল। দারিদ্র্য বিমোচনে কৃষি ও অকৃষি—উভয় খাত ভূমিকা রাখলেও অকৃষির চেয়ে কৃষির ভূমিকা তিন গুণের বেশি।

প্রবন্ধে কৃষি প্রবৃদ্ধি সম্প্রসারণের জন্য তিনটি চ্যালেঞ্জের কথা উল্লেখ করেন আখতার আহমেদ। এগুলো হলো ব্যাংকঋণ তথা অর্থায়নের অভাব, প্রযুক্তি জ্ঞানের অভাব ও উৎপাদিত পণ্যের মূল্য সংযোজন করতে না পারা। এ কারণে লাভজনক না হওয়া সত্ত্বেও ৫৫ শতাংশ কৃষক ধান চাষ করেন।

এসব চ্যালেঞ্জ মোকাবিলায় কৃষি খাতের প্রবৃদ্ধি সম্প্রসারণে কৃষকদের প্রয়োজনীয় প্রশিক্ষণের পাশাপাশি এই খাতে গবেষণা বাড়ানো এবং ক্ষুদ্র কৃষকদের সহজ ব্যাংকঋণের আওতায় আনার সুপারিশ করেন প্রবন্ধকার।

তিন দিনব্যাপী সম্মেলনের দ্বিতীয় দিনের কৃষি প্রবৃদ্ধি সম্প্রসারণের পাশাপাশি শ্রমবাজার; দারিদ্র্য, বৈষম্য ও ব্যক্তির কল্যাণ; বাণিজ্য ও আঞ্চলিক অন্তর্ভুক্তি এবং জেন্ডার অর্থনীতি—এ পাঁচটি কর্ম অধিবেশন অনুষ্ঠিত হয়।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: প রবন ধ

এছাড়াও পড়ুন:

এসএসসির পরীক্ষা হলে বই ও মোবাইলফোন, ৯ শিক্ষকে অব্যাহতি

বাগেরহাটে এসএসসি পরীক্ষা চলাকালে কক্ষে বই, খাতা ও মোবাইল ফোন পাওয়া গেছে। এ ঘটনায় ৯ শিক্ষককে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। 

মঙ্গলবার ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা চলাকালীন মোরেলগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ১০১, ১১০ ও ২১০ নম্বর কক্ষে টেবিলের উপরে ও নিচে ব্যাগ, বই, খাতা ও মোবাইল ফোন পাওয়া যায়। এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব মো. শহিদুল ইসলামের সই করা আদেশে ৯ শিক্ষককে ২০২৫ ও ২০২৬ সালের জন্য পরীক্ষায় দায়িত্ব পালন থেকে অব্যাহতি দেওয়া হয়। ওই কেন্দ্রটিতে ১১টি বিদ্যালয়ের ৪৭৪ জন ছাত্র-ছাত্রী পরীক্ষা দিচ্ছেন।

অব্যাহতিপ্রাপ্ত ৯ শিক্ষক হলেন- চিপা বারইখালী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মাসুম বিল্লাহ ও নিমাই চন্দ্র রায়। জিউধরা সেরজন স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহানাজ আক্তার, তাপস কুমার মজুমদার, শহিদুল ইসলাম ও সোহেলী পারভিন। শহীদ শেখ রাসেল মুজিব উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক পলি দেবনাথ, নাসির উদ্দিন খান ও অম্বিকাচরণ লাহা পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শফরুল ইসলাম।

এ বিষয়ে কেন্দ্র সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাবিবুল্লাহ বলেন, পাবলিক পরীক্ষা চলাকালীন সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের ৩টি কক্ষে বই ও মোবাইল ফোন পাওয়া গেছে। ওই কক্ষগুলোতে দায়িত্বে থাকা ৯ শিক্ষককে ২ বছরের জন্য পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।  


 

সম্পর্কিত নিবন্ধ