‘উলিপুরের বইমেলা হোক রংপুর অঞ্চলের সাহিত্য ও সংস্কৃতির মিলনমেলা’ প্রতিপাদ্যে ২৯তম উলিপুর বইমেলার উদ্বোধন হয়েছে। আজ শনিবার দুপুরে কুড়িগ্রামের উলিপুর শহীদ মিনার চত্বরে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে সাত দিনের এই মেলার উদ্বোধন ঘোষণা করেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

আয়োজকেরা জানান, সপ্তাহব্যাপী এই বইমেলার মঞ্চে প্রতিদিন নৃত্যানুষ্ঠান, শিশুদের কুইজ, ছড়া, আবৃত্তি, গানসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে। বইমেলা সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। এতে ১০টি স্টলে দেশবরেণ্য লেখকদের বইসহ প্রথমা প্রকাশনের সব বই পাওয়া যাচ্ছে।

ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ‘একটি উপজেলা শহরে ২৯ বছর ধরে বইমেলা হচ্ছে—এটি আমাদের সংস্কৃতির জন্য আশা জাগানিয়া ঘটনা। আমি এই বইমেলার সাফল্য কামনা করছি।’

‘ফ্রেন্ডস ফেয়ার উলিপুর’–এর আয়োজনের উদ্বোধনী দিনে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট কবি, কলামিস্ট ও প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান। তিনি বলেন, বইমেলায় বিশ্বের বড় বড় সাহিত্যিকের সঙ্গে পাঠকদের সাক্ষাৎ হয়। বই অতীতের সঙ্গে বর্তমান ও ভবিষ্যতের যোগসূত্র তৈরি করে। পাঠককে নতুন এক জগতের সন্ধান দেয়। এ জন্য দেশের প্রতিটি উপজেলা শহরে বইমেলা আয়োজন দরকার।

সোহরাব হাসান আরও বলেন, ‘আমরা যাঁরা সাহিত্য সৃষ্টি করি, তাঁরা মূলত আলো ছড়িয়ে দেওয়ার জন্য সাহিত্য করি। উলিপুর বইমেলা ২৯ বছর ধরে বইমেলার আয়োজন করছে। তারা লেখকের সৃষ্টি করা আলো সারা দেশে ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।’

ফ্রেন্ডস ফেয়ার উলিপুরের স্থায়ী কমিটির সদস্য রেজওয়ান করিম লালনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সদস্য জুলফিকার আলি, এম এস আমীন রেসিডেন্সিয়াল স্কুলের পরিচালক শামীম আকতার, উলিপুর উপজেলা স্কাউটের কমিশনার রফিকুল ইসলাম আনছারী, প্রথম আলোর কুড়িগ্রাম প্রতিনিধি জাহানুর রহমান প্রমুখ।

ফ্রেন্ডস ফেয়ার উলিপুরের স্থায়ী কমিটির সদস্য রেজওয়ান করিম লালনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সদস্য জুলফিকার আলি, এম এস আমীন রেসিডেন্সিয়াল স্কুলের পরিচালক শামীম আকতার, উলিপুর উপজেলা স্কাউটের কমিশনার রফিকুল ইসলাম আনছারী, প্রথম আলোর কুড়িগ্রাম প্রতিনিধি জাহানুর রহমান প্রমুখ।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: বইম ল র প রথম সদস য উপজ ল

এছাড়াও পড়ুন:

সাভারে স্মৃতিসৌধে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান, আটক ৩

সাভারের জাতীয় স্মৃতিসৌধে ‘মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড’–এর পতাকা হাতে সংগঠনটির নেতা-কর্মীরা আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর স্মৃতিসৌধের বেদির সামনে থেকে তাঁরা ‘জাতির পিতা শেখ মুজিব, লও লও লও সালাম’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘একাত্তরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, ‘তুমি কে আমি কে, বাঙালি বাঙালি’সহ নানা স্লোগান দিয়ে ফটকের দিকে আসেন।

এ ঘটনায় তিনজনকে আটক করেছে আশুলিয়া থানা-পুলিশ। আটক ব্যক্তিরা হলেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এবং মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের মহাসচিব সেলিম রেজা (৪৭), মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাংগঠনিক সম্পাদক এবং মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের সদস্য মো. শহিদুল ইসলাম (৫০) ও আশুলিয়ার গাজীরচট শের আলী এলাকার সোহেল পারভেজ (৪১)।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বেলা ১১টার দিকে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের পতাকা হাতে স্মৃতিসৌধের মূল বেদিতে শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনের নেতা-কর্মীরা। পরে তাঁরা স্মৃতিসৌধ থেকে বের হওয়ার সময় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’সহ নানা স্লোগান দেন। পরে স্মৃতিসৌধে দায়িত্বরত পুলিশ সদস্যরা এগিয়ে এলে তাঁরা বিভিন্ন দিকে দৌড় দেন। কয়েকজন মূল ফটকের দিকে গেলে জনতার সঙ্গে তাঁদের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে একজনকে পিটুনি দেন জনতা। মারধরের সময় উপস্থিত সংবাদকর্মীসহ বেশ কয়েকজন তাঁদের থামানোর চেষ্টা করেন। পরে তিনজনকে আটক করে আশুলিয়া থানা-পুলিশ।

স্লোগান দেওয়ার ব্যাপারে সাংবাদিকেরা জানতে চাইলে সংগঠনটির কয়েকজন স্লোগান দেওয়ার কথা স্বীকার করেন। তাঁরা বলেন, ‘আমরা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি, আমরা স্বাধীনতার সপক্ষের শক্তি।’ পরিচয় জানতে চাইলে তাঁদের একজন বলেন, ‘আমি মুক্তিযোদ্ধার সন্তান। এটা আমার সবচেয়ে বড় পরিচয়।’ পরে জানান, তাঁর নাম আমিন মুসল্লি। তিনি বরগুনা সদর থেকে এসেছেন।

অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির বলেন, স্মৃতিসৌধ চত্বর থেকে তিনজনকে আটক করা হয়েছে। তাঁরা জাতীয় স্মৃতিসৌধে উসকানিমূলক স্লোগান দিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছিলেন।

সম্পর্কিত নিবন্ধ

  • মাসব্যাপী নামাজ পড়া ৩২ কিশোরকে সাইকেল দিল মহানগর উত্তর বিএনপি
  • পেপার ও পেপার বোর্ড আমদানিতে শুল্ক ৫ শতাংশ চান ব্যবসায়ীরা
  • সয়াবিনের দাম লিটারে ১৮ টাকা বাড়াতে চান ব্যবসায়ীরা
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের তিন নেতাকে কারণ দর্শনোর নোটিশ
  • সাভারে স্মৃতিসৌধে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান, আটক ৩