এক গোল খেয়ে ইয়ংমেন্সকে ৬ গোল দিল আবাহনী, জিতেছে কিংসও
Published: 22nd, February 2025 GMT
আবাহনী ৬: ১ ইয়ংমেন্স
বড় জয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলের মৌসুমের দ্বিতীয় পর্ব শুরু করল আবাহনী লিমিটেড। আজ তারা ইয়ংমেন্স ক্লাব ফকিরেরপুলকে ৬-১ গোলে উড়িয়ে দিয়েছে। ১০ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে আবাহনী আছে দুইয়ে। আজই চট্টগ্রাম আবাহনীকে ২-০ গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। টেবিলের তিনে থাকা কিংসের পয়েন্ট এখন ১০ ম্যাচে ২০।
কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামে ম্যাচের ১৪ মিনিটেই পিছিয়ে পড়ে আবাহনী। শিবলাল টুডুর পাস থেকে ইয়ংমেন্সকে এগিয়ে দেন সাঈদ হোসেন সায়েম। চলতি মৌসুমে লিগে এই ফরোয়ার্ডের দ্বিতীয় গোল। এর আগে গত ডিসেম্বরে প্রথম লেগে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে প্রথম গোল করেছিলেন সায়েম।
এক গোল হজমের পর একটু তেড়েফুঁড়েই আক্রমণ শাণায় আবাহনী। তবে ইয়ংমেন্সও তাদের রক্ষণভাগ আগের চেয়ে খানিকটা গুছিয়ে নেওয়ার চেষ্টা করে। তাতে অবশ্য আবাহনীকে আটকানো যায়নি! ম্যাচে সমতায় ফিরতে গুনে গুনে ২৫ মিনিট সময় নেয় আকাশি নীলরা। ৩৯ মিনিটে এনামুল ইসলাম গাজীর বানিয়ে দেওয়া বলকে দারুণ প্রচেষ্টায় গোলে রূপ দেন অধিনায়ক মোহাম্মদ হৃদয়। এবারের লিগে তাঁর প্রথম গোল এটি।
আবাহনী আছে পয়েন্ট তালিকার দুইয়ে.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের শ্রদ্ধা জানালেন প্রধান বিচারপতি
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ৭১ এর শহীদ বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।
বুধবার সকাল ৬টা ১৫ মিনিটে তিনি মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।
পুষ্পস্তবক অর্পণের পর ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধান বিচারপতি। এসময় তার সঙ্গে ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা।
এর আগে ভোর ৫টা ৫০ মিনিটের দিকে ৭১ এর বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। পুষ্পস্তবক অর্পণের পর ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন রাষ্ট্রপতি।
এরপর সকাল ৬টার দিকে তিনি ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
এ সময় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সমন্বয়ে গঠিত একটি চৌকস দল রাষ্ট্রীয় অভিবাদন জানায়। প্রধান উপদেষ্টা স্মৃতিসৌধ প্রাঙ্গণে রাখা দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন।
প্রধান উপদেষ্টার পর উপদেষ্টা পরিষদের সদস্যরা এবং মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টার নেতৃত্বে বীরশ্রেষ্ঠ পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধারা পুষ্পস্তবক অর্পণ করেন।
এরপর একে একে বিদেশি কূটনীতিক, বিভিন্ন রাজনৈতিক–সামাজিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানান।