বাংলাদেশ জাতীয় কাবাডি দল দারুণ এক জয় দিয়ে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শুরু করেছে। সিরিজের প্রথম ম্যাচে নেপালকে ২৪ পয়েন্টের বড় ব্যবধানে হারিয়েছে লাল-সবুজের দল। পাঁচটি লোনাসহ ৫৩-২৯ পয়েন্টে জয় তুলে নিয়ে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে স্বাগতিকরা।

এই সিরিজের মধ্য দিয়ে ৫১ বছর পর বাংলাদেশে ফিরেছে কাবাডি টেস্ট সিরিজের ঐতিহ্য। সর্বশেষ ১৯৭৪ সালে দেশে প্রথমবারের মতো কাবাডি টেস্ট সিরিজ অনুষ্ঠিত হয়েছিল। দ্বিতীয়বারের মতো শুরু হওয়া এই প্রতিযোগিতায় প্রথম ম্যাচেই নিজেদের শ্রেষ্ঠত্ব দেখাল বাংলাদেশ।

ইতিহাস ও পরিসংখ্যানের দিক দিয়ে নেপালের চেয়ে অনেক এগিয়ে বাংলাদেশ। এখনো পর্যন্ত কখনো নেপালকে হারানোর সুযোগ পায়নি প্রতিপক্ষ দলটি। সেই ধারাবাহিকতা বজায় রেখে সিরিজের প্রথম ম্যাচেই দাপুটে জয় তুলে নিল স্বাগতিকরা। প্রথমার্ধ থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে বাংলাদেশ। নেপালকে চাপে রেখে ২৮-১১ পয়েন্টে এগিয়ে বিরতিতে যায় মিজানুর রহমানের দল। দ্বিতীয়ার্ধেও প্রতিপক্ষকে কোনো সুযোগ না দিয়ে ৫৩-২৯ ব্যবধানে জয় নিশ্চিত করে বাংলাদেশ।

ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বাংলাদেশের অধিনায়ক মিজানুর রহমান। সিরিজের দ্বিতীয় ম্যাচ আগামীকাল (রবিবার) বিকেল সাড়ে তিনটায় পল্টন ময়দানে অনুষ্ঠিত হবে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: প রথম

এছাড়াও পড়ুন:

থাইল্যান্ড ভ্রমণে বাধ্যতামূলক হলো ডিজিটাল অ্যারাইভাল কার্ড

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ড এবার বিদেশি পর্যটকদের জন্য নতুন নিয়ম জারি করেছে। নতুন নিয়মে বিদেশি পাসপোর্টধারী সব পর্যটকের জন্য ডিজিটাল অ্যারাইভাল কার্ড (টিডিএসি) বাধ্যতামূলক করেছে দেশটি। আগামী মে মাস থেকে এ নিয়ম কার্যকর হবে।

মঙ্গলবার (১ এপ্রিল) জারি করা এক নির্দেশনায় এ তথ্য জানিয়েছে ট্যুরিজম অথরিটি অব থাইল্যান্ড (টিএটি)।

থাইল্যান্ডের পর্যটন ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন এ সংস্থা দেশটির পর্যটন শিল্পের প্রচার এবং পরিবেশ রক্ষায় দায়িত্ব পালন করে।

মঙ্গলবার নিজেদের ওয়েবসাইটে দেওয়া ওই নির্দেশনায় ট্যুরিজম অথরিটি অব থাইল্যান্ড বলেছে, থাইল্যান্ড ভ্রমণকারীদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট! আগামী ১ মে, ২০২৫ থেকে আকাশপথে, স্থলপথে বা সমুদ্রপথে থাইল্যান্ডে আসার আগেই থাই নাগরিক নন এমন সকলকে অনলাইনে থাইল্যান্ড ডিজিটাল অ্যারাইভাল কার্ড (টিডিএসি) পূরণ করতে হবে।

এতে আরো বলা হয়েছে, নতুন এই ডিজিটাল ব্যবস্থা অভিবাসন প্রক্রিয়াকে দ্রুততর, সহজ এবং আরো নিরাপদ করে তুলবে। এখন থেকে আর কাগজের ফর্মের প্রয়োজন নেই।

নির্দেশনায় বলা হয়েছে, থাইল্যান্ডে আসার আগে তিন দিনের মধ্যে নিবন্ধন করতে হবে। আবেদন করতে হবে এখানে—https://tdac.immigration.go.th । ভুলে যাবেন না— আগামী ১ মে, ২০২৫ থেকে টিডিএসি বাধ্যতামূলক।

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় পর্যটন গন্তব্য থাইল্যান্ড। দেশটিতে প্রতিবছর বহু পর্যটক ভ্রমণ করেন।

ঢাকা/হাসান/রফিক

সম্পর্কিত নিবন্ধ