জুলাই বিপ্লবকে সফল করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।

তিনি বলেন, “জুলাই আন্দোলনে অনেকেই চোখ হারিয়ে অন্ধ হয়েছেন, কেউ কেউ পঙ্গুত্ব বরণ করেছেন। তাদের সেই আত্মত্যাগের বিনিময়ে আমরা আজ সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছি, মুক্ত বাতাসে পদচারণ করতে পারছি। সুতরাং তাদের ভুলে যাওয়া যাবে না। তাদের আত্মত্যাগসহ জুলাই বিপ্লবকে সফল করতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সব অন্যায়ের মোকাবেলা করতে হবে।”

শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে বিশ্ববিদ্যালয়ের আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

উপাচার্য বলেন, “আল-কুরআন বিভাগ প্রথমবারের মতো মুক্তভাবে এ অনুষ্ঠান করতে পেরেছে। সুতরাং আপনারা আপনাদের এ সুযোগ ভালোভাবে কাজে লাগাবেন। আপনারা যে জ্ঞান অর্জন করেছেন, সেটাই পৃথিবীর সবচেয়ে সেরা জ্ঞান। আমি প্রত্যাশা করি, মানুষ ও সমাজের কল্যাণে এ জ্ঞান বিতরণে আপনাদের প্রাণ নিবেদিত হবে।”

‘এসো কুরআনের ছায়াতলে’ স্লোগানে প্রথমবারের মতো অ্যালামনাই ও পুনর্মিলনীর আয়োজন করে বিভাগটি। এদিন বিভাগটি বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, ক্বিরাত সন্ধ্যা ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।

বিভাগের সভাপতি অধ্যাপক ড.

নাছির উদ্দীন মিঝির সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, ধর্মতত্ত্ব অনুষদের ডিন অধ্যাপক ড. আ ব ম সিদ্দিকুর রহমান আশ্রাফী। অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন আকিজ গ্রুপের চেয়ারম্যান ড. শেখ মহিউদ্দিন। 

অন্যদের মাঝে আরো বক্তব্য দেন আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ড. তাহির আহমেদ, অধ্যাপক ড. এ এইচ এম ইয়াহিয়ার রহমান, অধ্যাপক ড. এবিএম হিজবুল্লাহ, অধ্যাপক ড. লোকমান হোসেন, বিভাগের প্রথম ব্যাচের ছাত্র অ্যালামনাই নাজমুল হক সাইদী, ডা. শফিকুর রহমান পাটওয়ারী, বিশিষ্ট ইসলামি বক্তা মুফতি আমির হামজা প্রমুখ।

আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ ১৯৮৫-৮৬ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তি মাধ্যমে যাত্রা শুরু করে। বর্তমানে বিভাগে ৩৮তম ব্যাচ অধ্যয়নরত। ইতোমধ্যে ৩৩টি ব্যাচ স্নাতক সম্পন্ন করেছেন।

ঢাকা/তানিম/মেহেদী

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর অন ষ ঠ ন উপ চ র য র রহম ন ইসল ম

এছাড়াও পড়ুন:

জাতিসংঘে দাপ্তরিক ভাষা, ক্রু-৯, বাংলাদেশে স্টারলিংক, আরসা, রাবনাবাদ চ্যানেল কী—জানুন

১. জাতিসংঘ প্রকাশিত ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট–২০২৫ অনুযায়ী এশিয়ার সবচেয়ে সুখী দেশ—

ক. সিঙ্গাপুর

খ. তাইওয়ান

গ. জাপান

ঘ. ভুটান

উত্তর: খ. তাইওয়ান (বাংলাদেশের অবস্থান ১৩৪তম)

২. দেশে প্রথমবারের মতো সমুদ্রপথে ফেরি চলাচল শুরু হয় কোন রুটে?

ক. চট্টগ্রাম-সন্দ্বীপ

খ. টেকনাফ–সেন্ট মার্টিন

গ. নোয়াখালী-ভোলা

ঘ. কুয়াকাটা-বরগুনা

উত্তর: ক. চট্টগ্রাম-সন্দ্বীপ (চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ফেরিঘাট থেকে সন্দ্বীপের গুপ্তছড়া ফেরিঘাট)

আরও পড়ুন৪৫তম বিসিএসের ফল দিতে আরও কত সময় নেবে পিএসসি২ ঘণ্টা আগে

৩. ২০২৫ সালের জন্য দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর সংগঠনের (আসিয়ান) সভাপতির দায়িত্ব পালন করছে কোন দেশ?

ক. ইন্দোনেশিয়া

খ. ব্রুনাই

গ. মালেশিয়া

ঘ. থাইল্যান্ড

উত্তর: গ. মালেশিয়া

৪. টাইম ম্যাগাজিনের ‘দ্য ওয়ার্ল্ডস গ্রেটেস্ট প্লেসেস অব ২০২৫’–এ স্থান পেয়েছে বাংলাদেশের কোন মসজিদ?

ক. গুলশান সোসাইটি মসজিদ, ঢাকা

খ. বাইতুর রউফ জামে মসজিদ, ঢাকা

গ. জেবুন নেসা মসজিদ, সাভার

ঘ. আমান মসজিদ, নারায়ণগঞ্জ

উত্তর: গ. জেবুন নেসা মসজিদ, সাভার

৫. আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) দীর্ঘ ৯ মাস কাটানো দুই মার্কিন নভোচারী বুচ উইলমোর ও সুনিতা উইলিয়ামসকে পৃথিবীতে ফিরিয়ে আনতে নাসার মিশন কী নামে পরিচিত?

ক. ক্রু-৯

খ. ক্রু-৮

গ. প্রোগ্রেস ৯০

ঘ. সয়ুজ এমএস ২৬

উত্তর: ক. ক্রু-৯

আরও পড়ুনবিসিআইসিতে বড় নিয়োগ, পদ ৬৮৯২১ মার্চ ২০২৫

৬. সাবেক সেনা কর্মকর্তাদের নেতৃত্বে আত্মপ্রকাশ করা নতুন রাজনৈতিক দল—

ক. জাতীয় সেনা দল

খ. সৈনিক ফ্রন্ট

গ. আর্মি পার্টি

ঘ. জনতার দল

উত্তর: ঘ. জনতার দল (আহ্বায়ক-শামীম কামাল)

৭. যুক্তরাষ্ট্রের সঙ্গে সৌদি আরবে শান্তি আলোচনার পর কোন জলভাগে সামরিক তৎপরতা বন্ধে রাজি হয়েছে রাশিয়া ও ইউক্রেন?

ক. কৃষ্ণসাগর

খ. ভূমধ্যসাগর

গ. বাল্টিক সাগর

ঘ. পূর্ব সাইবেরিয়ান সাগর

উত্তর: ক. কৃষ্ণসাগর

৮. পূর্ব পাকিস্তানে সামরিক বাহিনী মোট কয়টি স্থায়ী ও অস্থায়ী ক্যান্টনমেন্টে বিন্যস্ত ছিল?

ক. ১২টি

খ. ১০টি

গ. ৮টি

ঘ. ৬টি

উত্তর: গ. ৮টি

৯. বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ওপর আন্তর্জাতিকভাবে স্বীকৃত বই ‘উইটনেস টু সারেন্ডার’-এর লেখক—

ক. এ আর সিদ্দিকি

খ. রাও ফরমান আলী

গ. খাদিম হুসেন রাজা

ঘ. সিদ্দিক সালিক

উত্তর: ঘ. সিদ্দিক সালিক

১০. ‘বিশ্ব পানি দিবস’ পালিত হয় প্রতিবছর—

ক. ১৮ ফেব্রুয়ারি

খ. ২৬ এপ্রিল

গ. ১২ মার্চ

ঘ. ২২ মার্চ

উত্তর: ঘ. ২২ মার্চ

১১. বাংলাদেশে পরীক্ষামূলকভাবে স্টারলিংকের কার্যক্রম শুরু হবে—

ক. ৩০ মার্চ ২০২৫

খ. ৯ এপ্রিল ২০২৫

গ. ১ মে ২০২৫

ঘ. ১ জানুয়ারি ২০২৬

উত্তর: খ. ৯ এপ্রিল ২০২৫

আরও পড়ুনচীনের সেরা ১০ স্কলারশিপ: টিউশন ফি মওকুফ-আবাসন-চিকিৎসার সঙ্গে মিলবে মাসিক ভাতাও২৬ মার্চ ২০২৫

১২. আন্তর্জাতিক অলিম্পিক কমিটির ইতিহাসে প্রথমবারের মতো নারী প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন—

ক. কার্সটি কভেন্ট্রি

খ. লারিসা ল্যাটিনিনা

গ. ইসাবেল ওয়ের্থ

ঘ. রাইসা স্মেটানিনা

উত্তর: ক. কার্সটি কভেন্ট্রি

১৩. টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (SDGs) কোন লক্ষ্যমাত্রায় বিশুদ্ধ পানির কথা বলা হয়েছে?

ক. এসডিজি-২

খ. এসডিজি-৪

গ. এসডিজি-৬

ঘ. এসডিজি-৮

উত্তর: গ. এসডিজি-৬

১৪. রোহিঙ্গাদের সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) আগের নাম—

ক. রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন

খ. হারাকাহ আল ইয়াকিন

গ. আরাকান রোহিঙ্গা ন্যাশনাল অর্গানাইজেশন

ঘ. আল আশতার ব্রিগেডস

উত্তর: খ. হারাকাহ আল ইয়াকিন (ইংরেজিতে-ফেইথ মুভমেন্ট)

১৫. পৃথিবীর সর্ববৃহৎ প্রবালপ্রাচীর—

ক. গ্রেট ব্যারিয়ার রিফ

খ. অ্যামাজন রিফ

গ. বেলিজ ব্যারিয়ার রিফ

ঘ. কোরাল ট্রায়াঙ্গেল

উত্তর: ক. গ্রেট ব্যারিয়ার রিফ

১৬. পায়রা সমুদ্রবন্দর কোন চ্যানেলে অবস্থিত?

ক. শাহবাজপুর চ্যানেল

খ. হাতিয়া চ্যানেল

গ. মাতারবাড়ী পোর্ট চ্যানেল

ঘ. রাবনাবাদ চ্যানেল

উত্তর: ঘ. রাবনাবাদ চ্যানেল (পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায়)

১৭. এখন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের অধীন মোট কয়টি সংস্কার কমিশন গঠন করা হয়েছে?

ক. ৬টি

খ. ৯টি

গ. ১১টি

ঘ. ১৩টি

উত্তর: গ. ১১টি

আরও পড়ুনশক্তিশালী পাসপোর্টে বাংলাদেশ, নতুন স্থলবন্দর, সেরা বিমানবন্দর, দুর্নীতিগ্রস্ত দেশে বাংলাদেশ কত—জানুন১৩ ফেব্রুয়ারি ২০২৫

১৮. যুক্তরাষ্ট্রের স্বাধীনতার শতবর্ষ পূর্তি উপলক্ষে ফ্রান্সের দেওয়া উপহার ‘স্ট্যাচু অব লিবার্টি’ কোনো নদীর তীরে অবস্থিত?

ক. মিসিসিপি নদী

খ. হাডসন নদী

গ. গিনিজ নদী

ঘ. কলোরাডো নদী

উত্তর: খ. হাডসন নদী

১৯. জাতিসংঘের সনদ কর্তৃক স্বীকৃত দাপ্তরিক ভাষা কয়টি?

ক. ৬টি

খ. ৭টি

গ. ৯টি

ঘ. ১০টি

উত্তর: ক. ৬টি

২০. বিমসটেকের (BIMSTEC) ষষ্ঠ শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?

ক. ঢাকা, বাংলাদেশ

খ. দিল্লি, ভারত

গ. ব্যাংকক, থাইল্যান্ড

ঘ. কুয়ালালামপুর, মালেশিয়া

উত্তর: গ. ব্যাংকক, থাইল্যান্ড (২-৪ এপ্রিল, ২০২৫)

* লেখক: শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়

সম্পর্কিত নিবন্ধ

  • নেপালের দায়িত্বে বাংলাদেশের সাবেক কোচ
  • আনন্দ মেলার উপস্থাপনায় প্রথমবার ইমন, সঙ্গে তুফানের নাবিলা
  • প্রথমবারের মত আইপিএলে দেখা গেল যে নিয়ম
  • সূর্যমূখীর হাসিতে হাসছে কৃষক
  • প্রথমবার আইটেম গানে সায়রা, সঙ্গে পলাশ
  • প্রথমবার সিরাজগঞ্জে ৩৮১ জন আনসার সদস্য পেলেন ঈদ উপহার
  • জাতিসংঘে দাপ্তরিক ভাষা, ক্রু-৯, বাংলাদেশে স্টারলিংক, আরসা, রাবনাবাদ চ্যানেল কী—জানুন