ফের আলোচনায় বসছে রাশিয়া-যুক্তরাষ্ট্র
Published: 22nd, February 2025 GMT
রাশিয়ার সঙ্গে ফের আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র। রাশিয়া-যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে দ্বিতীয় বৈঠকটি আগামী দুই সপ্তাহের মধ্যে অনুষ্ঠিত হবে। রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএ এ তথ্য জানিয়েছে।
শনিবার (২২ নভেম্বর) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, প্রায় তিন বছর ধরে চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসানের প্রস্তুতির লক্ষ্যে গত মঙ্গলবার সৌদি আরবের রাজধানী রিয়াদে মস্কো ও ওয়াশিংটন তাদের প্রথম আলোচনা করেছে।
আরআইএকে দেওয়া এক সাক্ষাৎকারে রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, পরবর্তী বৈঠকটি তৃতীয় কোন দেশে অনুষ্ঠিত হবে এবং নির্দিষ্ট স্থান নির্ধারণে একমত হওয়ার কথা রয়েছে। তবে তিনি রাশিয়ান বা আমেরিকান পক্ষ থেকে বৈঠকে কারা যোগ দেবেন সে সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করেননি।
আরো পড়ুন:
শান্তি আলোচনার ‘তাস’ রাশিয়ার হাতে রয়েছে: ট্রাম্প
ট্রাম্প অপতথ্যের জগতে রয়েছেন: জেলেনস্কি
রিয়াবকভ বলেন, “তথাকথিত উত্তেজনার বিষয়গুলো সমাধানে আলোচনা করার জন্য উভয় পক্ষের ‘নীতিগত চুক্তি’ হয়েছে।”
তিনি বলেন, “আজ আমরা দুটি সমান্তরাল, কিন্তু অবশ্যই, কিছুটা হলেও, রাজনৈতিকভাবে আন্তঃসংযুক্ত পথের মুখোমুখি: একটি হলো ইউক্রেনীয় বিষয়, অন্যটি দ্বিপাক্ষিক।”
তিনি আরো বলেন, “যখন আমরা যুক্তরাষ্ট্রের নীতিতে উন্নতির জন্য দৃশ্যমান পরিবর্তন দেখতে পাই, তখন কৌশলগত স্থিতিশীলতা ও অস্ত্র নিয়ন্ত্রণের বিষয়ে একটি সংলাপ সম্ভব।”
রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী জানান, যুক্তরাষ্ট্র এবং রাশিয়া মধ্যপ্রাচ্য নিয়েও আলোচনা করতে পারে।
ক্রেমলিন জানিয়েছে, গত সপ্তাহের প্রাথমিক বৈঠকটি মূলত রাশিয়া-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্কের দিকে মূল ফোকাস ছিল, যা ইউক্রেন যুদ্ধের সমাধানে পৌঁছানোর দিকে ‘খুব গুরুত্বপূর্ণ পদক্ষেপ’ ছিল।
ক্রেমলিন এই সপ্তাহে বলেছে, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে এই মাসে মুখোমুখি বৈঠক সম্ভব। উভয় প্রেসিডেন্টই বলেছেন, তারা মুখোমুখি আলোচনা করতে চান।
ঢাকা/ফিরোজ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
জারা, ডিপি ওয়ার্ল্ড, স্যামসাং, মেটা, উবার, টেলিনর, টয়োটাসহ যেসব ব্র্যান্ড আসছে
আগামী এপ্রিলে ঢাকায় অনুষ্ঠিতব্য চার দিনের বিনিয়োগ সম্মেলনে বিশ্বের বেশ কিছু নামীদামি কোম্পানির শীর্ষ নির্বাহীরা অংশ নিচ্ছেন। এ ছাড়া মেটা ও উবারের মতো আরও কিছু কোম্পানির প্রতিনিধিরাও আসবেন। সব মিলিয়ে এ সম্মেলনে ৫০টি দেশের ৫৫০ জনের বেশি বিনিয়োগকারী ও ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধির অংশ নেওয়ার কথা রয়েছে।
আগামী ৭ থেকে ১০ এপ্রিল রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ বিনিয়োগ সম্মেলন অনুষ্ঠিত হবে। ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট-২০২৫’ শীর্ষক এই সম্মেলনের আয়োজক বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)।
বিডা জানিয়েছে, বাংলাদেশে সরাসরি বিনিয়োগ করবেন এমন অনেক বিদেশি বিনিয়োগকারী এ সম্মেলনে অংশ নেবেন। এর পাশাপাশি বিশ্বের নামীদামি বেশ কিছু কোম্পানির শীর্ষ নির্বাহী কিংবা প্রতিনিধিও ইতিমধ্যে নিবন্ধন করেছেন। তাঁদের মধ্যে অন্যতম দুজন হলেন কাপড়ের ব্র্যান্ড জারার মূল সংস্থা ইন্ডিটেক্সের গ্রুপ সিইও অস্কার গার্সিয়া মাসেইরাস ও দুবাইয়ের ডিপি ওয়ার্ল্ড গ্রুপের চেয়ারম্যান সুলতান আহমেদ বিন সুলাইমান।
বিনিয়োগ সম্মেলনে অতিথি হিসেবে আরও থাকবেন যুক্তরাজ্যের হাউস অব লর্ডসের সদস্য ব্যারোনেস রোজি উইন্টারটন, স্যামসাংয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সাং-জু লি, কাপড়ের ব্র্যান্ড জিওর্ডানো ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কলিন মেলভিল কেনেডি কারি। এ ছাড়া এক্সিলারেট এনার্জির প্রেসিডেন্ট এবং পাকিস্তানের দাউদ গ্রুপের ভাইস প্রেসিডেন্টের সম্মেলনে অংশ নেওয়ার কথা।
এই ব্যক্তিদের পাশাপাশি আরও কিছু প্রতিষ্ঠানের প্রতিনিধিদের বিনিয়োগ সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে। বিডা জানিয়েছে, ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা, উবার, টেলিনর, টয়োটার মতো অনেক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেবেন।
এ ছাড়া বিশ্বের বেশ কিছু বড় ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানিও আসছে সম্মেলনে। তাদের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক বি-ক্যাপিটাল, মালয়েশিয়া ও হংকংভিত্তিক গোবি পার্টনার্স, কনজাংশন ক্যাপিটাল এবং মার্কোর মতো প্রতিষ্ঠান।